web development শিখুন আর fiverr থেকে প্রতি মাসে মিনিমাম 1, 000 ডলার income করুন

আপনারা অনেকেই freelancer হতে চান কিন্তু সঠিক guidelines না থাকার কারণে আপনাদের মনের আশা পূরণ হয় না। সুতরাং যারা freelancer হতে চান এবং আজীবন real ভাবে income করতে চান, তাদের জন্য আমার আজকের এই টিউন।

আপনারা অনেকেই fiverr, freelancer, upwork marketplace এর নাম শুনেছেন। আগে যে কোনো একটি কাজ শিখে উপরের marketplace এর মধ্য থেকে যে কোনো একটিতে account খুলে client এর নিকট থেকে কাজ নিয়ে income শুরু করতে পারেন। তবে আপনাকে অবশ্যই আগে কাজ শিখতে হবে। কাজ না শিখে যদি account করেন, তাহলে বোকামি হবে। client এর নিকট থেকে কাজ নেওয়ার পর, পদে পদে বিপদে পরবেন।

আমি আপনাদের fiverr এ কাজ করার জন্য সুপারিশ করবো। কারণ আপনি যদি fiverr এ online এ থাকেন, তাহলে client আপনাকে কাজ দেওয়ার জন্য নিজে থেকে message দিবে। তাই আমার মতে fiverr ই best হবে। কিন্তু এইখানে একটু অসতর্কতা ভাবে fiverr account ব্যবহার করলে fiverr account suspended হওয়ার ভয় থাকে। তাই fiverr এর terms and conditions ফলো করতে হবে।

আমি fiverr এ website নিয়ে কাজ করি। আমার web development ২টি প্রেজেক্টর income এর ছবি নিচে দেওয়া হলো:
income-1 ছবির link: https://prnt.sc/1jc68g0
income-2 ছবির link: https://prnt.sc/1jc6dy8

fiverr এ সব কাজের rate ই ভালো। তবে আমি মনে করি, web development এর rate সব চেয়ে বেশি। একটি প্রজেক্টর price মিনিমাম $500। এমনকি একটি website তৈরি করার জন্য client রা $10, 000-$20, 000 পর্যন্ত দিয়ে থাকে। সব কিছু আপনার experience এর উপর নির্ভর করবে।

অনেকে মনে করছেন যে, website নিয়ে কাজ করতে হলে computer engineer হতে হয়, coding করতে হয়, এগুলো খুব কঠিন। হ্যা, একটু কঠিন তবে আপনি যদি সঠিক guidelines পেয়ে থাকেন তাহলে আপনার জন্য সব কিছু easy হবে।

মজার ব্যাপার হলো আমি নিজে civil engineer। কিন্তু fiverr এ web developer হিসাবে কাজ করি। তাই আপনি যদি step by step আমার video follow করেন, তাহলে আপনিও আমার চেয়ে বেশি income করতে পারবেন, ইনশাআল্লাহ।

video link:
web development in codeigniter bangla tutorial part-13

 

আগের সব video এর link:

1. web development in codeigniter bangla tutorial part-1

https://youtu.be/9L3nJ1PVBtY

2. web development in codeigniter bangla tutorial part-2

https://youtu.be/TXrSjwqxHlE

3. web development in codeigniter bangla tutorial part-3

https://youtu.be/YP0gxPTA8kw

4. web development in codeigniter bangla tutorial part-4

https://youtu.be/VbFSIPDQEGM

5. web development in codeigniter bangla tutorial part-5

https://youtu.be/5tOxeua0Jrc

6. web development in codeigniter bangla tutorial part-6

https://youtu.be/0opSI-48BAI

7. web development in codeigniter bangla tutorial part-7

https://youtu.be/Ny3_VwJeeoM

8. web development in codeigniter bangla tutorial part-8

https://youtu.be/-gR_H2fdWPI

9. web development in codeigniter bangla tutorial part-9

https://youtu.be/d-GeLtsoS08

10. web development in codeigniter bangla tutorial part-10

https://youtu.be/T-XetD7-Lqg

11. web development in codeigniter bangla tutorial part-11

https://youtu.be/lY7R62zlCno

12. web development in codeigniter bangla tutorial part-12

https://youtu.be/ccTrEQ5OiDU

 

একটি কথা বলি, আপনার কারো কথা শোনার দরকার নেই। আপনি আমার video Lecture-1 থেকে শুরু করুন, প্রথমে একটি video দেখার পর, code গুলো হুবহু লিখুন। যদি কোনো কিছু না বুঝেন, দরকার নেই, video দেখুন আর code গুলো হুবহু লিখুন দেখবেন, ১৫ দিনের মধ্যে সব কিছু আস্তে আস্তে বুঝতে পারছেন।

web development এর কাজ করতে হলে আগে আপনাকে যা জানতে হবে তা হলো:
1. code লেখার জন্য notepad+ download করতে হবে। এটি কিভাবে use করতে হয়, তার জন্য youtube এ search করে any video দেখুন।
notepad+ download link: https://notepad-plus-plus.org/downloads/v8.1.2/

2. web development code গুলো run (ফলাফল দেখার জন্য) করার জন্য আপনার computer কে local server করতে হবে। তার জন্য xampp software computer এ setup করতে হবে। এটি কিভাবে use করতে হয়, তার জন্য youtube এ search করে any video দেখুন।
xampp download link: https://www.apachefriends.org/download.html

3. আগে থেকে যদি web design:(html, css, js) সম্পর্কে একটু ধারণা নিতে পারেন যেমন: কোনটা html code, কোনটা css code ইত্যাদি। যদি ১৫০০ টাকা খরচ করতে পারেন তাহলে it-bari থেকে web guru CD কিনে web design শিখতে পারেন। web guru CD link: https://www.itbari.com/web-guru-tutorial/

অথবা
free তে web design শিখার link: https://www.youtube.com/watch?v=ac5nmWOkBEY&t=1178s&ab_channel=OnlineTutorials

এখন আপনি web development শিখার জন্য আমার video step by step শুরু করতে পারেন। এতক্ষন ধর্যের সহিত আমার লেখা গুলো পড়ার জন্য আপনাদেরকে অনেক ধন্যবাদ। আল্লাহ হাফেজ।

Level 1

আমি আব্দুল আলীম। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 5 বছর 5 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 7 টি টিউন ও 0 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস