বাংলা ভাষায় প্রশ্ন উত্তর ভিত্তিক অনলাইন প্লাটফর্ম!

টিউন বিভাগ ওয়েব ডেভেলপমেন্ট
প্রকাশিত
জোসস করেছেন

আসসালামু-আলাইকুম!

আজ আপনাদের সাথে অত্যন্ত গুরুপ্তপূর্ণ এবং শিক্ষামূলক ওয়েবসাইট(proshnotori.com) নিয়ে আলোচনা করতে এসেছি!

প্রশ্নতরী কি?

প্রশ্নতরী হচ্ছে প্রশ্ন-উত্তর ভিত্তিক একটি অনলাইন ফোরাম। সাইটটিতে মানুষ নানান বিষয়ে প্রশ্ন করে থাকেন এবং যারা সেসব বিষয়ে উত্তর জানেন সে নিয়ে উত্তর দিয়ে থাকেন।

প্রশ্নতরী খুবই অথেনটিক একটি প্ল্যাটফর্ম।

এই সাইটের সবচে মজার ব্যাপার মজার হলো এখানে সাইকোলজিক্যাল মোটিভেশন পাওয়া যায়। কন্টেন্টগুলো খুবই গোছালো, ডেফিনিটিভ এবং ওয়েল রিসোর্সড। বিজ্ঞান, প্রযুক্তি, সাহিত্য, সংস্কৃতি, দর্শন, অর্থনীতি, চিকিৎসা, প্রকৌশল, সাম্প্রতিক খবরারখবর সহ সব ধরনের বিষয় নিয়ে আলাপ আলোচনা হয় এই সাইটটিতে।

সাধারণত রিসার্চ, ইনফরমেশন, ইন্টারেস্ট ও সামাজিক যোগাযোগের জন্য বিশ্বের বিশাল সংখার প্রশ্নতরী ব্যবহার করে থাকেন। এইখানে যেসব প্রশ্ন ও উত্তর খুঁজে পাওয়া যাবে সবকিছুই ইউজাররা নিজেরা তৈরী করেছেন – বলা যেতে ভলেন্টিয়ারি কম্যুনিটি ফোরাম।

বিশ্বের নানা রকম আর চিন্তার মানুষের সম্মিলিত প্রচেষ্টায় বেশ ভালোভাবে অত্যন্ত জনপ্রিয়তার সাথে প্রশ্নতরী সাইটটি দিন দিন সমৃদ্ধ থেকে সমৃদ্ধতর হয়ে উঠছে।

আপনার মাথায় যদি নানান রকম প্রশ্ন সকাল-দুপুর ঘুরঘুর করে, আপনার যদি জানতে ইচ্ছে হয় যে আপনি যেটা ভাবছেন সেটা আদো সঠিক কিনা কিংবা এই বিষয়ে অন্যেরা কি ভাবছে, উক্ত বিষয়ে অন্যদের মতামত কি হতে পারে –তাহলে আপনার জন্যই প্রশ্নতরী। যা জানেন না কিন্তু জানতে চান তা নিয়ে প্রশ্ন করুন, আপনার জানা বিষয়গুলো নিয়ে উত্তর লিখুন, ভালো লেখকদের অনুসরণ করুন এবং মেতে উঠুন প্রশ্ন আর উত্তরের বুদ্ধিভিত্তিক খেলায়।

যেভাবে প্রশ্নতরী ব্যবহার শুরু করবেন?

প্রশ্নতরী -তে ব্যক্তিগত একাউন্ট খোলার সুযোগ রয়েছে। একাউন্ট খোলার প্রক্রিয়াটি খুবই ইউজার ফ্রেন্ডলি। মেইল আইডিসহ দুয়েকটা প্রাসঙ্গিক তথ্য দিয়ে যেকেউ খুব সহজেই আইডি খুলে নিতে পারবেন। এছাড়াও ফেসবুক বা টুইটার একাউন্ট দিয়েও প্রশ্নতরী-তে একাউন্ট খোলা সম্ভব।

একাউন্ট খোলার পর দুয়েকটা ইজি স্টেপ আপনাকে কমপ্লিট করতে বলা হবে, যেমন- নিজের প্রোফাইল ছবি দেয়া, বন্ধু যোগ করা ইত্যাদি।

প্রথম দিকে আপনার সাধারণত যেসব বিষয় পছন্দ সেগুলো অনুসরণ করা উচিত। দুচারদিন ব্যবহার করলে আপনি সহজেই বুঝতে পারবেন কীভাবে প্রশ্ন করতে হয়, কাকে ফলো করা উচিত-অনুচিত।

এছাড়াও কোন একটা প্রশ্নের পাশাপাশি সিমিলার টপিকস বা পিপল শো করে, সেগুলোও আপনি ধীরে ধীরে চুজ করতে পারেন। এতে আপনার ফিডটি আরো রিচ হবে।

কীভাবে প্রশ্ন করবেন?

প্রশ্নতরী -তে খুব সহজেই প্রশ্ন করা যায়। একদম উপরের দিকে (+)প্লাস চিহ্ন দেওয়া একটা মেন্যু আছে। সেখানে যে প্রশ্নটি করতে চান সেটি টাইপ করুন। মাথায় রাখতে হবে, প্রশ্নতরী সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক-টুইটারের মত নয়।

প্রশ্নের গুণগত মান রক্ষা করা খুবই জরুরি। প্রশ্ন করার সময় স্পেসিফিক প্রশ্ন করতে হবে যাতে উত্তরদাতা আপনার প্রশ্নটি সহজেই ধরতে পারেন। যিনি উত্তর লিখবেন তার উত্তর লেখার জন্য যেন উপযুক্ত ইনফরমেশন আপনার প্রশ্নে উল্লেখ থাকে- সেদিকে খেয়াল রাখতে হবে। আপনার প্রশ্ন যত ভালো হব, তত রিচ উত্তর পাওয়ার সম্ভাবনা রয়েছে।

উত্তর দেয়া প্রসঙ্গে

প্রশ্নতরী-র মানসম্মত উত্তরই প্রশ্নতরী-কে আলাদা জায়গায় দাঁড় করিয়েছে। প্রশ্নতরী তাই ইউজারদের প্রশ্ন-উত্তর এই দুটি বিষয়কে অত্যন্ত গুরুত্বের সাথে বিবেচনা করে। উত্তর লেখার সময় অবশ্যই সৎ ও সঠিক উত্তরটি লেখা উচিত। রিসোর্স-রেফারেন্স দিয়ে উত্তর লেখলে সেটির গ্রহণযোগ্যতা বেশী হবে। যারা একদমই নতুন তাদেরকে নিজের সর্বোচ্চটা দিয়ে উত্তর লেখার চেষ্টা করা উচিত। বিগিনারদের জন্য যে বিষয়ে লিখছেন যে বিষয়ে ভালো তথ্য সংগ্রহ করে উত্তর লেখার অভ্যেস করা উচিত। এতে কোন একটি বিষয়ে আপনি যা জানেন পড়াশুনা করার ফলে আপনার জানার জগত বিস্তারিত হবে এবং আপনার ভালো উত্তর লেখার জন্য রসদও নিজের সংগ্রহে থাকবে।

এমনও হতে পারে, আপনার একটি উত্তরই আপভোট, ফলোয়ার এনে দিচ্ছে। ভালো প্রশ্ন করার জন্য যেসব বিষয়ে খেয়াল রাখতে হবে।

ইনবক্স, আপভোট-ডাউনভোট, ব্লগিং, সেশন সহ অন্যান্য ফিচার

ফেসবুকের মত প্রশ্নতরী-তেও ইনবক্স করার সুযোগ রয়েছে। আপনি চাইলে অন্যকে প্রাইভেট মেসেজ পাঠাতে পারেন। এটি মুলত যাদের সাথে আপনি প্রশ্নতরী-তে কানেক্টেড রয়েছেন তাদের সাথে যোগাযোগ করার জন্য। এটি বেশ মজার একটা টুল কারণ একই মননের ও চিন্তার মানুষদের সাথে নিয়মিত যোগাযোগ এবং ইন্টেলেকচুয়াল আলাপ আলোচনা করার এমন সুযোগ আপনি ফেসবুকসহ অন্যান্য সাইটে পাবেন না। তাছাড়াও ফালতু বিষয়ে মজা করার অভ্যস্ততা বা সংস্কৃতি প্রশ্নতরী-তে নেই। এই সাইটটি শুরু থেকেই অসাধারণ বুদ্ধিভিত্তিক চর্চার প্ল্যাটফর্ম হিসেবে নিজেকে অন্য মাত্রায় দাঁড় করিয়েছে।

প্রশ্নতরী ব্লগ ফিচারটি বেশ জনপ্রিয়। ইউজাররা চাইলে প্রশ্নতরী ব্লগে– ব্লগ লিখতে পারেন। আপনি আপনার ইন্টারেস্টেড বিষয় আসয় নিয়ে বিস্তারিত জানতে পারেন। প্রশ্নতরী-কে বলা যাই পড়াশুনার কেন্দ্রস্থল, এই পড়াশুনা পাঠ্যবইয়ের মত বোরিং না। এখানে অসংখ্য মানুষ নানান বিষয়ে মতামত দিচ্ছেন, কোন একটি টপিকসে ডিটেইলস আর্টিকেল লিখছেন। প্রশ্নতরী প্রায়ই নানান রকম সেশন আয়োজন করা হয়ে থাকে। তখন বিখ্যাত সব ব্যক্তিদের যারা প্রশ্নতরী ব্যবহার করে থাকেন তাদেরকে প্রশ্ন করার সুযোগ থাকে।

প্রশ্নতরী-র ফেসবুক পেইজটি লাইক দিয়ে রাখতে পারেন। ভালো টপিকস কিংবা সেশনের ব্যাপারে পেইজে নিয়মিত আপডেট করা হয়ে থাকে।

প্রশ্নতরী তে আপভোট ডাউনভোট ফিচার রয়েছে। এ দুটি ফিচার দিয়ে আপনার মন্তব্য বা লেখা অন্যদের পছন্দ বা অপছন্দ হয়েছে কিনা সেটি বুঝা যায়। উত্তর পছন্দ হলে সেটিকে আপনি আপভোট করা হয় নইলে ডাউনভোট। এটি প্রশ্নতরী -র আনসারগুলো ফিল্টার করার ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। যেসব প্রশ্নে আপভোট বেশী সেগুলো আপনার ফিডে বেশী দেখানো হবে।

প্রশ্নতরী -তে এছারাও রয়েছে টিউমেন্ট সেকশন। কারো উত্তরের নিচে আপনি ফেসবুকের মত টিউমেন্ট করতে পারবেন। কোন একটি উত্তর বা টপিক যদি আপনার অন্য কোন সামাজিক সাইটে শেয়ার করতে ইচ্ছে হয় সেটি আপনি সামাজিক সাইটগুলোতে শেয়ার করতে পারেন।

আপনি সহজেই জানতে পারবেন, আপনার মন্তব্য বা উত্তরগুলো কজন মানুষ ভিউ করেছে, এটি খুবই লোভনীয় ফিচার। আপনার যত ভিউয়ার বাড়বে প্রশ্নতরী ব্যবহারে ততই আপনার আগ্রহ বাড়তে থাকবে, ইচ্ছে করবে আরো ভালো করে উত্তর দেই, আরো সমৃদ্ধ প্রশ্ন করি। প্রশ্নতরী অত্যন্ত বুদ্ধিভিত্তিক একটি জায়গা। নিয়মিত প্রশ্নতরী ব্যবহার আপনার চিন্তার জায়গাকে প্রসারিত করবে, আপনার ভাবনার জগত হয়ে উঠবে বিস্তারিত ও সুন্দর।

