সার্চ ইজ্ঞিন অপটিমাইজেশানে মজিলার একটি জোসস্ এ্যাডঅন

টিউন বিভাগ এসইও
প্রকাশিত

গত কয়েকদিন আগে অফিসিয়ালি আমার সেমিস্টার শেষ হয়েছে। তাই এখন অনেক সময়। আবার ফিরে আসলাম টিউনার প্যানেলে এবং বরাবরের মতই মজিলা ফায়ারফক্সের এ্যাডঅন নিয়েই কাম ব্যাক করলাম। আশা করি কাম ব্যাক টিউন আপনাদের কাজে আসবে।

ইদানিং শাকিল ভাইয়ের এ্যাডসেন্স নিয়ে করা টিউনগুলোতে আগ্রহী অনেকেই আছে। তাই সবাই কম বেশি সাইট বানাচ্ছে। তবে এ্যাডসেন্স এর মূলমন্ত্র “সার্চ ইজ্ঞিন অপটিমাইজেশান” এ ব্যাপারে আমরা অনেকেই ভূলে যাই এবং SEO কে কাজে লাগাতে পারিনা। তবে এই অপটিমাইজেশানের ব্যপারটা আরো সহজ করার চেষ্টা করব আমার টিউনার বন্ধুদের কাছে।

প্রথমেই এই লিংকে থেকে মজিলার “SEO blogger” এ্যাডঅনটি ডাউনলোড করে নিন। এবার মজিলা ফায়ারক্সকে রিস্টার্ট করে নিন। আসুন এবার ধাপে ধাপে দেখে নেয়া যাক এই এ্যাডঅনের ব্যাবহার প্রনালী –

১ম ধাপ

step1

মজিলার ফায়ারফক্স রিস্টার্ট করার সাথে সাথে নিচে ডানদিকের কোনায় ‘w’ আইকনটি দেখতে পাবেন। সেখানে ক্লিক করে আপনি এই টুলটিকে ব্রাউজারে ওপেন করে নিন।

২য় ধাপ

step2

টুলের সার্চ বক্সে একটি “সিড ওয়ার্ড” প্রবেশ করিয়ে সার্চে হিট করুন। সিড ওয়ার্ড হচ্ছে আপনার পোষ্টের সাথে রিলেটেড একটি ওয়ার্ড যার উপর আপনি বেশি গুরুত্বারোপ করছেন। সার্চ হওয়ার পর পর আপনাকে অনেকগুলো কি ওয়ার্ড সাজেস্ট করা হবে।

৩য় ধাপ

step3

এ্যাড বাটনে ক্লিক করে আপনার পছন্দের কি ওয়ার্ড গুলো বেছে নিন।

৪র্থ ধাপ

step4

এরপর আপনার বেছে নেয়া কি ওয়ার্ডগুলো নিয়ে পোষ্ট লেখা শুরু করুন। লেখার সময় আপনাকে এই টুল বলে দেবে আপনি কোন কি ওয়ার্ড কতবার ব্যবহার করেছেন। আর আপনি ত জানেনই কিওয়ার্ডকে কিভাবে ঘুরিয়ে ফিরিয়ে আপনার পোষ্টে বারবার আনতে হবে।

আশা করি টিউনটি আপনাদের কাজে আসবে। ধন্যবাদ

Level 0

আমি দুঃসাহসী টিনটিন। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 16 বছর 7 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 200 টি টিউন ও 1531 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 34 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

মানুষ হিসেবে তেমন আহামরি কেউ নই আমি। সাটামাটা জীবনটাই বেশী ভালো লাগে। আবার মাঝে মাঝে একটু আউলা হতে মন চায়। ভালো লাগে নিজেকে টিনটিন ভাবতে .... তার মত দুঃসাহসী হতে মন চায় ..... কিন্তু ব্যক্তি জীবনে অনেকটা ভীতুই বটে ..... অনেক কিছুই হাতছাড়া হয়ে গেছে জীবনে এই কারনে ..... আবার...


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

যাক বস ফিরে আসছে আর যথারীতি আবারো চমৎকার টিউন নিয়ে……………….এসইও এর উপর যেসব টিউন হয় তাতে যোগ করেছেন নতুন মাত্রা। ধন্যবাদ।

একই কিওয়ার্ড ৩ বারের বেশি ব্যবহার না করাই ভালো। ধন্যবাদ কাজের টিউন।

Level 2

আপনাকে অনেক ধন্যবাদ এই জটিল এডঅন টি শেয়ার করার জন্য ।

টিনটিন ভাই আমাদের এআইইউবি এর ওয়েবে কেন ঢুকা যাচ্ছেনা ।কিছু জানলে জানান।আর
আমি মন্তব্য দিলে থাকেনা এই সমস্যার তো কিছু করলেন না।

ভালো একটি পো… ধন্যবাদ ভাইয়া