কেউ কি আমাকে Google Wave এর invitation পাঠাবেন? প্লিজ

আজ সারা বিশ্বে সীমিত আকারে রিলিজ হয়েছে গুগল ওয়েব। সারাবিশ্বের ১ লাখ ব্যবহারকারী যারা আগে রেজিষ্টেশন করেছে ।তারা এই সুবিধা পাবেন।আমি আগে রেজিষ্টেশন করেছি কিন্ত এখনও গুগল আমাকে কিছূ জানায়নি।আর ধৈর্য্য ধরতে পারছিনা।যাদের গুগল ওয়েব একটিভ হয়েছে তারা প্রত্যেকে ৮ জনকে ইনভাইট করতে পারবে।যাদের ইনভাইট করা হবে তারাও গুগল ওয়েব ব্যবহার করতে পারবে।প্লিজ কারো একটিভ হলে আমার মেইল ঠিকানায় একটা ইনভাইট পাঠান।প্লিজ প্লিজ আমার মেইল gprsmamun@gmail.com প্লিজএর বিনিময়ে আমি যেকোন হেল্প করতে প্রস্তুত।

Level 0

আমি বিল্লাহ মামুন। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 16 বছর 5 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 142 টি টিউন ও 1447 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 2 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

করি মায়ের ভাষায় চিৎকার........ http://bloggermamun.com


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

আমিও পাই নাই।মামুন ভাই আপনি পাইলে আমাকে Invite করেন।আর অন্য জন্য কেউ করেত পারেন।ইমেইল
disitalman@gmail.com
প্লিজ ইমেইল করুন।

ভাই দারুণ সংবাদ দিলেন অামিতো এই খবর জানতামই না। অামিও রেজি করছিলাম তাই অপেক্ষায় অাছি।।।
thaks Mamun vai

আমাকেও পাঠাবেন প্লিজ। ronyiuteee@yahoo.com

অফটপিকঃ
মামুন ভাই শিরোনামে invite এর পরিবর্তে invitation appropriate হবে সম্ভবত। চোখে পড়ল তাই বললাম। মাইন্ড করবেন না প্লিজ।

    উত্তেজনায় যে কি লিখেছি নিজেই বলতে পারবনা।ধন্যবাদ

Level 0

আমাকেও invite দিয়েন কেউ । প্লিজ

কিন্তু কে পেয়েছে Invite

মামুন ভাই সকলে যেমন করে চাচ্ছে তাতে আমার একটা কথা মনে পড়ল সেটা হল গাছে কাঠাল গোফে তেল । আমাদের টেকটিউনসে কেউ পাইছে কিনা তাই তো আমার সন্দেহ । আর অন্যরাও তাল মিলাচ্ছে । আর আপনি আমার মনে হয় না বুঝেই বলেছেন তারপরেও বলছি উপকারের বিনিময় কিছুদিয়েই শোধ করা যায় না আমি কি ভুল বললাম ?

ভুল বললে ক্ষমা করে দেবেন ।

    প্রথমত আমি আসলে তোমার কথা ভালবাবে বুঝিনাই ।তবু ও বলছি কেউ যদি পেয়ে থাকে সেই আশায় আমি পোস্ট দিয়েছি।কারণ ইনভাইট ছাড়া ওয়েভ ব্যবহার করতে হলে আরও ৩/৪ মাস অপেক্ষা করতে হবে।আপনি জেনে অবাক হবেন ebay তে প্রতিটি ইনভাইট ৭০ ডলারে সেল হচ্ছে ।আমার কথা বিম্বাস না হলে Mashble.com এ ঘুরে আসুন।আর আমি কিন্তু উপকারের বিনিময়ে উপকারের কথাই বলেছি।যা আমাদের প্রত্যেকেরই কাম্য।

    না মামুন ভাই আমি কিছু মিন করে কথাটা বলিনি । ১০০০০ জনা পাওয়ার কথা কিন্তু টেকটিউনসে আমরা কয় জন মাত্র । আর আপনার মনে আছে কি না আমি জানি না রনি কলকাতা ভাই বলেছিলেন তিনি নাকি ইনভাইট পেয়েছেন এবং বলেছিলেন মেইল করলে নাকি তিনি রিকোয়েষ্ট পাঠাবেন কিন্তু আমি তাকে এটার আশায় আমি তাকে মেইল করেছিলাম আজও তার উত্তর পেলাম না । কিন্তু রনি কলকতা কোথায় কথাটা বলেছিল তা আমার মনে নেই । থাকলে লিংকটা দিয়ে দিতাম ।

Level 0

মনে হয় কেউ পায়নি vi invite me pls (rejwanhuq@gmail.com)

Invitation পেতে হলে নিচের পোস্টে মন্তব্য দিন –
https://www.techtunes.io/internet/tune-id/10226

Amakeo pathaben please.
onlybps@gmail.com

ebay তে প্রতিটি ইনভাইট ৭০ ডলারে সেল হচ্ছে ?But no problem its free, so Invitation পেতে হলে নিচের মেইলে যোগাযোগ করুন।
myeakubbd@gmail.com
Thanks, Yeakub.

    হুম প্রথম দিন ইবেতে ৭০ র্ডলার করে সেল হয়েছে।তবে এখন তো আর অভাব নাই এখন মাগনা দিলেও কেউ নেয়ার নাই