যাদের নিজের ওয়েবসাইট আছে তারা প্রায় ই তাদের ওয়েবসাইট এ বিভিন্ন রকম পরিবর্তন করেন আর এ কাজের জন্য অনেক ওয়েবমাস্টার ই একটা ডেমো সাইট চালান যেখানে তারা পরিবর্তন গুলোকে প্রিভিউ করেন। আজকে আমরা দেখব কিভাবে নিজের পিসি তে ডেমো সাইট তৈরি করা যায়। ডেমো সাইট এর সুবিধা হল আপনি আপনার নতুন থিম বা প্লাগিন গুল আপনার মুল সাইট এ ব্যবহার করার আগে এখানে প্রিভিউ দেখে নিতে পারেন।
এজন্য আমরা ব্যবহার করব wampserver নামের এই software টি। প্রথমে এখান থেকে ডাউনলোড করুন। এবার install করুন।
এরকম উইন্ডো আসলে ইয়েস চাপুন
এখানে কোন change করবেন না।
ইন্সটল শেষ হলে taskbar এ এরকম একটা আইকন পাবেন
taskbar এর আইকন এর উপর right click করে www directory তে যান।এটা আপনার ওয়েবসাইট এর রুট ডিরেক্টরি। আপনি যদি স্ট্যাটিক ওয়েবসাইট বানাতে চান তাহলে আপনার হোম পেজ কে index.php বা index.html নাম দিয়ে এখানে পেস্ট করুন।টাস্কবার এর আইকন এ right click করে localhost এ গেলে আপনার সেভ করা পেজ দেখাবে।
আর আপনি যদি ডাটাবেস সহ CMS যেমন zoomla, wordpress, drupal......... etc ইন্সটল করতে চান তাহলে নিচের ধাপ গুলো অনুসরণ করুন।
এবার এই আইকন এর উপর right click করে phpmyadmin এ যান। database name দিয়ে create দিন।
এবার privileges এ গিয়ে add new user এ click করুন
user name দিন,host এ নাম দিন localhost , password field এ password দিন, এবার global privileges এ গিয়ে check all এ click করুন। এবার go বাটন press করলে database তৈরি হয়ে যাবে।
টাস্কবার এর আইকন এ right click করে www directory তে click করুন। এবার সব ফাইল ডিলিট করে যে CMS ইন্সটল করতে চান সেটা কপি করুন। আমরা এখানে ওয়ার্ডপ্রেস ইন্সটল করা দেখব।
টাস্কবার এর আইকন এ right click করে www directory তে গিয়ে ওয়ার্ডপ্রেস এর ফাইল গুলা কপি করুন।
টাস্কবার এর আইকন এ right click করে localhost এ click করুন।
create a configuration file এ click করুন।
পরের পেজ এ lets go তে click করুন।
database name,username,password পুরন করে submit এ click করুন।
run the install এ click করুন
next page এ সব field পুরন করুন।
আপনার সাইট এবার ready
wordpress ইন্সটল নিয়ে কোন সমস্যা হলে বাধন ভাইয়ের সিরিজ টিউন দেখুন।
আমি murad। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 13 বছর 9 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 15 টি টিউন ও 29 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
রহস্য খুজে বেড়াই
দারুন ত তাহলে ত আর টাকা দিয়ে ডোমেইন হস্টিং কিনতে হবে না হাহাহাহাহাহাহাহাআ