যাদের কাছে ফটোশপ বা কোন ফটো এডীটিং সফট নেই তারা কি করবনে? হু। splashup অনলাইনে ফটো এডিটীং এর জন্য দারুন একটা সাইট। অনেক গুলো এডিটীং অপশন পাবেন এতে আপনি। আপনার কাছে যদি কোন ফটোএডিটর না থাকে তাহলে সাইটটী অনেক কাজে দিবে। সাইটের ঠিকানাঃ http://www.splashup.com/ ভিজিট কলে নিচের মত দেখতে পাবেন।
এবার মাঝখানের Jump Right in বা নিচের ছবির মত জায়গায় ক্লি করলে একটা পপ আপ উইউন্ডো খুলবে। কিছু ক্ষন লাগবে লোড হতে। তার পর আপনি ছবি নিয়ে এডিটিং শুরু করতে পারেবন।
প্রয়জনীয় এডিট বা নতুন ছবি তৈরি করে সেভ বাটনে ক্লিক করে সেভ করুন। ব্যস হয়ে গেলো।
ধন্যবাদ সবাইকে
আমি জাকির হোসাইন। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 14 বছর 8 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 224 টি টিউন ও 1487 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 5 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
পৃথিবীতে অল্পকয়েক দিনের জন্য অনেকেই আসে, হেঁটে খেলে চলে যায়। এর মধ্যে অল্প কয়েক জনই পায়ের চাপ রেখে যায়।ওদের একজন হতে ইচ্ছে করে। প্রযুক্তির আরেকটি সেরা ব্লগ টেকটুইটস। আপনাদের স্বাগতম, যেখানে প্রতিটি বন্ধুর অংশ গ্রহনে গড়ে উঠেছে একটি পরিবার। আপনাদের পছন্দ হবে আশা করি। ফেসবুকে আমি - ?জাকির!
joss, asom salaa