টেকটিউনস এ তো আসলাম বেশ কিছু দিন হয়ে গেল, বেশ কিছু টিউনস ও করে ফেলেছি ইতিমধ্যে। কিন্তু শুধুমাত্র টেকটিউনস এর জন্য এখনও কিছুই লেখা হল না। সব গুলোই মূলত আমার নিজের ব্লগ এর কিছু আর্টিকেল এর সংক্ষিপ্ত বাংলা সংস্করণ। তাই চিন্তা করলাম আজ টেকটিউনস এর জন্য কিছু লিখব। অনেক চিন্তা করে লিখার মত কিছু না পেয়ে আমার নিজের কিছু অভিজ্ঞতাই শেয়ার করার সিদ্ধান্ত নিলাম। আর উদ্দেশ্য হল আপনার ব্লগ/সাইট এর জন্য ভাল অ্যাডভার্টাইজমেন্ট মিডিয়া নির্বাচন করতে সহায়তা করা। তো চলুন দেখি।
টেকনোলজি এর এই যুগে আপনাদের অনেকেরই নিজস্ব ওয়েবসাইট/ব্লগসাইট আছে টা আমি জানি। কেও হয়তো নিছক আনন্দের জন্য আবার কেও হয়তো উপার্জনের আশাই এই পথে এসেছেন। অ্যাডভার্টাইজমেন্ট মিডিয়া নিয়ে হালকা ঘাটাঘাটি করলে নিশ্চয় জানেন যে বর্তমানে অনেক অ্যাডভার্টাইজমেন্ট গ্রুপ আছে যারা আপনার সাইট এ অ্যাড দেওয়ার বদলে আপনাকে অর্থউপার্জনের সুযোগ করে দিবে। কিন্তু সব গুলো তো এর একই না। আজ আমি তাদের মধ্যে নির্দ্বিধাই সেরা তিনটি নিয়ে কথা বলব।
গুগল অ্যাডসেন্স এর সাথে আপনাদের নতুন করে পরিচয় করে দেওয়ার কি কিছু আছে? এক কথা তেই এর পরিচয় হয়ে যায়। এটি গুগল এর সহযোগী প্রতিষ্ঠান।
আপনি যদি সবচেয়ে Reliable এর Highly Paid কোন অ্যাডভার্টাইজার খুঁজেন, তবে অ্যাডসেন্স এর কোন বিকল্প নাই। অ্যাডসেন্স আপনাকে দিবে সবচেয়ে বেশি Paid অ্যাড।
তবে অ্যাডসেন্স এ Verify হওয়া কিন্তু খুবই মুশকিল! আপনার সাইট এ নুন্নতম যে বিষয় গুলো দরকার অ্যাডসেন্স Verified হওয়ার জন্য তা হল ঃ
এই হল মোটামুটি কথা। এর একটা ব্যাপার হল আপনার সাইট এর যদি আগে কোন অ্যাডসেন্স Misuse এর Record থাকে তাহলে কিন্তু সমস্যা আছে।
দুই মাস হল আমি অ্যাডসেন্স ব্যবহার করছি। গত মাস এ ‘Finalized Earning” ছিল $৪১.২৬ (Page impression: ৮৯,২৮৯) । আর এই মাস এ এখন পর্যন্ত Earning হল $৫১.২৬ (Page impression: ১২৯,২৮৯ [২২ তারিখ])। এই মাস এর ১৮ তারিখ আমার লোকেশান verified হয়েছে। আশা করি আগামি মাস এ Payment পাব। দোয়া রাখবেন।
বাইসেলঅ্যাডস এর একটি অসাধারণ সাইট। এই সাইট মূলত Third-Party Network হিসেবে কাজ করে। এখানে আপনি আপনার সাইট এর জন্য উপযুক্ত অ্যাডভার্টাইজার বেছে নিতে পারবেন।
আপনি যদি মাসিক নির্দিষ্ট কোন উপার্জনের পথ খুজে থাকেন তবে বাইসেলঅ্যাডস ছাড়া অন্য কোন Reliable Solution নাই। বাইসেলঅ্যাডস এ দুই ধরনের Option আছে। Monthly Fixed Price এর Fixed Rate For Per 1000 Impression। আপনি চাইলে যেকোনো একটা অথবা দুইটাই বেছে নিতে পারনে। সর্বোচ্চ অ্যাড এর কোন লিমিট নাই। যতগুলো অ্যাডব্লক ইচ্ছা বিক্রি করতে পারবেন।
তবে বাইসেলঅ্যাডস এ Verify হওয়া কিন্তু অ্যাডসেন্স এর চাইতেও কঠিন। কারণ তারা আপনার সাইট এর সম্পূর্ণ অংশ যাচাই করে তবেই আপনাকে Approve করবে। আপনার সাইট এ নুন্নতম যে বিষয় গুলো দরকার বাইসেলঅ্যাডস Verified হওয়ার জন্য তা হল ঃ
আমি মাত্র গত পরশু বাইসেলঅ্যাডস এ Approve হয়েছি। তাদের হিসাবে নতুন সাইট এর অ্যাডভার্টাইজ পেতে দেড় মাস থেকে দুই মাস পর্যন্ত অপেক্ষা করতে হয়। আমিও অপেক্ষাই আছি। দেখা যাক কি হয়।
আমার সর্বশেষ কথা হল অ্যাডব্রাইট নিয়ে। এটি বলা হয় অ্যাডসেন্স এর ভাল বিকল্প। অ্যাডসেন্স এ Approve না হলে বাইসেলঅ্যাডস এ Approve হওয়ার তো কোন সম্ভাবনাই নেই। সে ক্ষেত্রে কেবল আপনি অ্যাডব্রাইট ব্যবহার করতে পারেন। অ্যাডসেন্স এর চাইতে অনেক কম Pay Rate হলেও অন্য (Clicksor, Infolin) গুলো থেকে যথেষ্ট ভাল।
এই হল কথাবার্তা। আপনারদের কোন উপকার এ আসলেই আমার পরিশ্রম সার্থক। যদি বাইসেলঅ্যাডস এর মাধ্যমে আমার সাইট এ অ্যাডভার্টাইজ করতে চান, তবে ক্লিক করুন এখানে।
আর কোন প্রশ্ন থাকলে জানাতে ভুলবেন না! সময় পেলে আমার সাইট টা একটু ঘুরে আসতে পারেন। কিছু মনে করব না :P।
ধন্যবাদ আর ভাল থাকবেন।
আমি রিয়াদ। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 13 বছর 3 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 20 টি টিউন ও 136 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
নিজেকে মাঝে মাঝে অপরাধী মনে হয়। যে ভাষার জন্য এত রক্তক্ষরণ টা বাদ দিয়ে আমি কিনা বিজাতীয় ইংরেজি ভাষায় ব্লগিং করছি! ছিঃ! টেকটিউনস কে ধন্যবাদ।
বাইসেলএডস এ এডভার্টাইজ পাওয়ার মিনিমাম নির্দিষ্ট কোন সময় সীমা নেই। সাইট অনেক জনপ্রিয় হলে কয়েক ঘন্টার মধ্যেই এডভার্টাইজ পাওয়া যায়। আমি ১০ দিনে বাইসেলএডস এ এডভার্টাইজ পেয়েছি। গত ৪৫ দিনে দুইটি এডস।