অ্যাডসেন্স, অ্যাডব্রাইট অথবা বাইসেলঅ্যাডস এর সাহায্যে অনলাইন মানি Earning–চলুন দেখি আমার ব্যক্তিগত অভিজ্ঞতা

টেকটিউনস এ তো আসলাম বেশ কিছু দিন হয়ে গেল, বেশ কিছু টিউনস ও করে ফেলেছি ইতিমধ্যে। কিন্তু শুধুমাত্র টেকটিউনস এর জন্য এখনও কিছুই লেখা হল না। সব গুলোই মূলত আমার নিজের ব্লগ এর কিছু আর্টিকেল এর সংক্ষিপ্ত বাংলা সংস্করণ। তাই চিন্তা করলাম আজ টেকটিউনস এর জন্য কিছু লিখব। অনেক চিন্তা করে লিখার মত কিছু না পেয়ে আমার নিজের কিছু অভিজ্ঞতাই শেয়ার করার সিদ্ধান্ত নিলাম। আর উদ্দেশ্য হল আপনার ব্লগ/সাইট এর জন্য ভাল অ্যাডভার্টাইজমেন্ট মিডিয়া নির্বাচন করতে সহায়তা করা। তো চলুন দেখি।

টেকনোলজি এর এই যুগে আপনাদের অনেকেরই নিজস্ব ওয়েবসাইট/ব্লগসাইট আছে টা আমি জানি। কেও হয়তো নিছক আনন্দের জন্য আবার কেও হয়তো উপার্জনের আশাই এই পথে এসেছেন। অ্যাডভার্টাইজমেন্ট মিডিয়া নিয়ে হালকা ঘাটাঘাটি করলে নিশ্চয় জানেন যে বর্তমানে অনেক অ্যাডভার্টাইজমেন্ট গ্রুপ আছে যারা আপনার সাইট এ অ্যাড দেওয়ার বদলে আপনাকে অর্থউপার্জনের সুযোগ করে দিবে। কিন্তু সব গুলো তো এর একই না। আজ আমি তাদের মধ্যে নির্দ্বিধাই সেরা তিনটি নিয়ে কথা বলব।

Google Adsense

গুগল অ্যাডসেন্স এর সাথে আপনাদের নতুন করে পরিচয় করে দেওয়ার কি কিছু আছে? এক কথা তেই এর পরিচয় হয়ে যায়। এটি গুগল এর সহযোগী প্রতিষ্ঠান।

আপনি যদি সবচেয়ে Reliable এর Highly Paid কোন অ্যাডভার্টাইজার খুঁজেন, তবে অ্যাডসেন্স এর কোন বিকল্প নাই। অ্যাডসেন্স আপনাকে দিবে সবচেয়ে বেশি Paid অ্যাড।

তবে অ্যাডসেন্স এ Verify হওয়া কিন্তু খুবই মুশকিল! আপনার সাইট এ নুন্নতম যে বিষয় গুলো দরকার অ্যাডসেন্স Verified হওয়ার জন্য তা হল ঃ

  • High Quality Content : আপনার সাইট এর Content অবশ্যই সঠিক হতে হবে।
  • Unique Content : Copy/Paste এর উপর চলা কোন সাইট অ্যাডসেন্স approve করবে না। আপনার সাইট এ অবশ্যই যথেষ্ট পরিমান Unique Content থাকতে হবে।
  • Older then 6 months : আপনার সাইট অবশ্যই ৬ মাস বা তার চেয়ে বেশি পুরনো হতে হবে। এই নিয়ম কেবল চায়না এর ইন্ডিয়ান Sub-Continent এর জন্য, তবে আপনার সাইট এ যদি প্রচুর USA ভিত্তিক ভিসিতর থাকে তবে এই নিয়ম প্রযোজ্য নয়। (আমি ৩ মাস এর মধ্যে Adsense Approved অ্যাকাউন্ট পেয়েছি)
  • Content Have To Be Legal : অ্যাডসেন্স পর্ণ, Warez সাইট approve করে না।

এই হল মোটামুটি কথা। এর একটা ব্যাপার হল আপনার সাইট এর যদি আগে কোন অ্যাডসেন্স Misuse এর Record থাকে তাহলে কিন্তু সমস্যা আছে।

দুই মাস হল আমি অ্যাডসেন্স ব্যবহার করছি। গত মাস এ ‘Finalized Earning” ছিল $৪১.২৬ (Page impression: ৮৯,২৮৯) । আর এই মাস এ এখন পর্যন্ত Earning হল $৫১.২৬ (Page impression: ১২৯,২৮৯ [২২ তারিখ])। এই মাস এর ১৮ তারিখ আমার লোকেশান verified হয়েছে। আশা করি আগামি মাস এ Payment পাব। দোয়া রাখবেন।

BuySellAds

বাইসেলঅ্যাডস এর একটি অসাধারণ সাইট। এই সাইট মূলত Third-Party Network হিসেবে কাজ করে। এখানে আপনি আপনার সাইট এর জন্য উপযুক্ত অ্যাডভার্টাইজার বেছে নিতে পারবেন।

আপনি যদি মাসিক নির্দিষ্ট কোন উপার্জনের পথ খুজে থাকেন তবে বাইসেলঅ্যাডস ছাড়া অন্য কোন Reliable Solution নাই। বাইসেলঅ্যাডস এ দুই ধরনের Option আছে। Monthly Fixed Price এর Fixed Rate For Per 1000 Impression। আপনি চাইলে যেকোনো একটা অথবা দুইটাই বেছে নিতে পারনে। সর্বোচ্চ অ্যাড এর কোন লিমিট নাই। যতগুলো অ্যাডব্লক ইচ্ছা বিক্রি করতে পারবেন।

তবে বাইসেলঅ্যাডস এ Verify হওয়া কিন্তু অ্যাডসেন্স এর চাইতেও কঠিন। কারণ তারা আপনার সাইট এর সম্পূর্ণ অংশ যাচাই করে তবেই আপনাকে Approve করবে। আপনার সাইট এ নুন্নতম যে বিষয় গুলো দরকার বাইসেলঅ্যাডস Verified হওয়ার জন্য তা হল ঃ

  • অ্যাডসেন্স এর জন্য যা বলেছি তার সবই (কেবল ৬ মাস Rule তা বাদে)।
  • + অতিরিক্ত
  • মাসিক কমপক্ষে ৫০,০০০ পেজভিউ (অথবা USA থেকে ২৫০০০ পেজভিউ)
  • সুন্দর এবং ত্রুটিমুক্ত সাইট ডিজাইন।

আমি মাত্র গত পরশু বাইসেলঅ্যাডস এ Approve হয়েছি। তাদের হিসাবে নতুন সাইট এর অ্যাডভার্টাইজ পেতে দেড় মাস থেকে দুই মাস পর্যন্ত অপেক্ষা করতে হয়। আমিও অপেক্ষাই আছি। দেখা যাক কি হয়।

Adbrite

আমার সর্বশেষ কথা হল অ্যাডব্রাইট নিয়ে। এটি বলা হয় অ্যাডসেন্স এর ভাল বিকল্প। অ্যাডসেন্স এ Approve না হলে বাইসেলঅ্যাডস এ Approve হওয়ার তো কোন সম্ভাবনাই নেই। সে ক্ষেত্রে কেবল আপনি অ্যাডব্রাইট ব্যবহার করতে পারেন। অ্যাডসেন্স এর চাইতে অনেক কম Pay Rate হলেও অন্য (Clicksor, Infolin) গুলো থেকে যথেষ্ট ভাল।

এই হল কথাবার্তা। আপনারদের কোন উপকার এ আসলেই আমার পরিশ্রম সার্থক। যদি বাইসেলঅ্যাডস এর মাধ্যমে আমার সাইট এ অ্যাডভার্টাইজ করতে চান, তবে ক্লিক করুন এখানে

আর কোন প্রশ্ন থাকলে জানাতে ভুলবেন না! সময় পেলে আমার সাইট টা একটু ঘুরে আসতে পারেন। কিছু মনে করব না :P।

ধন্যবাদ আর ভাল থাকবেন।

Level New

আমি রিয়াদ। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 13 বছর 2 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 20 টি টিউন ও 136 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

নিজেকে মাঝে মাঝে অপরাধী মনে হয়। যে ভাষার জন্য এত রক্তক্ষরণ টা বাদ দিয়ে আমি কিনা বিজাতীয় ইংরেজি ভাষায় ব্লগিং করছি! ছিঃ! টেকটিউনস কে ধন্যবাদ।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

বাইসেলএডস এ এডভার্টাইজ পাওয়ার মিনিমাম নির্দিষ্ট কোন সময় সীমা নেই। সাইট অনেক জনপ্রিয় হলে কয়েক ঘন্টার মধ্যেই এডভার্টাইজ পাওয়া যায়। আমি ১০ দিনে বাইসেলএডস এ এডভার্টাইজ পেয়েছি। গত ৪৫ দিনে দুইটি এডস।

    @রাজিব: আমি বলিনি এইটা একটা লিমিট। Just একটা অনুমান। বাইসেলএডস এর একটি সাপোর্ট Topic এ পড়লাম অন্তত একমাস ধৈর্য ধরতে……………তাই আমিও ধরলাম আরকি 😛

আপনার সাইটটা ভাল লেগেছে। চেষ্টা করবো নিয়মিত ভিজিট করতে।

Level 0

totthobohul tune, onek kichhu jante parlam, thnx bro
achha ek site ei ki 3-4 jayga theke mane dhoren adsense,buy-sell ads & adbrite 3 jayga thekei add approve kora jay? bokar moto prosno hoe gelo naki? ami ashole ei bepar ta janina,tai ask korlam

    @learner: আগে অ্যাডসেন্স অ্যাপ্লাই করুন। পেয়ে গেলে অ্যাডব্রাইট ছুড়ে ফেলুন আর BuySellAds এর দিকে যান।

ধন্যবাদ,আপনার সাইটটা অনেক ভাল লেগেছে।ভাই আমি একজন নতুন ব্লগার সল্প অভিজ্ঞতা দিয়ে একটা ব্লগ সাইট তৈরি করেছি এবং Google Ad-sense এ Approve হয়েছি খুব অল্প সময়ে, আজ আপনার কাছ থেকে নতুন কিছু জানলাম BuySellAds সম্পর্কে যা আমার জানা চিলনা।ভাই, আমার site : http://itforpc.blogspot.com/ দিয়ে কি BuySellAds এর জন্য Apply করতা পারব? PLZ,site টি দেখে জানালে উপকৃত হবো।

    @iT pagol2011: চালিয়ে জান। এখন না পেলেও পরে পাবেন আশা করি

    @iT pagol2011: সাবডোমেইন দিয়ে এপ্লাই করতে পারবেন না। টপ লেভেল ডোমেইন লাগবে।

I didn’t agree your this topic for this Adsense “Older then 6 months : আপনার সাইট অবশ্যই ৬ মাস বা তার চেয়ে বেশি পুরনো হতে হবে। এই নিয়ম কেবল চায়না এর ইন্ডিয়ান Sub-Continent এর জন্য, তবে আপনার সাইট এ যদি প্রচুর USA ভিত্তিক ভিসিতর থাকে তবে এই নিয়ম প্রযোজ্য নয়।” Bcuz If your blog have minimum page content or article, you can get approve within 7 days. In my blogspot I approved 3 days.

আমি আমার এডসেন্স অ্যাকাউন্ট পেয়েছি ১৭ দিনে সুতরাং আমি ৬ মাস এর নিয়ম তার বিপরীত আর আপনার সাইট এ ভিসিটর থাকলে এবং সেটা যদি ভিসিটর দের পছন্দ হয় তাহলেই তো হল তবে কপি পেস্ট না এবং তখন এডভারটাইসার রা আপনার সাইট এ বিজ্ঞাপন দিতে দ্বিধা করবে না এবং আপনার সাইট এ তাদের লাভ আছে সুতরাং এদসেন্স এর নিয়ম মেনে চলুন ভাল আয় হবে এবং কোন সমস্যা হবে না মনে রাখবেন গুগল ইস দা বস 😀 …

রিয়াদ ভাই, আমি অনেক দিন আগে একটা এডসেন্স নিয়েছিলাম। এখন এটি নিয়ে একটু প্রবলেম্এ আছি। আমাকে একটু হেল্প করা যাবে? আপনার মেইল আই.ডি অথবা messenger ID টা দিন প্লিজ। আমার মেইল আই.ডি [email protected]

Level 0

anyway boss apnar site ar theme ta ki?

    @rayhan.it: এটি আমার নিজের লেখা থিম। নাম দিয়েছি Whitey Elegance

রিয়াদ ভাই, আপনার ওয়েব পেইজটা দেখলাম চমৎকার হয়েছে। বুঝবার কোন উপায় নাই এটি একটি বাংলাদেশী সাইট 😛 অনেক ভাল লেগেছে, এত দারুন থিম্‌ আমি অন্য সাইট গুলোতে দেখি নাই। আপনার সব কষ্ট সার্থক রে ভাই। ভিজিটরের ভাল লাগা মানে ঘণ্টার পর ঘণ্টা কাজ করার কষ্ট উসুল 🙂 ভাই আপনার সাইটে এক পেইজে অনেক গুলো অ্যাডসেন্সের অ্যাড দেখলাম, কেমনে কি? একটু বুঝায় বলবেন 🙂 আর যদি কিছু মনে না করেন, তাহলে বলবেন কেমন এত গুলো অ্যাড বসানো আপনার পেইজ গুলোতে তো আয় কেমন হচ্ছে 😛 আপনাদের সাইট গুলোর ষ্টোরি শুনে মনে বল পাই, তাই আর কি 🙂 অপেক্ষায় থাকলাম আপনার গল্প শুনার 🙂

আমি প্রায় ১ মাস হল কিন্তু finalizing earning 0 দেখায় ।কিন্ত্ earning rpm e cent show করে