হয়ে উঠুন সেরা লেখক

আপনি প্রশ্নতরী ব্যবহার করছেন, প্রশ্ন-উত্তর খেলা চলছে, ব্লগিং চলছে, ইন্টারেস্টিং সেশনগুলোতে প্রশ্ন করেছে, পছন অপছন্দ টিউমেন্টে জানাচ্ছেন। এতেই কি সব? নিশ্চয়ই না। প্রশ্নতরী –তে চাইলে আপনি নিজেকে আলাদা করে তুলতে পারেন। হতে পারেন বছরের সেরা লেখক। কোন একটা বিষয়ের শ্রেষ্ট ভিউড রাইটারসহ আরো অনেক কিছু। এরকম কিছু হতে গেলে আপনাকে রিসোর্চ নিয়ে লিখতে বসতে হবে, ডেফিনিটিভ আনসার দিতে হবে, লেখার সময় সবদিক গুছিয়ে উত্তর দিতে হবে। কোন একটা টপিকসে আপনার যে দক্ষতা সেটি আপনার উত্তর লেখার ধরনে, বর্ণনায় ফুটে উঠতে হবে।

যেহেতু নানা রকমের ও মননের মানুষ প্রশ্নতরী ব্যবহার করে থাকেন তাই কোনভাবেই কারো চিন্তা বা মতের অসম্মান করা যাবেনা। কাউকে অশ্রদ্ধা বা ব্যক্তিগত আক্রমণ করা যাবেনা। ভিন্ন মতের মানুষ ও মতকে শ্রদ্ধা করতে হবে। কোন কন্টেন্টে অশোভন বা অশালীন মন্তব্য করা যাবেনা। পার্সোনাল হ্যারাজমেন্ট, হেইট স্পিচ, জেন্ডার ডেসক্রিমিনেশন এসব পুরোপুরি নিষিদ্ধ। কাউকে ইনসাল্ট করা করে কিংবা কেউ অপমানিত হন এমন মন্তব্য করা যাবেনা। প্রশ্নতরী খুবই গুরুত্বের সাথে এ পলিসিটি নিয়ন্ত্রণ করে থাকে। তাই নিউবিদের এই বিষয়ে সতর্ক থাকতে হবে।

বাংলাদেশী পাঠক ও প্রশ্নতরী

বাংলাদেশে ফেসবুকের যে জনপ্রিয়তা সে জনপ্রিয়তার মোড় ঘুরিয়ে যদি প্রশ্নতরী -তে নেওয়া যায় তাহলে খুবই প্রোডাক্টিভ কিছু ব্যাপার ঘটবে। আমাদের তরুণদের এ বিষয়ে গ্রুমিং করা যেতে পারে। যত বেশী প্রশ্নতরী টাইপ সাইটের পাঠক তৈরি হবে তত বুদ্ধিভিত্তিক ও চিন্তাশীল ভাবনার প্রসার ঘটবে, ভালো পাঠক তৈরি হবে, আমাদের মাঝে বিজ্ঞানভিত্তিক যৌক্তিক চিন্তাভাবনা করার তাগিদ তৈরী হবে।

প্রশ্নের কিছু উদাহরন:-

সকল প্রানীর কি নিজস্ব ভাষা আছে?

মানুষ কেন রেগে যায়?

ডায়াবেটিস হবার কারন কি?

সার্জারি করে হাইট বাড়ানো যায় কি?

এই ওয়েবসাইটের সাথে আমার কোনো সম্পর্ক নেই শুধু সাইটি ভাললেগেছে বিদায় আপনাদের সাথে শেয়ার করলাম!

সো হ্যাপি রিডিং—কুশ্চেনিং-আনসারিং

Level 1

আমি মিলন সরকার। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 6 বছর 1 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 11 টি টিউন ও 7 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 1 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস