চলুন আজকে আমরা ওয়ার্ডপ্রেস এর লগইন এর লগো বদলাই। এট খুব সহজ যে কেউ চাইলে তা করতে পারেন।ত বন্ধূরা এটি করে আপনার ওয়েবসাইটের ব্যান্ড ও নাম পরিচিত ভিজিটরদের কাছে পরিচিত করেতে পারেন। তবে এরজন্য একটু কাজ করতে হবে।কাজটি করার আগে অবশ্যই ব্যাকআপ নিয়ে নিবেন।নাইলে পরে পস্তাইবেন।এইবার আপনার ওয়ার্ডপ্রেসটা যেখানে সেটআপ দিয়েছেন সেখানে দেথুন wp-admin/images/login_logo.png নামে একটা ফাইল আছে এবং সেটার মাপ/নাম অনুযায়ী হুবুহু আপনি এটা আপনার ওযেব সাইটের লগো বানান এবং সর্বশেষে প্রথমে থাকা ডিফল্ট ওয়ার্ডপ্রেস লগো টা বাদ দিয়ে সেই স্থানে আপনার লগো তা আপলোড করুন ব্যস হয়ে গেল চেইন্জ।এবার উপভোগ করুন।এটি ভাল লাগলে কমেন্ট করুন পরবর্তিতে এরকম আরও টিউন নিয়ে হাজির হব।
আমি সব্যসাচী দত্ত। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 14 বছর 5 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 71 টি টিউন ও 410 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
nice