সেরাদের সেরা [পর্ব-১০] :: সেরা ৫ টি DMCA Ignored ওয়েব হোস্টিং

টিউন বিভাগ ওয়েব ডেভেলপমেন্ট
প্রকাশিত
জোসস করেছেন
Level 34
সুপ্রিম টিউনার, টেকটিউনস, ঢাকা

সেরাদের সেরা

আসসালামু আলাইকুম, কেমন আছেন টেকটিউনস কমিউনিটি? আশা করছি সবাই ভাল আছেন। আজকে আবার হাজির হলাম নতুন টিউন নিয়ে। আজকে আলোচনা করব DMCA Ignored হোস্টিং নিয়ে।

আপনি যদি DMCA Ingored হোস্টিং নিয়ে কৌতূহলী হোন এবং কোথাও এই বিষয়টি নিয়ে বিস্তারিত তথ্য না পান তাহলে এই টিউনটি আপনার জন্য। এই টিউনে আমি বিস্তারিত এই বিষয়ে আলোচনা করার চেষ্টা করব।

কথা বলব DMCA Ignored হোস্টিং আসলে কি এবং DMCA Ignored হোস্টিং বাছাই করার সময় আপনাকে কোন বিষয় গুলো মাথায় রাখতে হবে। আমরা আরও দেখতে পারব এই মুহূর্তে বাজারের সেরা DMCA Ignored ওয়েব হোস্টিং প্রোভাইডার কারা।

DMCA Ignored হোস্টিং কি?

DMCA একটি যুক্তরাষ্ট্রের কপিরাইট আইন যা ওয়েবসাইটের কপি করা কন্টেন্ট গুলো সরাতে কাজ করে। যেমন আপনার ওয়েবসাইট যদি DMCA প্রোটেক্টেড থাকে তাহলে কেউ আপনার ওয়েবসাইট থেকে কোন কিছু কপি করলে তার ওয়েবসাইটে DMCA নোটিস চলে যাবে। বলা হবে ২৪ ঘণ্টার মধ্যে যেন কন্টেন্ট ডিলিট দেয়া হয় না তা না হলে আইনি ব্যবস্থাও নেয়া যেতে পারে।

এবার ধরুন আপনার একটি ওয়েবসাইট আছে, আপনি যখন অন্য ওয়েবসাইট থেকে কোন কিছু করবেন তখন আপনার ওয়েবসাইটেও এই নোটিস আসতে পারে। আর যেসব হোস্টিং ব্যবহার করলে এমন নোটিস আসবে না বা আপনি কপিরাইট কন্টেন্ট কোন নোটিস ছাড়াই ব্যবহার করতে পারবেন সেসব হোস্টিং গুলোকে বলা হয় DMCA Ignored হোস্টিং।

ইউজাররা DMCA Ignored হোস্টিং থেকে কি সুবিধা পায়

DMCA Ignored হোস্টিং গুলোতে মূলত অবৈধ বা ই-লিগ্যাল ওয়েবসাইট গুলো হোস্ট করা হয়। আপনি যাই শেয়ার করুন আপনার ওয়েবসাইটের নিরাপত্তার দায়িত্ব নেবে হোস্টিং কোম্পানি।

যেমন আপনার মুভি ডাউনলোড ওয়েবসাইট আছে, যখন পাইরেসি মুভি আপলোড দেবেন সাথে সাথে কয়েক ঘণ্টার মধ্যে DMCA নোটিস আসবে। আর এটা যেন না আসে তা নিশ্চিত করবে DMCA Ignored ওয়েব হোস্টিং৷

DMCA Ignored ওয়েব হোস্টিং কোন দেশের আইন ফলো করবে না ঠিক কিন্তু যদি কোন নির্দিষ্ট ব্যক্তি বা পক্ষ কপিরাইট ক্লেইম করে সেক্ষেত্রে আপনার ওয়েবসাইট ডিলিট হতে পারে।

DMCA Clear Policy

কোন কোন ওয়েব হোস্টিং নিজেদের offshore” অথবা “DMCA ignored.” দাবী করলেও, আমার নিজ অভিজ্ঞতা কমিউনিটির মতামত অনুযায়ী বুঝানোর চেষ্টা করব আপনি কি হোস্ট করতে পারবেন কি পারবেন না।

সার্ভার লোকেশন

যেহেতু DMCA যুক্তরাষ্ট্রে আইন সুতরাং স্বাভাবিক ভাবেই মনে হতে পারে যেসব সার্ভার লোকেশন যুক্তরাষ্ট্রের বাইরে সেগুলোতে হয়তো এটি কার্যকর হবে না। ধারণাটি ভুল, যুক্তরাষ্ট্র ছাড়াও কিছু দেশ আছে যেগুলো এই আইনকে ফলো করে। সুতরাং আপনাকে জানতে হবে কোন দেশ গুলো এই চুক্তির অন্তর্ভুক্ত নয়।

সিকিউরিটি

সব হোস্টিং আপনাকে সব ধরনের কন্টেন্ট হোস্ট করতে দেবে না যেমন, পাইরেসি মুভি, গেম, মিউজিক ডাউনলোড ইত্যাদি। সুতরাং এই ধরনের লিমিট বা DDoS এটাকের মত ঘটনা থেকে আপনার ওয়েবসাইট কে নিরাপদ রাখতে সাহায্য করবে DMCA Ignored ওয়েব হোস্টিং।

রিসোর্স এবং পারফরম্যান্স

যখন হোস্টিং গুলো সরকারের কোন আইন মানবে না তখন এটি আপনার ওয়েবসাইটের সর্বোচ্চ আপটাইম নিশ্চিত করবে এবং এর পারফরম্যান্স থাকবে দুর্দান্ত।

পেমেন্ট মেথড

আপনি পেমেন্টের ক্ষেত্রে হয়তো ক্রেডিট কার্ড এড়িয়ে যেতে পারবেন না তবে বিট-কয়েন বা অন্য Annomious কয়েনের মাধ্যমে আপনার ঝুঁকি আরও হ্রাস করতে পারেন। এটি পরবর্তী যেকোনো আইনি ঝুঁকিও হ্রাস করবে।

সেরা পাঁচটি DMCA Ignored ওয়েব হোস্টিং

চলুন দেখে নেয়া যাক সেরা পাঁচটি DMCA Ignored ওয়েব হোস্টিং,

১. YouStable

ভারতীয় হোস্টিং কোম্পানি YouStable। এটি বেশ কয়েক বছর আগে একজন ব্লগার দ্বারা প্রতিষ্ঠিত হয়েছিল। যাদের উদ্দেশ্য ফ্রি এবং পেইড হোস্টিং প্রোভাইড করা। তবে মানের দিকে তারা কোন আপোষ করে না।

YouStable এর সব গুলো প্যাকেজ ১০০% DMCA নোটিশ প্রোটেক্টেড। একই সাথে এটি DDos এটাকও গুলোও প্রতিহত করবে।

DMCA প্রোটেক্ট কন্টেন্ট থেকে এডাল্ট কন্টেন্ট পর্যন্ত, YouStable সহনশীল কিছু বিষয় সম্পর্কে আপনাকে নিশ্চয়তা। তবে তারা কখনো অবৈধ কোন কাজকে প্রশ্রয় দেবে না যেমন, ফিশিং, স্প্যামিং, ফ্রড ওয়েবসাইট ইত্যাদি।

ওয়েবসাইটের আপটাইমের জন্য এই হোস্টিং সার্ভিস আপনার সেরা পছন্দ হতে পারে। বেশিরভাগ ক্ষেত্রে ব্লগাররা এই ওয়েব হোস্টিং বেশি ব্যবহার করে।

YouStable হোস্টিং এর রয়েছে Linux Hosting, Windows Hosting, WordPress Hosting, PHP Hosting, এর মত প্ল্যান।

YouStable এর ফিচার:

  • Cloud Infrastructure
  • Solid-State Drives
  • Free VPS Management
  • “SSH and Root Access”
  • Full Administrator Access
  • Dashboard for resource checking
  • Host Multiple Websites
  • No Setup Fee
  • Robust Infrastructure

২. BlueAngleHost

বিশাল পরিমাণের Anti-DDoS Traffic এর সাথে BlueAngleHost এর রয়েছে সম্পূর্ণ DMCA নোটিশ ফ্রি প্যাকেজ। তার মানে কেউ যদি আপনার ওয়েবসাইটে DDoS এটাক চালায় সেটি প্রতিহত করতে পারবে আপনার হোস্টিং।

সাধারণত শেয়ারড হোস্টিং গুলো বুলগেরিয়ায় হোস্ট করা হয়, যেখানে DMCA বিধিমালা খুব কম প্রয়োগ করা হয়। বলা উচিত শেয়ারড প্যাকেজ গুলোতে ভিডিও বা অডিও আপলোড করার অনুমতি নেই। সুতরাং ভিডিও বা অডিও আপলোড করার জন্য আপনাকে VPS হোস্টিং প্যাকেজ কিনে নিতে হবে।

BlueAngleHost এর VPS প্যাকেজ গুলো সাধারণত Russia, Netherlands, এর সার্ভার ব্যবহার করে যেখানে আপনি যেকোনো ফাইল আপলোড করতে পারবেন। বোটনেটস, কার্ডিং, হ্যাকিং এবং ফিশিংয়ের মতো অবৈধ এবং জালিয়াতিপূর্ণ কার্যকলাপ BlueAngleHost এর সকল প্ল্যানে কঠোরভাবে নিষিদ্ধ।

BlueAngleHost এর ফিচার:

  • BlueAngelHost এর ডাটা-সেন্টার Bulgaria এবং Russia তে অবস্থিত
  • কাস্টমার সার্ভিস দিনে ২৪ ঘণ্টা সপ্তাহে সাত দিন এভেইলেবল। যোগাযোগ করতে পারবেন, অনলাইন টিকেট, ইমেইল, এবং সোশ্যাল মিডিয়ার মাধ্যমে
  • BlueAngelHost আপনাকে দেবে 99.99% আপটাইম গ্যারেন্টি
  • BlueAngelHost এর রয়েছে Visa, PayPal, Bitcoin, Perfect Money, Skrill, OK Pay, Western Union, Check, Money Order, এবং Bank Transfer এর মত পেমেন্ট সিস্টেম
  • অর্ডার ক্যান্সেল করতে আপনি সাতদিনের মধ্যে অনলাইন টিকেট ক্রিয়েট করতে পারবেন

আপনি যদি বিশেষত Offshore হোস্টিংয়ের সন্ধান করেন, বা আপনার প্রজেক্টের জন্য নির্দিষ্ট প্রয়োজনীয়তার হোস্টিং প্যাকেজ চান BlueAngelHost বাছাই করতে পারেন। আপনি এখানে প্রতিযোগিতা মূলক মূল্যের সাথে পাবে দারুণ পারফরম্যান্স।

৩. AbeloHost

২০১২ সাল থেকে নেদারল্যান্ডের একটি হোস্টিং প্রোভাইডার হচ্ছে AbeloHost। ডেডিকেটেড সার্ভার, প্রাইভেসি নিরাপত্তার সাথে AbeloHost সারা বিশ্বজুড়ে দেয় দিচ্ছে দুর্দান্ত ওয়েব হোস্টিং।

AbeloHost মূলত Offshore বা DMCA Ignored কনসেপ্ট নিয়ে হোস্টিং প্রোভাইড করে। তারা আপনার ডেটা আপনার দেশের সার্ভারে আপলোড না করে বাইরের দেশ গুলোতে আপলোড করবে।

তাদের দাবী তাদের Data center নেদারল্যান্ডে এবং তাদের ওয়েবসাইটের আপটাইম হবে 99.99%।

AbeloHost এর ফিচার

সর্বনিম্ন ব্যয়ঃ অন্য যেকোনো হোস্টিং প্রোভাইডারদের থেকে আপনি এখানে কম মূল্যে আপনার ওয়েবসাইট হোস্ট করতে পারবেন।

নিরাপদ হোস্টিংঃ প্রাকৃতিক দুর্যোগ, আগুন দুর্ঘটনা ইত্যাদির মতো অপ্রত্যাশিত পরিস্থিতির কারণে তাদের স্থানীয় অঞ্চলটি বন্ধ থাকলেও শক্তিশালী ব্যাকআপের মাধ্যমে আপনার ডেটা বা ওয়েবসাইট থাকবে নিরাপদ।

দ্রুত কাস্টমার সার্ভিসঃ AbeloHost আপনাকে দেবে দারুণ কাস্টমার সার্ভিস। আপনি সাপোর্ট টিকেট বা অন্যান্য মাধ্যমে কাস্টমার সার্ভিসের সাথে যোগাযোগ করতে পারবেন।

৪. Shinjiru

Shinjiru অনেক বছর যাবত ক্লাউড এবং ওয়েব হোস্টিং সার্ভিস দিয়ে আসছে। এটি একই সাথে মালয়েশিয়ার অন্যতম প্রসিদ্ধ এবং সফল ওয়েব হোস্টিং প্রোভাইডার।

বহু বছর ধরে কঠোর পরিশ্রম ও উত্সর্গের মধ্য দিয়ে তারা সকল বাজার সেক্টরের জন্য সমাধান তৈরি করছে এবং প্রচলিত ওয়েব হোস্টিং সমাধানের পাশাপাশি ক্লাউড-ভিত্তিক ওয়েব হোস্টিংও সরবারহ করছে। প্রযুক্তিগত উদ্ভাবনের মাধ্যমে, তারা তাদের গ্রাহকদের অনলাইনে যাওয়ার নতুন এবং উন্নত পদ্ধতি সরবরাহের জন্য প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে।

তারা প্রচুর প্রোডাক্ট এবং সার্ভিস সরবারহ করে যেমন, Domain Name Registration, SSL Certificates, Shared Hosting, Website Builder, Website Design, Mailblast Solutions, Website Security, Dedicated Server Solutions, Server Virtualization, Colocation, Disaster Recovery, Public Cloud, Private Cloud, Office 365।

Shinjiru নিজেদের “Offshore Jurisdiction" বলে পরিচয় দেয়। তারা আপনাকে DMCA নোটিশ এড়িয়ে যাবার আশ্বাস দিতে পারে। আপনি যদি Russia, Malaysia, এবং Bulgaria, এর মত লোকেশন গুলোতে আপনার ডেটা হোস্ট করেন তাহলে যেকোনো কন্টেন্ট প্রকাশ করতে পারবেন নিশ্চিন্তে।

Shinjiru এর ফিচার

Shinjiru এর রয়েছে Shared Hosting, Cloud Hosting, Virtual Private Server (VPS), Email Hosting, Dedicated Servers এর মত প্ল্যান।

  • ছয়টি দেশের সার্ভার
  • Linux অথবা Windows, Operating System বেছে নেয়ার সুযোগ
  • Online Transaction Protection
  • Sockets Layer (SSL) Certificates
  • ছোট অথবা বড় কোম্পানির জন্য হোস্টিং প্ল্যান
  • রয়েছে ১০০০ এরও বেশি ডেডিকেটেড সার্ভার যেগুলো আপনি কিনতে পারেন
  • সকল এরিয়াতে সর্বোচ্চ নিরাপত্তা

৫. ProHoster

ProHoster নির্ভরযোগ্য এবং স্ট্যাবল কাজের জন্য ভার্চুয়াল সার্ভার, হোস্টিং সার্ভিস সরবরাহ করে। একই সাথে তারা ফ্রিতে দেয় Site builder, SSL Certificate (RapidSSL, Comodo SSL, GGSSL, Encrypt SSL), এবং ফ্রি ডোমেইন নেমের মত সুবিধা।

তাছাড়া তাদের সকল প্যাকেজে রয়েছে Anti DDoS যার মাধ্যমে তারা আপনার প্রতিদ্বন্দ্বী বা হ্যাকারদের কাছ থেকে আপনার ওয়েবসাইটকে নিরাপদে রাখবে। তাদের রয়েছে আনলিমিটেড হোস্টিং সুবিধা আপনি ব্যবহার করতে পারবেন আনলিমিটেড হোস্টিং৷ ProHoster আছে সাইট বিল্ডার, আপনি মাত্র পাঁচ মিনিটে আপনার সাইট তৈরি করে নিতে পারবেন।

তাদের হোস্টিং সার্ভিসে কোন কোন বিষয় গুলো নিষিদ্ধ সে সম্পর্কে ProHoster খুব স্পষ্ট। তাদের হোস্টিং ব্যবহার করে, মেলিং সার্ভার, ব্রুট ফোর্স এটাক সার্ভার, কার্ডিং, ফিশিং, ম্যালওয়ার এবং স্প্যাম ইত্যাদি কাজ করা সম্পূর্ণ রূপে নিষিদ্ধ।

ProHoster এর ফিচার

DMCA Ignored এই ওয়েব হোস্টিং প্রোভাইডার পাঁচটি লিনাক্স বেসড আন-লিমিটেড শেয়ারড হোস্টিং প্ল্যান সরবারহ করে। প্ল্যান গুলোতে আপনি পাবেন আনলিমিটেড Traffic, Subdomains, Websites, MySQL Databases, এবং FTP Account এর মত সুবিধা। তাছাড়া রয়েছে আরও দারুণ কিছু ফিচার,

  • 99.9% uptime guarantee
  • Free domain
  • Free SSL support
  • SSI, WAP, CGI support
  • phpMyAdmin
  • Antispam and DDoS protection
  • PHP 5.2 to 7.1, Perl 5, and Python
  • Zend Optimizer and Zend Guard
  • Cron jobs
  • Free site builder and Softaculous Installer

শেষ কথাঃ

DMCA Ignored হোস্টিং গুলোর একটি আর্ট রয়েছে। এটি খুব দক্ষতার সাথে কীভাবে টেকডাউন বিজ্ঞপ্তিগুলি এড়াতে হবে, আইনশৃঙ্খলা, আমলাতন্ত্র এবং রেড টেপ গুলোকে ইগ্নুর করতে হবে, সেটা জানে।

আমার এই তালিকার প্রতিটি হোস্ট আপনার কন্টেন্টকে সুরক্ষিত করার দক্ষতা প্রমাণ করেছে। তবে এটি নির্ভর করবে আপনি কোন উদ্দেশ্যে এটি ব্যবহার করছেন।

আপনি যদি পুরো বেনামি এবং বিশ্বব্যাপী ডেটা সেন্টারগুলির মধ্যে কোন বিকল্প খুঁজে থাকেন তাহলে আপনার জন্য YouStable সেরা হতে পারে। আপনি এখানে যেকোনো ধরনের কন্টেন্ট হোস্ট করতে পারেন এখানে তেমন সীমাবদ্ধতা নেই।

আজকে এই পর্যন্তই, দেখা হবে পরবর্তী টিউনে সে পর্যন্ত ভাল থাকুন। আল্লাহ হাফেজ!

Level 34

আমি সোহানুর রহমান। সুপ্রিম টিউনার, টেকটিউনস, ঢাকা। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 11 বছর 3 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 627 টি টিউন ও 200 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 118 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

কখনো কখনো প্রজাপতির ডানা ঝাপটানোর মত ঘটনা পুরো পৃথিবী বদলে দিতে পারে।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস