আসসালামালেকুম বন্ধুরা। সবাই কেমন আছেন? আশাকরি ভাল আছেন। আমিও আপনাদের দোয়ায় ভাল আছি। বন্ধুরা, আজকের টিউনের টাইটেল এবং থাম্বনেল দেখেই বুঝে গেছেন আজকের টিউনটি কি এ সম্পর্ক হতে যাচ্ছে। আজকের টিউনে আমি আপনাদের দেখাবো কিভাবে আপনি খুব সহজে গুগল প্লে স্টোর এর মত একটি ডাউনলোড সাইট তৈরি করতে পারবেন তাও আবার ফ্রিতে।
বন্ধুরা, এর আগে আমি একটি টিউন করেছিলাম যেখানে আমি দেখেছিলাম কিভাবে ফ্রিতে একটি ব্লগ সাইট তৈরি করে সেটিতে অ্যাড বসিয়ে ইনকাম করতে পারবেন।
কিভাবে আপনারা ব্লগ সাইটের মতো করেই খুব সহজে একটি ডাউনলোড সাইট তৈরি করতে পারবেন তা আমি আমার এই টিউনে দেখাবো। তো বন্ধুরা আর বেশি কথা বলব না চলুন শুরু করা যাক।
আমরা জানে, ফ্রিতে ওয়েবসাইট তৈরীর জন্য ব্লগার এবং ওয়াপকিজ সবচেয়ে ভালো, যেটা আমার মনে হয়। তাই আমি আপনাদের আজকে ওয়াপকিজ ওয়েবসাইটে একটি ডাউনলোড সাইট তৈরী করা শেখাবো। তো চলুন আমরা পুরো প্রক্রিয়াটি জেনে নিই।
১. প্রথমে আপনি আপনার ফোনের গুগল কিংবা ক্রোম ব্রাউজার ওপেন করে ওয়াপকিজ ওয়েবসাইটে প্রবেশ করবেন অথবা আপনি এই লিংক থেকে ও প্রবেশ করতে পারেন।
২. তারপর আপনার সামনে নতুন একটি ইন্টারফেস ওপেন হয়ে যাবে। সেখান থেকে আপনি আপনার একাউন্ট ক্রিয়েট করে নেবেন। এর জন্য নিচের স্ক্রিনশটটি দেখুন।
৩. স্ক্রীনশটি দেখে হয়তো বুঝে গেছেন যে কিভাবে একাউন্ট তৈরি করবেন। অ্যাকাউন্ট তৈরি করা হয়ে গেলে আপনি নিচের মত একটি পেজ দেখতে পাবেন।
৪. এই পেজটি ওপেন হয়ে যাওয়ার পর এখান থেকে আপনি আপনার সাইটটি বানিয়ে ফেলতে পারবেন। সাইট বানানোর জন্য প্রথমে আপনার ডোমেইন নেমটি সেখানে দেখবেন। আপনি সেখানে Playstore লিখতে পারেন।
৫. তারপর নিচে দেখবেন লেখা থাকবে wapkiz.com। সেখানে আপনি ওয়াপকিজ ডটকম রেখে দিতে পারেন। কিংবা আপনি চাইলে wapkiz.site এটিও রাখতে পারেন।
৬. তার নিচে আপনি একটি বক্স দেখতে পাবেন। সেই বক্সে আপনার সাইট সম্পর্কিত কিছু লিখতে হবে অর্থাৎ আপনার সাইটে কি সম্পর্কিত এবং আপনি আপনার সাইটে কি কি আপলোড করতে চান সেগুলো লিখবেন।
৭. তারপর নিচে আরও একটি বক্স দেখতে পাবেন। সেখানে লিখা থাকবে ডাউনলোড করুন। আবার কোনো কোনো সময় ব্লক সাইট লেখা থাকতে পারে। ব্লগসাইট লেখা থাকলে আপনি সেখান থেকে ডাউনলোড করুন সিলেক্ট করে দেবেন।
৮. তারপর আপনি ক্রিয়েট নাও লেখায় ক্লিক করবেন।
তাহলেই হয়ে গেল আপনার ডাউনলোড সাইট তৈরী। এখন আপনি আপনার ওয়েবসাইটে গান কিংবা গেম আপলোড করতে পারবেন। তবে, আপনার সাইটের জন্য একটি থিম আপলোড করতে হবে। থিম কিভাবে আপলোড করবেন তা আমি আমার পরবর্তী পর্বে আপনারা দেখিয়ে দিব।
আশাকরি আমার এই পর্বটি আপনাদের ভাল লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে টিউনটি তো অবশ্যই একটা লাইক দিবেন। যদি টিউন সম্পর্কিত কোন প্রশ্ন আপনার থেকে থাকে তাহলে অবশ্যই আমাকে টিউমেন্ট করবেন। আমি আপনাদের টিউমেন্টের রিপ্লাই দিয়ে আপনাকে বুঝিয়ে দেব।
সবাই ভাল ও সুস্থ থাকুন, টেকটিউনসের সাথে থাকুন এবং আমার পরবর্তী পর্বের অপেক্ষায় থাকুন। আসসালামু আলাইকুম।
আমি মো: আহাসানুল কবির। ওয়ার্ড কাউন্সিলর, ১নং ভোলাহাট ইউনিয়ন পরিষদের ৭ নম্বর ওয়ার্ড, রাজশাহী, চাঁপাইনবাবগঞ্জ। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 3 বছর 4 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 37 টি টিউন ও 93 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 5 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 6 টিউনারকে ফলো করি।