একজন ডিজাইনার এবং ডেভেলপার তার সাইট নিয়ে যে কি পরিমান বিড়ম্বনায় দিন কাটায়, তা কেবল আরেকজন ডেভলপার এবং এই কম্যুনিটির সাথে যে সম্পৃক্ত সেই বুঝতে পারে। শত শত অপটিমাইজেশান এবং ঘষামাজার পরেও আরো কিছু জিনিস কেয়ার করার তালিকায় থেকে যায়। তা হল, সাইটের রেসপন্স টাইমকে টুইক করা, সাইটের আপডাউন টাইমকে ট্র্যাকিং করা। তাই এইবার ডিজাইনার এবং ডেভলপারদের পরিচয় করিয়ে কিছু অসাধারন সাইট আপ টাইম মনিটরিং টুলস এর সাথে। আসুন তাহলে দেরী না করে দেখে নেয়া যাক টুলসগুলো -
খুবই সিম্পল একটি ওয়েবসাইট মনিটরিং সার্ভিস যার সাহায্যে আপনি আপনার সাইট অথবা ওয়েব এ্যাপ্লিকেশানের এ্যাভেইলিবিলিটি চেক করে নিতে পারবেন। এটি বিভিন্ন গ্লোবাল লোকশানে আপনার সাইটের আপটাইম পর্যবেক্ষন করে থাকে, যেমন - সিঙ্গাপুর, নেদারল্যান্ড, নিউজার্সি ইত্যাদি। এবং এর ফলে আপনার একটি ক্লিয়ার আইডিয়া থাকে যে গ্লোবালি আপনার সাইট একটা স্ট্যান্ডার্ড রেসপন্স টাইমে সার্ভ করে আসছে।
আপনার ওয়েবসাইট ডাউন থাকাকালীন সময়ে আপনাকে ফ্রি তে গুরুত্বপূর্ণ সমস্ত তথ্য দিতে এটি একটি ফ্রি ওয়েব ওয়্যার। এর সাহায্যে আপনি একই সাথে আপনার পাঁচটি সাইটের আপটাইম মনিটর করতে পারবেন। এছাড়াও রয়েছে, ইমেইল রিসিভ, টেক্সট মেসেজ এ্যালার্ট এবং একদিনে সর্বোচ্চ ২৫ বার পর্যন্ত আপনার সাইটকে মনিটর করা হয়।
একাধিক ফিচারে টইটুম্বুর একটি টুল। আপনাকে আপনার সাইট এবং সার্ভার সম্বন্ধে ক্লিয়ার এবং একাধীক আইডিয়া দিয়ে আপনাকে আপনার সাইট মনিটরিং এর ব্যাপারে সিদ্ধান্ত নিতে সহয়তা করবে। এর আছে চমৎকার ড্যাশবোর্ড জিইউআই, টেক্সট মেসেজ, ইমেইল অথবা আরএসএস এর সাহায্যে আপনাকে আপনার সাইটের ডাইন টাইমের ব্যপারে ইনফর্ম করার মত অপশন। আরো আছে মাল্টিপল জিওগ্রাফিক্যাল লোকেশান মনিটরিং, রিয়েল টাইম ভিজিটর মনিটরিং।
মেটাডট এর ডেভেলাপ করা একটি ফ্রি, কুইক এবং ইজি সাইট আপটাইম ম্যানেজিং টুল।যখন আপনার সাইট ক্র্যাশ করবে অথবা আবার আগের স্টেটে ফিরে আসবে তখনি মোনাষ্টিক আপনাকে ইনফর্ম করবে আপনার তাদের ইমেইল, আরএসএস অথবা তাদের উইন্ডোজ ও ম্যাক উইগেট এর মাধ্যমে। এর কারিশমা টা মূলত আরেক জায়গাতে, আর তা হল আপনি প্রতি সাইন আপে ১০০টি সাইট মেইনটেইন করার সুবিধা পাবেন। এছাড়াও এইচটিটিপি সাপোর্ট মনিটরিং ও করতে পারবেন।
আপনার ওয়েব সার্ভারের আপটাইম সুপারভাইজিং এর জন্যে একটি ফ্রি এবং ইজি টু ইউজ টুল। এটি আপনাকে আপনার সাইটের আপ - ডাউন টাইম সম্বন্ধে ধারনা দেবে টুইটার, ইমেইল এবং আপনার অন্য যে কোন পছন্দের আইএম এর মাধ্যমে। প্রতি ঘন্টায় আপনি অন্তত পক্ষে একটি করে হলেও সাইট মিটর করার সুবিধা পাবেন এই টুলের মাধ্যমে।
