আসসালামু আলাইকুম। টেকটিউনস ওয়েবসাইটের নতুন আরো একটি টিউনে আপনাকে স্বাগতম। আমি স্বপন আছি আপনাদের সাথে, আশাকরি সকলেই অনেক অনেক ভালো আছেন। স্বাগতম সবাইকে জনপ্রিয় ৫ টি ডোমেইন এক্সটেনশন নিয়ে নতুন আরো একটি টিউনে। যেহেতু আজকের পোস্টটি আপনি পড়তে আসছেন, সেহেতু আমরা ধরে নিতে পারি আপনি একটি ওয়েবসাইট বানাতে চাচ্ছেন অথবা একটি ওয়েবসাইটের জন্য ডোমেইন হোস্টিং কিনতে চাচ্ছেন। তো আজকের পোস্টটি যেহেতু শুধুমাত্র ডোমেইন নিয়ে সেহেতু আমরা হোস্টিং নিয়ে আজকে কোন প্রকার আলোচনা করব না। আপনি যখন একটি নতুন ওয়েবসাইট বানাতে চান তখন শুরুতেই আপনার মাথায় আসে কেমন টাইপের ডোমেইন একটি ওয়েবসাইটের জন্য অনেক ভালো? এছাড়া অনেকে আবার ভাবতে থাকে একটি ওয়েবসাইট রান করানোর জন্য অথবা র্যাঙ্ক বৃদ্ধি করার জন্য কেমন ডোমেইন এক্সটেনশন ব্যবহার করা উত্তম। নতুনরা এসব বিষয় নিয়ে অনেক কিছুই ভাবতে থাকেন।
আজকের টিউনে আমি আপনাদের ডোমেইন এবং ডোমেইন এক্সটেনশন নিয়ে বিস্তারিত ধারণা দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ। সেই সাথে আমি আশাকরি, আজকের পোস্টটি মনোযোগ সহকারে শুরু থেকে শেষ পর্যন্ত পড়লে কোন ডোমেইন এক্সটেনশন কিসে ব্যবহার করা হয়? আপনার নির্দিষ্ট ওয়েবসাইটের জন্য কেমন ডোমেইন এক্সটেনশন ব্যবহার করা প্রয়োজন? ইত্যাদি বিষয়গুলো নিয়ে সুস্পষ্ট ভাবে ধারণা পাবেন। তাই তাড়াহুড়ো না করে আজকের পোস্টটি শুরু থেকে শেষ পর্যন্ত পড়ে নেবেন আশাকরি ডোমেন এক্সটেনশন নিয়ে নতুন অনেক কিছুই জানতে পারবেন। আজকে পোস্টটি শুরু করার আগে অবশ্যই প্রথমে আপনাকে জেনে নিতে হবে ডোমেইন কি? হয়তো অনেকেই আগে থেকেই জানেন ডোমেইন কী? ডোমেইন দিয়ে কি করা হয়?
তবে আমি শুরুতেই বলছিলাম আজকের টিউনে বিগেইনারদের জন্য বেশ হেল্পফুল একটি টিউন হবে সেহেতু আমি শুরু থেকেই শুরু করতে চাচ্ছি। আশাকরি আজকের ধাপে ধাপে আলোচনা করা বিষয়গুলো নতুনদের জন্য সমস্যা হবে না। আপনার ইতিমধ্যে একটি ওয়েবসাইট আছে অথবা নতুন একটি ওয়েবসাইট বানাতে চাচ্ছেন। তাহলে আপনার জন্য সর্বপ্রথম একটি ভালো মানের ডোমেইন নির্বাচন করা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। কেননা আপনার ওয়েবসাইটটির র্যাংক করার জন্য একটি ভাল মানের ডোমেইন এক্সটেনশন অনেক বেশি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তাই অনেক সহজেই একটি ওয়েবসাইট রান করানো থেকে শুরু করে জনপ্রিয়তা পাওয়ার লক্ষ্যে পর্যন্ত পৌঁছানোর জন্য ভালো মানের ডোমেইন হোস্টিং নির্বাচন বেশ কার্যকরী পদ্ধতি। আজকের পোস্টটি নিয়ে আরও অনেক কিছু জানার আগে চলন শুরুতেই জেনে নেই ডোমেইন কী?
ডোমেইন হল ডিজিটাল পরিচয়ের একটি নাম। আর ইন্টারনেট হলো মহা সমুদ্রের মতো। এই ইন্টারনেটের মাঝেই অনেক অনেক ডাটা সংরক্ষণ করা থাকে। আচ্ছা একটি সহজ উদাহরণ দিয়ে বোঝানো যাক, মনে করুন আপনি সমুদ্রের মাঝে একটি দ্বীপ আবিষ্কার করলেন। আর সেই দ্বীপের একটি নাম রাখলেন। এখন আপনারা দেওয়া নাম অনুযায়ী দ্বীপটির নাম বেশ পরিচিতি পাওয়ার পর নতুন কেউ আপনার সেই আবিষ্কার করা দ্বীপে যেতে চাইলে অবশ্যই শুধুমাত্র দ্বীপের নাম বললেই সেখানে যাওয়া যাবে। খেয়াল করুন, এখানে আপনার আবিষ্কার করা দ্বীপটি তার নাম দ্বারা সবার কাছে পরিচিত পেয়েছেন। যার কারণে শুধুমাত্র দ্বীপের নাম বললেই যে কেউ সেই দ্বীপে পৌঁছাতে সক্ষম।
হ্যাঁ, ঠিক এমনি। আপনার ওয়েবসাইটটির সকল ডাটা মহাসমুদ্রের মতই ইন্টারনেটের মাঝে ভাসমান অবস্থায় থাকবেন। তবে আপনার এই ওয়েবসাইটটি অথবা আপনার ওয়েবসাইটে থাকা ডাটাগুলো খুঁজে পেতে অবশ্যই একটি নামের প্রয়োজন। যে নামটি দ্বারা ইন্টারনেটে কেউ সার্চ করলে আপনার ওয়েবসাইট অথবা আপনার ওয়েবসাইটে থাকা ডাটাগুলো সহজেই খুঁজে পাবে। এই নামটি মূলত ডোমেইন নামে পরিচিত। যেমন google একটি ওয়েবসাইট যার বিশাল বড় ডাটায় ইন্টারনেট ভরপুর। এখানে আমরা নাম হিসেবে সহজেই চিনে ফেললাম সেটি "Google" এটি হলো ডোমেইন নাম। প্রতিটি ওয়েবসাইটের এমন আলাদা আলাদা ডোমেইন নাম থাকে। এই নামগুলো দ্বারা সহজেই একটি নির্দিষ্ট ওয়েবসাইট এক্সেস করা সম্ভব।
একটু আগেই আমরা ডোমেইন নাম কী এ বিষয় নিয়ে স্পষ্ট ধারণা পেয়ে গেছি। তাই আমি আশাকরি ডোমেইন নাম সম্পর্কে আর কারো কোন প্রশ্ন থাকার কথা না। তবে শুরুতেই বলে নেওয়া ভালো ডোমেইন নাম আর ডোমেইন এক্সটেনশন দুটি সম্পূর্ণ ভিন্ন জিনিস। আপনি যখন কোন ওয়েবসাইট বানাতে চাইবেন তখন সেই ওয়েবসাইটটির নাম কেমন হবে সেই নাম নির্ধারণ করা হচ্ছে ডোমেইন নাম। আর সেই ডোমেইন টির বংশ মর্যাদা কেমন হবে সেটি মূলত ডোমেইন এক্সটেনশন। সম্ভবত বিষয়টি আপনাদের কাছে একটু জটিল মনে হচ্ছে। তো চলুন একটি সহজ উদাহরণ দিয়ে সহজেই বোঝানো যাক। মনে করুন আপনার নাম স্বপন, এখন আপনার নাম কেউ জিজ্ঞেস করলে, আপনার নাম শুধু "স্বপন" এইভাবে বলবেন?
না মোটেও না। আপনি অবশ্যই আপনার নামের পড়ে আপনার বংশ মর্যাদা যুক্ত করবেন। যেমন আপনার নাম "স্বপন" এর পরে মিয়া, মন্ডল, খান, চৌধুরি ইত্যাদি কোন একটি যুক্ত করে দিবেন। এই আপনার নামের পর আপনি যে আপনার বংশ মর্যাদা যুক্ত করলেন এটি মূলত আপনার ক্ষেত্রে আপনার নামের এক্সটেনশন। ঠিক তেমনি, একটি ডোমেইনের পর সেই ডোমেইনের বংশ মর্যাদা যুক্ত করলে তাকে ডোমেইন এক্সটেনশন বলা হয়। বর্তমানে ওয়েবসাইট বানানোর জন্য ইন্টারনেটে অনেক ভালো ভালো ডোমেইন এক্সটেনশন রয়েছে। এগুলোর মধ্যে আপনি কোনটি ব্যবহার করবেন সেটি একমাত্র আপনার ইচ্ছা। তবে কোনটি ভালো সেটি বলে দেওয়ার দায়িত্ব আমাদের। বর্তমান সময়ে জনপ্রিয় কয়েকটি ডোমেন এক্সটেনশন হলোঃ
এই এক্সটেনশন গুলো ব্যবহার করে মূলত আপনাকে একটি ওয়েবসাইটের নাম নির্বাচন করতে হবে। শুরুতেই আপনাকে ভাবতে হবে আপনি কি বিষয় নিয়ে ওয়েবসাইট বানাতে চাচ্ছেন। তারপর আপনার সেই সার্ভিসের উপর ভিত্তি করে আপনি ডোমেইন এক্সটেনশন নির্বাচন করতে পারেন। উপরে আমি জনপ্রিয় আর টপ লেভেলের কিছু ডোমেন এক্সটেনশন দিয়েছি। এই ডোমেন এক্সটেনশনগুলোর মধ্যে (.Com) ডোমেইন এক্সটেনশন টি আপনি সব ক্ষেত্রে ব্যবহার করতে পারবেন। বাকি ডোমেইন এক্সটেনশনগুলো ব্যবহার করার আগে আপনাকে আপনার সার্ভিস সম্পর্কে ভাবতে হবে। আপনার যদি একটি সরকারি সার্ভিস নিয়ে ওয়েবসাইট হয়ে থাকে তাহলে সেক্ষেত্রে (.Org) এক্সটেনশন টি ব্যবহার করতে পারেন। এছাড়া আপনার যদি পড়াশোনা বিষয়ে কোন সাইট হয়ে থাকে সেক্ষেত্রে (.Edu) এক্সটেনশন টি ব্যবহার করতে পারেন।
আপনি যেমন সার্ভিস প্রদান করবেন তেমন সার্ভিসের উপর ভিত্তি করেই নিজের ডোমেইন এক্সটেনশনগুলো বাছাই করে নিবেন। এক্ষেত্রে আপনার ওয়েবসাইট অল্প সময়ে অনেক বেশি র্যাংক করানো সহজ হবে। এবার আমি যদি ডোমেইন নাম আর ডোমেইন এক্সটেনশন একসাথে যুক্ত করে একটি ওয়েবসাইট নাম বানাই সেক্ষেত্রে ওয়েবসাইটের নাম দেখতে হবে (Example.Com) এখানে Example হচ্ছে ডোমেইন নাম আর (.Com) হচ্ছে একটি হাই লেভেলের প্রিমিয়াম ডোমেন এক্সটেনশন। আশাকরি এবার আপনারা অনেক বেশি সহজে ডোমেইন নাম আর ডোমেইন এক্সটেনশনের মধ্যে পার্থক্যটি কী? তা বুঝতে পেরেছেন।
ইতিমধ্যে আমরা খুব ভালোভাবেই জেনেছি ডোমেইন নাম আর ডোমেইন এক্সটেনশন দুটি সম্পন্ন ভিন্ন জিনিস। আপনি যখন একটি ভালো মানের ওয়েবসাইট রান করাতে যাবেন তখন অবশ্যই আপনাকে একটি টপ লেভেলের ডোমেইন এক্সটেনশন বাছাই করা দরকার। ওয়েবসাইটের নাম আপনি যা খুশি তাই রেখে নিজের সার্ভিস পরিচালনা করতে পারবেন। ওয়েবসাইট নিজের নিজের নাম, স্থানের নাম, কোন জিনিসের নাম অথবা নিজের ইচ্ছা অনুযায়ী যে কোন কিছু দিয়েই সুন্দর একটি নাম বানাতে পারবেন। তবে নিজের ইচ্ছা অনুযায়ী একদম নিম্নমানের ডোমেইন এক্সটেনশন নেওয়া যায় না। কারণ একটি ভালো ডোমেইন এক্সটেনশন একটি ওয়েবসাইটের মর্যাদা বৃদ্ধি করে।
তো এবার আসি কেন একটি ভালো ডোমেন এক্সটেনশন নিয়ে আপনার ওয়েবসাইটের মর্যাদা বৃদ্ধি করা প্রয়োজন। বিশেষ করে যারা অনলাইনে মার্কেটিং করেন অথবা যাদের ই-কমার্স ওয়েবসাইট আছে তাদের সকলের উচিত একটি ভালো ডোমেইন এক্সটেনশন নিয়ে ওয়েবসাইটের মর্যাদা অনেক বেশি বৃদ্ধি করা। একটি টপ লেভেলের মর্যাদা সম্পন্ন ভালো ডোমেইন এক্সটেনশন ব্যবসার ইনকাম অথবা আয় বৃদ্ধিতে অনেক বেশি ভূমিকা পালন করবে। আশাকরি কেন একটি ভালো ডোমেইন এক্সটেনশন ব্যবহার করার প্রয়োজন এ সম্পর্কে সুস্পষ্ট ধারণা পেয়ে গেছেন। আমার কেন জানি মনে হয় নতুনরা এখনো ভালোভাবে এই বিষয়টি বুঝতে পারেনি। তো চলুন আরেকটি সহজ উদাহরণ দিয়ে বোঝানো যায়।
আচ্ছা আপনি যখন অনলাইনে কোন ওয়েবসাইট থেকে পণ্য অর্ডার করতে যান তখন আপনি সেই ওয়েবসাইটে কি দেখেন? অনেকেই প্রথমেই দেখেন ওয়েবসাইটের নাম কেমন? ওয়েবসাইটটিতে ডোমেইন এক্সটেনশন কেমন ব্যবহার করা হয়েছে? ইত্যাদি। কারণ কিছু ফ্রি ডোমেইন এক্সটেনশন ব্যবহার করে ওয়েবসাইট বানানো যায়। কিছু ফ্রি ডোমেন এক্সটেনশন হলোঃ.Ga, .Tk, .ML, ইত্যাদি। এখন আপনার ই-কমার্স ওয়েবসাইটে যখন একজন কাস্টমার ভিজিট করবে তখন সে প্রথমে আপনার ওয়েবসাইটের লিংক দেখবে। এবার আপনার ওয়েবসাইটের লিংক যদি টপ লেভেল ডোমেইন এক্সটেনশন না হয়ে থাকে তাহলে সে সহজে আপনার ওয়েবসাইট থেকে প্রোডাক্ট অর্ডার করতে চাইবেনা। কারণ সে মনে মনে ভাববে এখানে পেমেন্ট করলে হয়ত তার টাকাটা প্রতারণা করে নেওয়া হবে।
এছাড়াও ফ্রি ডোমেইন এক্সটেনশন ব্যবহার করা বানানো ওয়েবসাইটগুলো যেকোনো সময় ইন্টারনেট থেকে হারিয়ে যেতে পারে। যার কারণে অন্য কোনো কাস্টমার আপনার ওয়েবসাইট থেকে পণ্য অর্ডার করতে চাইবে না। কারণ তারা ভেবে নেবে হয়ত এতে তারা হয়রানির শিকার হতে পারে। আশাকরি এখন অনেকেই বুঝতে পারছেন একটি টপ লেভেলের ডোমেইন একটি ওয়েবসাইটের জন্য কতটা গুরুত্বপূর্ণ। আর কেন এত বেশি গুরুত্বপূর্ণ? আর এই বিষয়টিও সম্পূর্ণভাবে নিশ্চিত হতে পারলেন যে একটি টপ লেভেল ডোমেইন একটি ই-কমার্স ওয়েবসাইটের আয় অথবা ইনকাম বৃদ্ধিতে সহায়তা করতে পারে।
এ পর্বে আপনার সুন্দর, ইউনিক আর মনে রাখার মতো সহজ ডোমেইন নাম বাছাই করা শিখব। আমরা সকলে জানি একটি ওয়েবসাইট বানানোর জন্য ডোমেইন এবং হোস্টিং অত্যন্ত গুরুত্বপূর্ণ দুইটি উপাদান। ডোমেইন অথবা হোস্টিং এর কোন একটি বাদ দিয়ে আপনি একটি সম্পূর্ণ ওয়েবসাইট ইন্টারনেটে রান করাতে পারবেন না। তাই ইন্টারনেটে একটি ওয়েবসাইট স্থাপন করতে চাইলে অবশ্যই আপনাকে একটি ডোমেইন নাম কিনতে হবে৷ তবে সমস্যা হল আপনি একটি ডোমেইন কিনবেন ভাবলেন আর ডোমেইন কিনলেন এমন হলে মার্কেটে আপনার অন্যান্য প্রতিদ্বন্দ্বীদের সাথে প্রতিযোগিতা করে এগিয়ে যেতে পারবেন না। ইন্টারনেটে অন্যান্য প্রতিদ্বন্দ্বীদের থেকে এগিয়ে থাকতে হলে অবশ্যই আপনার আগাম কিছু পরিকল্পনা থাকতে হবে।
কেন আপনার অগ্রিম পরিকল্পনা থাকতে হবে এ বিষয় নিয়ে একটু পরেই খুব ভালোভাবেই বুঝতে পারবেন। আপনি কোন একটি বিষয়ে ওয়েবসাইট বানাবেন এমনটি ভেবে থাকলে আজ থেকেই ভালো মানের একটি ডোমেইন নির্বাচনের পরিকল্পনায় লেগে পড়ুন। হোস্টিং নিয়ে আপনাকে এত কিছু পরিকল্পনা করতে হবে না, কারণ যেকোনো হোস্টিং প্লানেই আপনি আপনার ডেটাগুলো রাখতে পারবেন। তবে আপনার ওয়েবসাইট বানানোর আগে ডোমেইন নাম আর ডোমেইন এক্সটেনশন নিয়ে অনেক ভাবতে হবে। ডোমেইন এক্সটেনশন কি এটি নিয়ে আমরা একটু আগেই জেনেছি তাই এখানে আর এ বিষয় নিয়ে আলোচনা করব না। আপনি কী বিষয় নিয়ে ওয়েবসাইট বানাতে চাচ্ছেন সর্বপ্রথম এ বিষয় নিয়ে নিশ্চিত হন।
আপনি ভ্লোগ ওয়েবসাইট, টেকনোলজি বিষয়ক ওয়েবসাইট অথবা অনলাইনে বিজনেস ওয়েবসাইট বা ই-কমার্স ওয়েবসাইট যাই বানাতে চান না কেন। আপনার সেই কাঙ্ক্ষিত ওয়েবসাইটের জন্য সুন্দর একটি নাম নির্বাচন করুন। আপনার ওয়েবসাইটের প্রিওরিটি বাড়ানোর জন্য অবশ্যই একটি সুন্দর নাম গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। আপনার ওয়েবসাইটে থাকা একটি সুন্দর নাম, টপ লেভেল ডোমেইন আপনার ওয়েবসাইটকে অনেকটাই ট্রাস্টেড একটি ওয়েবসাইট হিসেবে প্রমাণিত করবেন। তো চলুন জেনে নেই কীভাবে একটি সুন্দর আর ইউনিক টাইপের নাম নির্বাচন করবেন?
একটি ভালো ডোমেইন এক্সটেনশন একটি ওয়েবসাইটের র্যাংকিং এর জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে তা আমরা ইতিমধ্যেই খুব ভালোভাবেই জানতে পেরেছি। সেজন্য আমরা সবসময় একটি ভালো ডোমেইন এক্সটেনশন ব্যবহার করবো। সেজন্য এই পোস্টটির হয়ত অনেকে দেখার পর ভাবতে পারেন, আমি যেহেতু বারবার ভালোর কথা বলছি, সেহেতু ভালো জিনিসের দাম মনে হয় অনেক বেশি হয় এমন কিছু। না আপনার চিন্তাভাবনার মত একদম না। একটি ভালো ডোমেইন এক্সটেনশন প্রাইজ একটা নরমাল ডোমেইন এক্সটেনশন প্রাইজের প্রায় সমান। আপনি যখন নতুন অবস্থায় কোন একটি নরমাল ডোমেইন কিনতে যাবেন তখন শুরুর অবস্থায় সেই ডোমেইন আপনাকে প্রায় $3 - $5 ডলার প্রাইজে কিনতে হবে।
আর আপনি যখন সেই ডোমেইনটি এক বছর পর রিভিউ করতে যাবেন তখন আপনাকে সেই ডোমেইনটির রিনিউ ফি হিসেবে $10 - $17 ডলার পর্যন্ত পরিশোধ করতে হবে। এক্ষেত্রে আপনি মনে রাখবেন, সকল ওয়েবসাইট ডোমেইন ক্রয়ের প্রথম অবস্থায় ডোমেইনের দাম আমার বলার মতো $3 - $5 ডলারে বিক্রি নাও করতে পারে। এটি সম্পূর্ণ তাদের ব্যক্তিগত ব্যাপার। তবে বর্তমান সময়ে প্রায় সকল ডোমেইন প্রদানকারী সার্ভিসগুলো প্রথম অবস্থায় ডোমেইনের দাম এমন কমই রাখেন। সরল অবস্থায় অফার দিয়ে কম দামে ডোমেইন বিক্রির ফলে তাদের কাস্টমারদের সংখ্যা অনেক বেশি বৃদ্ধি পায়। যার ফলে প্রতিটি কোম্পানির সবসময় কম দামে ডোমেইন সেলের অফার দিয়ে থাকে। আশাকরি ফিউচারে আপনারাও পাবেন।
এবার আপনি যখন একটি টপ লেভেল ডোমেইন এক্সটেনশন নতুন অবস্থায় কিনতে যাবেন তখন আপনাকে আপনার কাঙ্ক্ষিত ডোমেইনের জন্য $5 - $7 ডলার ফি পরিষদ করতে হতে পারে। কারণ টপ লেভেলের ডোমেইন এক্সটেনশনগুলোর দাম সামান্য একটু বেশি হয়। এরপর আপনি যখন এক বছর পর আপনার সেই টপ লেভেল ডোমেইন এক্সটেনশনটি রিনিউ করতে যাবেন তখন আপনাকে ডোমেইন এক্সটেনশনটির রিনিউ ফি হিসেবে $12 - $14 ডলার পর্যন্ত পরিশোধ করতে হতে পারে। তবে মনে রাখবেন, ডোমেইন এক্সটেনশন সার্ভিস প্রদান কারি একেক কোম্পানি তাদের ফি একেক রকম রাখতে পারে সেক্ষেত্রে ডোমেইন কেনার আগে অবশ্যই ডোমেইন রিনিউ ফি কত সেটি দেখে কিনবেন।
আমরা এতক্ষণ ডোমেইন নাম নির্বাচন করলাম অনেক সুন্দর একটি ডোমেইন নাম খুঁজেও পেলাম। এবার আমরা আমাদের ডোমেইনটি কিনব। তবে যারা নতুন আছেন তারা অনেকেই ভেবে থাকেন কোথায় থেকে ডোমেইন কিনবো? কোথা থেকে ডোমেইন কিনলে অনেক ভালো হবে? ইত্যাদি নানারকম প্রশ্ন। হ্যাঁ, তাদের মনে হওয়া প্রশ্নগুলো কিন্তু বেশ গুরুত্বপূর্ণ আর জটিল প্রশ্ন। আপনি আপনার ব্যবসার জন্য একটি ডোমেইন কিনলে তা কিন্তু একদিনের জন্য কিনবেন না। হয়ত কয়েক বছর নয়তো আজীবনের জন্য সেই ডোমেইন ব্যবহার করতে থাকবেন। এক্ষেত্রে আপনাকে অবশ্যই একটি বিশ্বস্ত আর ভালো প্ল্যাটফর্ম থেকে ডোমাইন ক্রয় করতে হবে।
নতুন প্লাটফর্ম, বিশ্বস্ত নয় অথবা নতুন ব্যবসা শুরু করছে এমন প্লাটফর্ম থেকে ডোমেইন এক্সটেনশন না কেনাটাই ভালো। কারণ একদিন সকালে ঘুম থেকে উঠে হঠাৎ দেখবেন আপনার ওয়েবসাইটটি ডাউন হয়ে গেছে। কারণ কি, তারপর দেখবেন আপনি যেখান থেকে ডোমেইন কিনছেন সেই ডোমেইন কোম্পানি তাদের ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ করে দিয়েছে যার ফলে আপনার ডোমেইনটিও বন্ধ হয়ে গেছে। এমন খারাপ ইফেক্ট আপনার ব্যবসার মধ্যেও পড়তে পারে। আপনার অনেক কষ্ট করে গড়ে তোলা ওয়েবসাইট, অনেকদিনের বিশ্বস্ত কাস্টমার সব হারাবেন। রাতদিন কষ্ট করে তিল তিল করে করে গড়ে তোলা ব্যবসা এক মুহূর্তের মধ্যে হারিয়ে ফেলবেন। এমন ঝুঁকিগুলো এড়িয়ে চলতে অবশ্যই আপনাকে বিশ্বস্ত একটি প্লাটফর্ম থেকে ডোমেইন এক্সটেনশন ক্রয় করতে হবে।
এমন প্লাটফর্ম থেকে ডোমেইন কিনতে হবে যে প্লাটফর্ম গুলো তাদের ডোমেইন বিক্রির কার্যক্রম কয়েক বছর ধরে চলমান রেখেছে। সব সময় চেষ্টা করুন, পুরো ইন্টারনেট জুড়ে যে ডোমেইন হোস্টিং বিক্রির প্ল্যাটফর্ম গুলো অনেক বেশি নাম, ডাক এবং খ্যাতি অর্জন করেছে তাদের থেকেই ডোমেন হোস্টিং কেনার। এতে আপনার ওয়েবসাইটের পারফরম্যান্স তুলনামূলক অনেক ভালো থাকবে। হঠাৎ করেই ওয়েবসাইট ডাউন হয়ে যাওয়ার সমস্যা থাকবে না। আজীবন বিশ্বাসের সাথে নিজেদের ব্যবসার কার্যক্রম চালিয়ে যেতে পারবেন। এছাড়াও আরো ভালো ভালো অনেক সুযোগ-সুবিধা পাওয়ার জন্য অবশ্যই আপনাকে একটি ভালো মানের ডোমেইন, হোস্টিং বিক্রয়ের প্ল্যাটফর্ম থেকে ডোমেইন, হোস্টিং ক্রয় করতে হবে। বিশ্বস্ত এবং জনপ্রিয় কয়েকটি ডোমেইন, হোস্টিং সার্ভিস প্রদান করা প্ল্যাটফর্ম হলঃ
এসব প্লাটফর্ম বর্তমান সময়ে অনলাইনে বেশ খ্যাতিসম্পন্ন ডোমেইন হোস্টিং সার্ভিস প্রদানকারী ওয়েবসাইট। এই ওয়েবসাইটগুলো অনেক আগে থেকেই অনলাইনে ডোমেইন হোস্টিং সার্ভিস প্রদান করে আসছে। তাই আপনি চাইলে উপরে আলোচনা করা যেকোনো একটি ওয়েবসাইট থেকে ডোমেইন হোস্টিং সার্ভিস নিয়ে আপনার স্বপ্নের ওয়েবসাইট বানানোর কার্যক্রম শুরু করতে পারেন। আশাকরি ফিউচারেও এরা তাদের কাস্টমারকে অনেক ভাল সার্ভিস প্রদান করবেন। তাই আপনি নিশ্চিন্তে এ সমস্ত প্লাটফর্ম থেকে ডোমেইন-হোস্টিং ক্রয় করতে পারেন।
