ওয়েবসাইট তৈরির সবচেয়ে জনপ্রিয় সিএমএস ওয়ার্ডপ্রেস দিয়ে যেকোনো ধরনের লেখালেখির সাইট তৈরি করতে অসাধারণ এক ডিজাইনের থিম নিয়ে আমি আপনাদের সামনে হাজির হয়েছি। আমরা অনেকেই আছি নিজের ভালো লাগা লেখাগুলো মানুষের সাথে শেয়ার করতে তাও আবার ওয়েবসাইটের মাধ্যমে। তবে এই ওয়েবসাইট বানানো এবং এর ডিজাইনটাই আমাদের কাছে বড় চ্যালেঞ্জিং বিষয়। কিন্তু আপনি যদি চান, একদম সহজে ওয়েবসাইট তৈরির জনপ্রিয় সিএমএস ওয়ার্ডপ্রেস দিয়ে সাইট তৈরি করতে পারেন এবং এতে সুন্দর একটি ডিজাইনের থিম ব্যবহার করতে পারেন। যা আপনার ওয়েবসাইটকে আকর্ষণীয় করে তুলবে। তাই আমি সেইরকম ডিজাইনের একটা থিম নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। নাম : Fashionistas.
সাইজ : 334.06 Kb.
সিএমএস : WordPress.
ডেভেলপার : ATHEMES.
ডেমো : http://www.ictbangla.v90.us.
ডাউনলোড : https://downloads.wordpress.org/theme/fashionistas.1.7.zip
> রেসপন্সিভ
> থিম অপশনস
> লাইভ কাস্টমাইজার
> আপডেট
> ট্রান্সলেশন রেডি
> ক্রস ব্রাউজার সাপোর্ট
> ফাস্ট সাপোর্ট
> ওয়ার্ডপ্রেস বেস্ট পেসিফিক.ইত্যাদি।
এইবার চলুন থিমটির ডেস্কটপ ভার্সনের স্ক্রিনশট দেখে নেওয়া যাক। থিমটি ডেস্কটপ ভার্সনে ঠিক উপরের স্ক্রিনশটের মত দেখা যাবে।
এইবার চলুন থিমটির মোবাইল ভার্সনের স্ক্রিনশট দেখে নেওয়া যাক। থিমটি মোবাইল ভার্সনে ঠিক উপরের স্ক্রিনশটের মত দেখা যাবে।
তো কেমন লাগলো থিমটি? আশাকরি থিমটির ডিজাইন আপনাদের কাছে ১০০% ভালোই লেগেছে। আর মূলত থিমটির ডিজাইন ডিফল্টভাবে কালার করা হয়েছে কালো। আমি এখানে কাস্টমাইজড করে সবুজ এবং লাল করেছি। আপনি চাইলে নিজেও নিজের ইচ্ছেমত এই থিমটি কাস্টমাইজড করতে পারবেন।
আমি মাহবুব পাঠান। PA to ED, Sattar Group Of Industries, Dhaka। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 6 বছর 8 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 17 টি টিউন ও 0 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
ফেসবুক পেইজ - www.fb.com/WAMahbubPathan, ফেসবুক গ্রুপ - www.fb.com/groups/TripsBD, বাংলাদেশের বিভিন্ন বিষয়ের উপরে তৈরি করা বিভিন্ন বিষয়ক টিউটোরিয়াল সাইট - www.TutorialBD71.blogspot.com, বাংলাদেশি সফটওয়্যার ও গেমস ইনফরমেশন বিষয়ক সাইট - www.BanglarApps.ml ও ব্লগ সাইট - www.mahbubpathan.blogspot.com.