একই সাথে দুটো সাইট মেইনটেইন করতে পারবেন এই টুলের মাধ্যমে। আরো পেতে পারেন আপনার সাইটের সার্ভারের সাপ্তাহিক / মাসিক / বাৎসরিক পারফর্মেন্স রিপোর্ট। এর সাহায্যে আরো পাবেন ডিস্ট্রিবিউটেড মনিটরিং, ইউজফুল ডেটা ট্র্যাকিং, দরকরী ডায়াগনষ্টিক, এবং বিভিন্ন ইস্যুর ইমেইল / টেক্সট মেসেজ / আইএম এর মাধ্যমে আপডেট। এটি খুবই সিম্পলি ব্যবহার করা সম্ভব। এর ফ্রন্ট পেজে আপনা শুধু আপনার সাইটের লিঙ্কটি দিয়ে প্রেস করে দিন। ব্যাস, হয়ে যাবে।
যে সমস্ত ডিজাইনার এবং ডেভেলপারদের সাইটের কোন অভাব নেই তারা মূলত এই ফিচার ব্যবহার করে দেখতে পারেন। এই টুলটি তে সাইট নাম্বারের ক্ষেত্রে কোন লিমিটেশান নেই।
প্রতি ঘন্টায় আপনার সাইটের আপটাইম এবং সার্ভারের পারফরমেন্স মনিটর করে আপনাকে ইনফর্ম করা হবে। আপনি আরো পাবেন সাইট এ্যাভেইলিবিলিটি এবং রেসপন্স টাইম রিপোর্ট, রিয়েল টাইম এরর নোটিফিকেশান এবং সার্ভার পারফর্মেন্সের উইকলি রিপোর্ট।
এটি শুধু আপনার সাইটের ডাউনটাইম ট্র্যাক করে থাকে। ১৩টি গ্লোবাল লোকেশানে আপনার সাইটকে ট্র্যাক করে আপনাকে রিপোর্ট করা হবে।
এটি ৩০ মিনিটের ব্যবধানে আপনার সাইটকে পর্যবেক্ষন করে আপনাকে রিপোর্ট করে থাকবে। এছাড়াও আপনি আপনার এইচটিটিপি (ওয়েব সার্ভার), পপ থ্রি (ইমেইল সার্ভার), এফটিপি সার্ভার এর ব্যাপারেও ইনফরমেশান পাবেন। আবার আপনা চাইলে আপনার এই সমস্ত স্ট্যাটিক্যাল রিপোর্ট পাবলিকেও পাবলিশ করতে পারবেন।
এটি আপনাকে মূলত ১৫ মিনিট সময়ের ব্যবধানে আপনার সাইটকে মনিটরিং করে আপনাকে রিপোর্ট করবে।
যখনই আপনার সাইট ওয়েব থেকে মিসিং হবে তখনই আপনাকে টেক্সট মেসেজ, ইমেইল / আইএম এর মাধ্যমে ইনফর্ম করা হবে। এদের খুবই সিম্পল ওয়েব টুল এফটিপি চেক এর মাধ্যমে অল্প সময়ে আপনা আপনার ওয়েব সার্ভারের ব্যাপারে ভালো আইডিয়া পেতে পারেন।
আমি দুঃসাহসী টিনটিন। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 16 বছর 7 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 200 টি টিউন ও 1531 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 34 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
মানুষ হিসেবে তেমন আহামরি কেউ নই আমি। সাটামাটা জীবনটাই বেশী ভালো লাগে। আবার মাঝে মাঝে একটু আউলা হতে মন চায়। ভালো লাগে নিজেকে টিনটিন ভাবতে .... তার মত দুঃসাহসী হতে মন চায় ..... কিন্তু ব্যক্তি জীবনে অনেকটা ভীতুই বটে ..... অনেক কিছুই হাতছাড়া হয়ে গেছে জীবনে এই কারনে ..... আবার...
বুঝতে পারছি অনেক সুন্দর টিউন। কিন্তু এগুলোর ব্যাবহার ঠিকমত বুঝতে পারছি না।