আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশাকরি মহান আল্লাহ তায়ালা রহমতে সবাই ভাল আছেন সুস্থ আছেন।
এই সময়ে বাংলা ব্লগিং খুবই জনপ্রিয়তা পাচ্ছে। এবং ব্লগিং এ সফল হবার জন্য নিশ বা টপিক খুবই গুরুত্বপূর্ণ। আপনি যদি নতুন করে ব্লগিং করতে চান? তাহলে নিচের এই পাচটি থেকে যে কোন একটি নিশ বা টপিক নিয়ে কাজ করতে পারেন। আশাকরি তাহলে আপনি সফলতা অর্জন করতে পারবেন। যেমন?
ট্রেভেলিং ব্লগ। আপনি যদি ভমন প্রিয় হয়ে থাকেন? কিংবা ভমন প্রিয় নাও যদি হয়ে থাকেন? তারপরেও আপনি ট্রেভেলিং ব্লগিং করতে পারবেন। কারন এই সময়ে ইন্টারনেটে এই বিষয় এ প্রচুর রি সার্চ হয়েছে আপনি যদি সঠিক ভাবে রি সার্চ করতে পারেন? তাহলে অবশ্যই আপনি ট্রেভেলিং ব্লগিং করতে পারবেন।
ট্রেভেলিং ব্লগ এর বিষয় টি হচ্ছে? আসলে অনেক টা আপনার যে সব জায়গায় মানুষ জন ভমন করে বা ভমন করার মতো আগ্রহী যে সব জায়গায় গুলো? সে সব জায়গায় গুলো নিয়ে আপনি ব্লগ টিউন করতে পারেন। সে সব জায়গায় কি কি রয়েছে? কি কি সুবিধা? কি কি অসুবিধা? সেই সব জায়গায় রিসরট? তারপর সেই সব জায়গায় গেলে কি রকম খরচ পরতে পারে? ইত্যাদি বিষয় এ সেখানে লিখতে পারেন। এবং আপনার ব্লগে যদি এরকম লেখা বিভিন্ন জায়গা সম্মন্ধে বিভিন্ন জায়গা সম্পর্কে লিখতে থাকেন? তাহলে একটা সময় পর আপনার ব্লগে প্রচুর পরিমাণ ভিজিটর আসতে থাকবে। এই ট্রেভিলিং ব্লগে অনেক বেশি আগ্রহী মানুষ। কারণ এখন ঘুরাঘুরি তে খুব পছন্দ করে। এর ফলে সেই বিষয় গুলো আগে থেকে জেনে নেওয়ার জন্য গুগল এ গিয়ে সার্চ করে আইডিয়া নেয়। আপনি যদি ট্রেভিলিং নিয়ে ব্লগিং করেন? তাহলে খুব বেশি ভিজিটর পাওয়ার আসা রয়েছে। এছাড়াও এই ট্রেভিলিং ব্লগের উপর অনেক ভালো ভালো সিপিসি দেয় গুগল অ্যাডসেন্স থেকে। আপনি যদি ট্রেভিলিং সম্পর্কে খুব ভালো ভাবে কাজ করা শুরু করেন? তাহলে অবশ্যই আপনি এখান থেকে খুব ভালো একটা আনিং করতে পারবেন। এরপর?
টেক্নোলজি ব্লগ। আপনারা সকলেই জানেন যে? এই সময়ে আপডেট হচ্ছে বিভিন্ন টেক্নোলজি। টেক্নোলজি কাজ গুলি নিয়ে মানুষের এখন প্রচুর আগ্রহী। এবং নতুন কি কি টেক্নোলজি আসছে? বা টেক্নোলজি আপডেট পুরো প্রিথিবি জুড়ে। টেক্নোলজি নিয়ে এখন মানুষের আগ্রহ প্রচুর। এর জন্য গুগল এ প্রচুর পরিমাণ সার্চ হয় এই বাংলা টেক্নোলজি সম্পর্কে। আপনি চাইলে এই টেক্নোলজি নিয়ে ব্লগিং করতে পারেন। আর এটাতে আপনি খুব বেশি ভিজিটর পাবেন। এবং পাশাপাশি আপনি খুব ভালো পরিমাণ অর্থ উপার্জন করতে পারবেন। এই টেক্নোলজি নিয়ে। এরপর?
নিউজ ব্লগ। এখন এই সময়ে নিউজ ব্লগ এর অভাব নেই। আপনি যদি চান তাহলে করতে পারেন। আপনি যদি আপনার মতো করে কাজ করতে চান? তাহলে অবশ্যই এই নিউজ ব্লগিং টি আপনি বেছে নিতে পারেন। কারণ নিউজ টা হচ্ছে এমন একটি নিশ বা টপিক যেটাতে আপনাকে প্রতি দিন কাজ করতে হবে। একদিনউ মিস দেওয়া যাবে না। সবার আগে যে কোন নিউজ পাবলিশ করতে হবে। এবং নিউজ সম্পর্কে খুব ভালো আইডিয়া থাকতে হবে। এছাড়াও আপনাকে খুব বেশি ইইন্টারনেটে আপডেট থাকতে হবে। আসে পাসে খবর গুলো সম্পর্কে নজর রাখতে হবে। তাহলে আপনি খুব সহজেই আপনি এই নিউজ ব্লগিং এর উপর কাজ করতে পারবেন। এবং খুব ভালো পরিমাণ ভিজিটর পেতে পারেন। এবং খুব ভালো পরিমাণ অর্থ উপার্জন করতে পারবেন। এরপর?
রিভিউ ব্লগ। আপনি চাইলে বিভিন্ন প্রোডাক্ট এর রিভিউ দিতে পারেন আপনার ব্লগে। এই সময়ে প্রচুর প্রোডাক্ট রয়েছে এছাড়াও নিত্তনতুন বিভিন্ন কোম্পানি বিভিন্ন ধরনের প্রোডাক্ট বিশেষ করে ইলেকট্রনিকস প্রোডাক্ট যেগুলো ইলেকট্রনিকস ডিভাইস সেই সব মোবাইল তারপর বিভিন্ন কম্পিউটার ডিভাইস ইত্যাদি নিয়ে আপনি ইচ্ছে করলে রিভিউ ব্লগ করতে পারেন। রিভিউ ব্লগ এ প্রচুর পরিমাণ চাহিদা রয়েছে। অনেকই গুগল সার্চ করে থাকে রিভিউ ব্লগিং এর বিভিন্ন বিষয় নিয়ে আপনি চাইলে এটা নিয়ে ব্লগিং শুরু করে দিতে পারেন। এবং খুব ভালো পরিমাণ ভিজিটর পেতে পারেন। এবং আপনি চাইলে এখান থেকে গুগল অ্যাডসেন্স থেকে না হয় ইস্পন্সার থেকে ইনকাম করতে পারবেন। কারণ রিভিউ ব্লগ গুলো তে অনেক বেশি ইস্পন্সার পাওয়া যায়। এরপর?
আপনার নিজের ব্রেন খাটিয়ে আপনি কি বিষয় এ দক্ষ সে বিষয় গুলো নিয়ে আপনি ব্লগিং করতে পারেন। যে কোন মানুষ একটি না একটি বিষয় এ সে দক্ষ থাকেই। সেই দক্ষতা টাকে যদি আপনি ব্লগিং এর মাধ্যমে আরেক জনের সাথে শেয়ার করতে চান? তাহলে সেটা করতে পারবেন। এই ক্ষেত্রে আপনার অর্থ উপার্জন হবে কি হবে না? সেটা কিন্তু অনেক টা নির্ভর করে আপনার টপিকের উপর। বা আপনি কোন বিষয় এ এক্সপার্ট সেটার উপর। এখানে আপনি অর্থ উপার্জন চেয়ে যদি আপনার ভালো লাগা বা আপনি আপনার টপিক গুলো অন্নের সাথে শেয়ার করতে পারছেন? এটাকে মন দিয়ে কাজ করতে পারেন। তাহলে খুব ভালো আপনি আগুতে পারবেন। এবং খুব ভালো করতে পারবেন ব্লগিং এ।
গরিবের ছোট্ট একটি ব্লগ সবাই কে দেখার জন্য আমন্ত্রণ রইল এই ছোট ভাইটির জন্য সবাই দোয়া করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন টেকটিউনস এর সাথে থাকবেন আল্লাহ হাফেজ। https://www.sapnojal.com
আমি রওশন মাহমুদ। নেই, নেই, Dhaka। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 3 বছর 3 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 1 টি টিউন ও 1 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 1 টিউনারকে ফলো করি।
I,am simple web designer