আজকের টিউনে আলোচনা করা ডোমেইন কী? ডোমেইন নিয়ে খুঁটিনাটি বিস্তারিত! কীভাবে একটি ভালো ডোমেইন নাম বাছাই করবেন? ইত্যাদি বিষয়গুলো নিয়ে সম্পূর্ণ বিস্তারিত ধারণা দিলাম। আশাকরি আপনি যদি একটি ওয়েবসাইট বানাতে চান সেক্ষেত্রে শুরুর অবস্থায় আপনার একটি ভাল মানের ডোমেইন নির্বাচন করতে কোনোরকম সমস্যা হবে না। এছাড়াও আজকের টিউনে আলোচনা করা বিষয়গুলো আপনি যদি মনোযোগ সহকারে পড়ে থাকেন তাহলে একটি ভালো প্রতিষ্ঠান থেকে আপনার ওয়েবসাইট অনুযায়ী একটি ভালো এক্সটেনশন নির্বাচন করে ওয়েবসাইটের একটি ভালো গুণগতমান বজায় রাখতে পারবেন।
এছাড়াও একটি ভালো ডোমেইন, হোস্টিং নির্বাচনের অনেক বিষয় আছে যেগুলো এক টিউনের মধ্যেই সম্পূর্ণ আলোচনা করা সম্ভব নয়। তবে বিগেইনারদের জন্য আজকের পোস্টটি অনেক হেল্পফুল একটি টিউন হবে বলে আমি মনে করি। আজকের পোস্টটি যেহেতু শুধুমাত্র একটি ডোমেইন নিয়ে আলোচনা করা একটি টিউন ছিল সেহেতু এখানে আমি হোস্টিং নিয়ে কোন আলোচনা করতে পারিনি। একটি ওয়েবসাইটের পারফরম্যান্স, অ্যাক্টিভিটি সহ সকল কার্যক্রম হোস্টিং এর উপর নির্ভরশীল। তাই অবশ্যই আপনাকে একটি ভালো প্রতিষ্ঠান থেকে হোস্টিং ক্রয় করতে হবে। আপনারা যদি হোস্টিং সম্পর্কেও বিস্তারিত আরো অনেক কিছুই জানতে চান তাহলে অবশ্যই টিউমেন্ট করে জানাবেন। তাহলে আমি পরবর্তীতে হোস্টিং নিয়েও লিখতে বসবো ইনশাআল্লাহ।
তো বন্ধুরা, এই ছিল আমাদের আজকের টিউন, ডোমেইন কী? ডোমেইন নিয়ে খুঁটিনাটি বিস্তারিত! কীভাবে একটি ভালো ডোমেইন নাম বাছাই করবেন? আশাকরি টিউন টি আপনাদের একটু হলেও হেল্পফুল হবে। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি, দেখা হবে পরবর্তী টিউনে নতুন কোন বিষয় নিয়ে। ততক্ষণ অবধি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং টেকটিউনস এর সাথেই থাকবেন।
আমি স্বপন মিয়া। Sonic টিউনার, টেকটিউনস, গাইবান্ধা, রংপুর। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 1 বছর 8 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 107 টি টিউন ও 29 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 4 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
টেকনোলজি বিষয়ে জানতে শিখতে ও যেটুকু পারি তা অন্যর মাঝে তুলে ধরতে অনেক ভালো লাগে। এই ভালো লাগা থেকেই আমি নিয়মিত রাইটিং করি। আশা করি নতুন অনেক কিছুই জানতে ও শিখতে পারবেন।