ব্লগাররা কপিরাইট কন্টেন্ট, ইমেজ, ওয়ার্ড কাউন্ট করাসহ আরো অনেককিছু চেক করে নিন একটি ওয়েবসাইটের মাধ্যমে!

ব্লগাররা কপিরাইট কন্টেন্ট, কপিরাইট ইমেজ, ওয়ার্ড কাউন্ট, গ্রামার চেক ও আর্টিকেল রিরাইটার এখন একদম সহজে একটি ওয়েবসাইটের মাধ্যমে চেক করে নিতে পারবেন তাও আবার একদম ফ্রিতে। তাই বলা যায় যে, ব্লগারদের জন্য আজকের এই টিউটোরিয়ালটি খুবই গুরুত্বপূর্ণ। আমাদের মধ্যে যাদের ব্লগ সাইট আছে তাদের জন্য উপরোল্লিখিত বিষয়গুলো খুবই গুরুত্বপূর্ণ। কেননা, যেকোনো সাইটের জন্য গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে ইউনিক কন্টেন্ট বা লেখা এবং ইউনিক পিক বা ইমেজ। তাই আপনি আপনার ব্লগ সাইটের জন্য কোনো কন্টেন্ট লিখলে এবং তার জন্য কোনো ইমেজ সিলেক্ট করলে সেগুলো কপিরাইটের আওতায় পড়ে কিনা, তা এই ওয়েবসাইটটির মাধ্যমে চেক করতে পারবেন। তো চলুন এই সাইটটির নাম ও অ্যাড্রেস এবং এর মাধ্যমে কী কী সুবিধাভোগ করতে পারবেন তা কয়েকটি স্ক্রিনশটসহ বিস্তারিতভাবে জানা যাক।

ওয়েবসাইটটির নাম হচ্ছে "SmallSeoTools" আর সাইটটির লিংক - http://www.smallseotools.com হচ্ছে এটি। উপলোল্লিখিত সুবিধাগুলো পেতে প্রথমে সাইটটিতে প্রবেশ করুন। সাইটটিতে প্রবেশ করার পর আপনি যে সুবিধাটি ভোগ করতে চান, সেটিতে ক্লিক করুন। আমি আপনাদেরকে প্রথমে কন্টেন্ট চেক করার মাধ্যমে দেখাবো। তো দেখতে স্ক্রিনশটগুলো ফলো করুন।

উপরের স্ক্রিনশটে দেখুন আমি কন্টেন্ট নিয়ে দেখাচ্ছি। অর্থাৎ Plagiarism যার বাংলা অর্থ লেখাচুরি বা রচনাচুরি। আমরা এখানে দেখবো যে, আমাদের লেখা কন্টেন্টটি কপিরাইটের আওতায় পড়ে কিনা। তো এর জন্য আপনাকে আপনার লেখা কন্টেন্টটি কপি করে এনে স্ক্রিনশটের মত (১) খালি বক্সে পেস্ট করুন। তারপর (২) Check Plagiarism বাটনে ক্লিক করুন। পেস্ট করা ছাড়াও উপরের স্ক্রিনশটের মত (৩) doc, txt সহ আরো অনেক ধরনের ফাইল আপলোড করেও চেক করতে পারবেন। এছাড়াও (৪) DropBox ও Google Drive ক্লাউডের ফাইলও চেক করতে পারবেন।

Check Plagiarism বাটনে ক্লিক করার পর আপনি রোবট নাকি মানুষ তা পরিচয় দেওয়ার জন্য উপরের স্ক্রিনশটের মত ক্যাপসা পূরণ করে Verify বাটনে ক্লিক করুন।

তারপর উপরের স্ক্রিনশটের মত রেজাল্ট দেখতে পারবেন যে, আপনার কন্টেন্ট বা লেখাটি কত পার্সেন্ট ইউনিক বা কপিমুক্ত এবং কত পার্সেন্ট কপিরাইটের আওতায়।

এছাড়াও ওয়েবসাইটটিতে উপরের স্ক্রিনশটের মত ব্লগারদের জন্য আরো কয়েকটি সেবা চালু রয়েছে। ঐ সেবাগুলোরও কয়েকটি স্ক্রিনশট নিচে থেকে দেখে নেওয়া যাক।

কয়েকটি সেবার একটি সেবা হলো Word Counter যা উপরের স্ক্রিনশটের মত। এই সেবার মাধ্যমে আপনার কন্টেন্টটি কত ওয়ার্ডের তা জানতে পারবেন। তার জন্য আপনাকে কন্টেন্টটি কপি করে স্ক্রিনশটের মত সিলেক্টকৃত বক্সে পেস্ট করে Count Words বাটনে ক্লিক করুন।

সাইটটির আরেকটি সেবা হচ্ছে Grammar Check এর মাধ্যমে ইংরেজিতে লেখা কন্টেন্টটের গ্রামার চেক করতে পারবেন। এর জন্য আপনাকে উপরের স্ক্রিনশটের মত সিলেক্টকৃত জায়গায় পেস্ট করে Check Grammar বাটনে ক্লিক করুন।

সাইটটির আরেকটি সেবা হচ্ছে "Re-write Article এর মাধ্যমে রিরাইট আর্টিকের চেক করতে পারবেন। এর জন্য আপনাকে স্ক্রিনশটের মত সিলেক্টকৃত জায়গায় পেস্ট করে Re-write Article বাটনে ক্লিক করুন।

সাইটটির আরেকটি টপ লেভেলের সেবা হচ্ছে Reverse Image এটির মাধ্যমে আপনি আপনার ব্লগে যে ইমেজটি ব্যবহার করতে চান, তা কপিরাইটের আওতাভুক্ত কিনা তা চেক করতে পারবেন। এর জন্য আপনাকে উপরের স্ক্রিনশটের মত ইমেজটি সিলেক্ট করে Search Similar Image বাটনে ক্লিক করুন।

কেমন লাগলো আজকের এই ওয়েবসাইটটির টিউটোরিয়াল? ওয়েবসাইটটি সম্পর্কে বলতে বলতে তো অনেক কথাই বললাম। আশাকরি ব্লগার ভাইরা এই টিউনের মাধ্যমে উপকৃত হয়েছেন। আর হ্যাঁ, এই পোস্টটি সম্পর্কে আপনার যদি কোনো মতামত থাকে তাহলে আপনার মতামত পেশ করতে নিচের টিউমেন্ট বক্সটি ব্যবহার করুন।

Level 2

আমি মাহবুব পাঠান। PA to ED, Sattar Group Of Industries, Dhaka। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 6 বছর 10 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 17 টি টিউন ও 0 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

ফেসবুক পেইজ - www.fb.com/WAMahbubPathan, ফেসবুক গ্রুপ - www.fb.com/groups/TripsBD, বাংলাদেশের বিভিন্ন বিষয়ের উপরে তৈরি করা বিভিন্ন বিষয়ক টিউটোরিয়াল সাইট - www.TutorialBD71.blogspot.com, বাংলাদেশি সফটওয়্যার ও গেমস ইনফরমেশন বিষয়ক সাইট - www.BanglarApps.ml ও ব্লগ সাইট - www.mahbubpathan.blogspot.com.


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস