আসসালামু আলাইকুম। টেকটিউনস এর নতুন আরো একটি টিউনে আপনাকে স্বাগতম। আমি স্বপন আছি আপনাদের সাথে, আশাকরি সকলেই অনেক ভালো আছেন। বন্ধুরা বর্তমানে অনলাইনে ওয়েবসাইট ডিজাইনার বেশ চাহিদা রয়েছে৷ ভালো একজন ওয়েবসাইট ডিজাইনার হয়ে পারলে তাকে আর মাসিক ইনকাম নিয়ে ভাবতে হয় না। কারণ অনলাইনে সফল একটি ইনকাম প্রসেস হলো এই ওয়েব ডিজাইন। তবে এই ওয়েবসাইট ডিজাইন শেখা মোটেও সহজ কোনো বিষয় নয়। ওয়েবসাইট ডিজাইন শিখতে অনেক কষ্ট, পরিশ্রম আর ধৈর্য থাকতে হয়।
তবে আপনি কি জানেন, ইউটিউবে চ্যানেল থেকেও ওয়েব ডিজাইন শেখা সম্ভাব, তবে মনে রাখতে হবে নির্দিষ্ট ওয়েবসাইট ডিজাইন শিখা এবং প্রয়োজনীয় ডিজাইন প্রসেস সম্পর্কে সঠিক শিক্ষা পেতে একটি প্রফেশনাল ওয়েব ডিজাইন কোর্স শিখা সেরা একটি মাধ্যম হতে পারে। ভালো কোনো আইটি মাধ্যম থেকে ওয়েবসাইট ডিজাইন কোর্স করলে আপনি ওয়েবসাইট ডিজাইন সম্পর্কে স্পষ্ট ধারণা পাবেন। পরে তা প্যাক্টিক্যাল ভাবে প্র্যাকটিস করে নিজের অভিজ্ঞতাকে আরও বেশি উন্নত করতে পারেন। তো বন্ধুরা চলুন দেখা নেই ইউটিউব থেকে ওয়েবসাইট ডিজাইন শেখার সেরা কয়েকটি ইউটিউব চ্যানেলগুলো।
Learn Code Academy হলো একটি জনপ্রিয় নতুন প্রযুক্তি এবং প্রোগ্রামিং শেখার জন্য সেরা পরিচিত ইউটিউব চ্যানেল। চ্যানেলটি মূলত ২০১২ সালের দিকে খোলা হয়। চ্যানেল টি অনেক পুরানো হওয়ায় অনেক জনপ্রিয় একটি ওয়েবসাইট ডিজাইন শেখার চ্যানেল। এই চ্যানেলে মূলত ওয়েব ডেভেলপমেন্ট, প্রোগ্রামিং, ডাটা সায়েন্স, গেম ডেভেলপমেন্ট ইত্যাদি বিষয়ে ভিডিও টিউটরিয়াল প্রদান করা হয়।
এই চ্যানেলে বিভিন্ন প্রোগ্রামিং ভাষার উপর ও ওয়েব ডিজাইন এছাড়াও টেকনোলজির উপর বিস্তারিত ফ্রিতেই শিখার সুযোগ দেওয়া হয়, নতুন এবং অভিজ্ঞ প্রোগ্রামারদের জন্য শেখার বা নিজের অভিজ্ঞতাকে আরো বেশি করার জন্য সেরা একটি ওয়েবসাইট ডিজাইন শিক্ষা ইউটিউব চ্যানেল। বর্তমানে এই ইউটিউব চ্যানেলে মোট ১৬৮+ ভিডিও রয়েছে ও ৭৬৬K সাবস্ক্রাইব রয়েছে। আপনি চাইলে Learn Code Academy ইউটিউব চ্যানেল থেকে ওয়েবসাইট ডিজাইন শিক্ষা নিতে পারেন।
Derek Banas একজন ইউটিউব চ্যানেলের মালিক। তিনি তার নিজের নাম দিয়েই তার ইউটিউব চ্যানেল খুলেন। Derek Banas মূলত প্রোগ্রামিং টিউটরিয়াল এবং ওয়েব ডিজাইন শেখার একটি ইউটিউব চ্যানেল। তার চ্যানেলে মূলত প্রোগ্রামিং, সফটওয়্যার ডেভেলপমেন্ট, ওয়েব ডেভেলপমেন্ট, কম্পিউটার সায়েন্স, ডাটা স্ট্রাকচার ইত্যাদি বিষয়ে টিউটরিয়াল ভিডিও পাওয়া যায়। তার টিউটরিয়ালগুলি সাধারণ ভাষায় দেখানো হয়, যা নতুন এবং অদক্ষ প্রোগ্রামারদের জন্য অনেক বেশি সুবিধাজনক।
নিজস্ব ভাষায় টিউটরিয়াল বানানোর জন্য নতুন বা অদক্ষ লোকদের বুঝতে তেমন কোনো সমস্যা হয় না। যার ফলে ভিজিটরা খুঁজতে সহজেই মূল বিষয় আয়ত্ত করে নিতে পারে৷ Derek Banas এর ইউটিউব চ্যানেল টি একটি ভেরিফাইড ইউটিউব চ্যানেল। তার ইউটিউব চ্যানেলে মোট 1.2K ভিডিও আর সেই সাথে মোট 1.25M সাবস্ক্রাইব রয়েছে। এমন জনপ্রিয় একটি ইউটিউব চ্যানেল থেকে আপনি চাইলে আজকে থেকে সকল প্রোগ্রামিং ভাষাগুলো শিখে নিতে পারেন।
DesignCourse একটি টেক বিষয়ক এবং সকল ডিজাইন সম্পর্কিত পরিপূর্ণ গাইডের ইউটিউব চ্যানেল। এটি চ্যানেল টি মূলত ২০১০ সালের দিকে তৈরি করা হয়। এখানে আপনি ওয়েব ডিজাইন, ওয়েব ডেভেলপমেন্ট, গ্রাফিক্স ডিজাইন, অ্যানিমেশন, আই ইউ ডিজাইন ইত্যাদি বিষয়ে টিউটরিয়াল পাবেন।
চ্যানেলটি মূলত নতুনদের জন্য একটি পরিপূর্ণ বা উপযুক্ত চ্যানেল তার বোঝানোর দক্ষতা বা প্রাক্টিক্যাল জ্ঞান অসাধারণ, যা সাধারণ ইউজারের মন জয় করে নিয়েছে। এছাড়াও যাতে তারা ডিজাইন ও ডেভেলপমেন্ট ক্ষেত্রে নিজেদের দক্ষতা আরো বেশি উন্নত করতে পারে সেদিকে খেয়াল রেখেই DesignCourse তার সকল ধরনের ভিডিওগুলো তৈরি করে।
যা সত্যি একজন নতুন ইউজারের জন্য অনেক বেশি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। DesignCourse ইউটিউব চ্যানেলে এখন পর্যন্ত মোট 1.1K ভিডিও রয়েছে। চ্যালেনটির বর্তমান সাবস্ক্রাইব রয়েছে 1.06M. আপনি চাইলে আজকে থেকে এতো জনপ্রিয় একটি ইউটিউব চ্যানেল থেকে ওয়েব ডিজাইন শেখা করতে পারেন।
Will Paterson হলেন একজন সফল গ্রাফিক্স ডিজাইনার এবং হ্যান্ড লেটারিং এক্সপার্ট, যার উদ্যোগে তিনি একটি ইউটিউব চ্যানেল তৈরি করেছেন। তার চ্যানেলে মূলত গ্রাফিক্স ডিজাইন, ড্রয়িং, হ্যান্ড লেটারিং, লোগো ডিজাইন ইত্যাদি বিষয়ে ভিডিও পাওয়া যায়। তার সৃজনশীল আকারে দেখানো টিউটরিয়াল ভিডিও গুলোতে থাকে কীভাবে বিভিন্ন ডিজাইন প্রক্রিয়াগুলি কাজগুলো করা হয় এবং নতুন ডিজাইনারদের জন্য উপকারী পরামর্শ তিনি প্রদান করে থাকেন। যাতে তার ভিউয়াস তারপরামর্শ অনুযায়ী ভালো কিছু করতে পারে অথবা জ্ঞান অর্জন করতে পারে।
তবে তারপরামর্শ গুলো কিংবা তার দেখানো টিউটোরিয়াল গুলো অনেক কাজের হয়ে থাকে৷ তার বোঝানোর দক্ষতাও অনেক ভালো। তিনি অনেক সহজেই ইউজারদের ভালোভাবে বুঝাতে পারে। বর্তমানে Will Paterson চ্যানেলে মোট ভিডিও রয়েছে 853 টি। তার ইউটিউব চ্যানেল টি একটি ভেরিফাইড ইউটিউব চ্যানেল। বর্তমানে তার ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব সংখ্যা 824K. আপনি চাইলে আজকে থেকেই এই জনপ্রিয় ইউটিউব চ্যানেল থেকে ওয়েব ডিজাইন শেখা শুরু করতে পারেন।
Stefan Mischook একজন ওয়েব ডেভেলপমেন্ট এবং প্রোগ্রামিং শেখানোর জন্য জনপ্রিয় অথবা অনেক বেশি পরিচিত একটি ইউটিউব চ্যানেলেন মালিক। তার চ্যানেলে মূলত ওয়েব ডেভেলপমেন্ট, ওয়েব ডিজাইন, প্রোগ্রামিং ভাষা সম্পর্কিত বিভিন্ন টিউটরিয়াল ভিডিও পাওয়া যায়। তার ভিডিও ব্যাখ্যাগুলি মূলত যারা নতুন ওয়েব ডেভেলপমেন্টে বা যারা নতুন লার্নার তাদের উদ্দেশ্য করে বানানো হয় অথবা ডিজাইন করা হয়।
তিনি এতো সুন্দরভাবে ডিজাইন করে আর এত সুন্দর ভাবে বোঝায় যাতে যারা নতুন তাদের কাজ করতে কোনোরকম সমস্যায় না পরতে হয়। বিগেইনারদের জন্য তার শিক্ষা টিপস্ গুলো অনেক বেশি গুরুত্বপূর্ণ। এর কারণ হলো তিনি কোনো ডিজাইন করতে থাকলে তার শুরু থেকে শেষ অবধি লাইন বাই লাইন তিনি তার ভিউয়াস দের বুঝিয়ে দেন। যার কারণ একদম নতুন যারা তারা সবাই তার ভিডিওগুলো খুব সহজেই বুজে নিতে পারে।
তবে তার চ্যানেলটি এখনো ভেরিফাই হয়নি। বর্তমানে তার চ্যানেলে রয়েছে 2.3K ভিডিও এবং তার মোট সাবস্ক্রাইব রয়েছে 246K. আপনি ওয়েব ডিজাইনে একদম নতুন হলে এই জনপ্রিয় ইউটিউব চ্যানেল টি থেকে আপনার ডিজাইন শেখার যাত্রা শুরু করতে পারেন।
বর্তমানে অনলাইন থেকে ইনকামের জনপ্রিয় একটি মাধ্যম হলো ওয়েব ডিজাইন। আর আপনার যদি ওয়েব ডিজাইন করে ইনকাম করার চিন্তা থাকে তাহলে আপনাকে ভালো একজন ওয়েব ডিজাইন হতে হবে। কারণ বর্তমানে প্রতিযোগিতা ছাড়া আপনি অনলাইন মার্কেটপ্লেসে টিকতে পারবেন না। আপনার যদি ওয়েব ডিজাইন শেখার প্রতি অনেক বেশি আগ্রহ থাকে, তাহলে আপনি আজকের আলোচনা করা জনপ্রিয় ওয়েব ডিজাইন শেখার ইউটিউব চ্যানেলগুলো নিয়মিত ফলো করতে পারেন। এতে আপনার ওয়েব ডিজাইন শেখার স্বপ্ন পূরণ হবে। কারণ এই চ্যানেলগুলোতে বিগেইনারদের অনেক সুন্দরভাবে শেখানো হয়। আর আপনাকে ওয়েব ডিজাইন শেখানোর জন্য কোনো অর্থ প্রদান করতে হবে না। তাই আপনি চাইলে এই ওয়েব ডিজাইন শেখার এই জনপ্রিয় ইউটিউব চ্যানেলগুলোতে নিয়মিত ভিজিট করতে পারেন।
তো বন্ধুরা এই ছিল আমাদের আজকের টিউন, ওয়েব ডিজাইন শেখার সেরা ৫ টি ইউটিউব চ্যানেল। আশাকরি টিউন টি আপনাদের একটু হলেও হেল্পফুল হবে। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি, দেখা হবে পরবর্তী টিউনে নতুন কোন বিষয় নিয়ে। ততক্ষণ অবধি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং টেকটিউনস এর সাথেই থাকবেন।
আমি স্বপন মিয়া। Sonic টিউনার, টেকটিউনস, গাইবান্ধা, রংপুর। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 1 বছর 8 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 107 টি টিউন ও 29 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 4 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
টেকনোলজি বিষয়ে জানতে শিখতে ও যেটুকু পারি তা অন্যর মাঝে তুলে ধরতে অনেক ভালো লাগে। এই ভালো লাগা থেকেই আমি নিয়মিত রাইটিং করি। আশা করি নতুন অনেক কিছুই জানতে ও শিখতে পারবেন।