বন্ধুরা গতপর্বে আমরা কমেন্ট করা সম্পর্কে জেনেছিলাম। আজ আমরা জানব ভেরিয়েবল সম্পর্কে। প্রথমেই যে প্রশ্নটি মনে জাগতে পারে তা হল ভেরিয়েবল কি? আসুন জানার চেষ্টা করি।
ভেরিয়েবলকে তুলনা করতে কোনো একটি পাত্রের সাথে। পাত্রে যেমন কোনো কিছউ রাখা বা সংরক্ষন করা যায়, তেমনি ভেরিয়েবলেও ডাটা রাখা যায় এবং প্রয়োজনে ঐ ডাটা ফেলে নতুন ডাটাও রাখা যায়। যেকোনো প্রোগ্রামে ভেরিয়েবল ব্যবহার করার পূর্বে তা ডিক্লেয়ার করে কপাইলারকে জানিয়ে দিতে হয় যে, উক্ত নামে একটি ভেরিয়েবল ব্যবহার করা হবে। তবে পিএইচপি এর ক্ষেত্রে ভেরিয়েবল এভাবে ডিক্লেয়ার করতে হয়না। শুধুমাত্রা ভেরিয়েবলের নামের আগে "$" দিতে হয়, তবেই পিএইচপি বুঝে নেয় যে, এটি একটি ভেরিয়েবল। যেমন ,
$hel
$skl
$a
উপরে দেখানো প্রতিটি শব্দই একেকটা ভেরিয়েবল কারণ এদের নামের আগে $ যোগ করা হয়েছে।
এতক্ষন আমরা দেখলাম ভেরিয়েবলের নাম কিভাবে লিখতে হয় এবং নাম লেখার ক্ষেত্রে কি কি নিয়ম অনুসরন করতে হয়। আসুন এবার দেখি, পিএইচপিতে ভেরিয়েবলে ডাটা নির্ধারণ করতে হয় কিভাবে। নিচের দেখুন,
$v=123;
মূলত এভাবেই ভেরিয়েবলে ডাটা নির্ধারণ করতে হয়। এখানে v নামে একটি ভেরিয়েবল ডিক্লেয়ার করা হয়েছে এবং সেই সাথে এর মান হিসেবে ১২৩ নির্ধারণ করা হয়েছে।
আসুন এবার একটি প্রোগ্রাম দেখি। নিচের কোডটুকু লক্ষ্য করুন।
<html> <body> <?php $b=123; echo $b; ?> </body> <html>
এটি নোটপ্যাডে লিখে sample.php নামে htdocs ফোল্ডারে সেভ করে ব্রাউজারে http://localhost/sample.php লিখে রান করলে নিচের মত পাবেন।
কেন এমন আউটপুট আসলো ? ভাবতে থাকুন। ততক্ষন পর্যন্ত বিদায়। ভালো থাকবেন সবাই। ধন্যবাদ।
আমি MITHU। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 14 বছর 2 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 88 টি টিউন ও 1232 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 3 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
সত্যিই অপূর্ব। আপনি প্রতিটা লেসনে দিচ্ছেন খুব কম। কিন্তু, যতটুকু দিচ্ছেন ততটুকু পানির মত পরিস্কার। আশা করছি এভাবেই এগিয়ে যাবেন। ধন্যবাদ।