আজকের বিষয়ঃ জিপ কি? কিভাবে জিপ করবেন? কিভাবে আপনার ফাইল অনলাইনে সেফ রাখবেন এবং কিভাবে আপনি এসাইনমেন্ট জমা দিবেন?
তো চলুন শুরু করা যাক।
জিপ (আর্কাইভ) ফাইলঃ zip হচ্ছে একটি ফাইল এক্সটেনশন। এটি একটি আর্কাইভ ফাইল। একটু সহজ উদাহরণ দিয়ে বোঝার ট্রাই করি। আপনি স্কুল ব্যাগ তো চেনেন। তার সাথে একটি চেইন থাকে যাকে বলা হয় জিপ। আচ্ছা, স্কুল ব্যাগে আমরা সমস্ত বই, খাতা, পেন্সিল, কলম ইত্যাদি রাখি। তাইনা? এরপর আমরা সেই সকল কিছুকে জিপার দিয়ে আটকে দেই। আর যখন আটকে দেই তখন সব কিছুই একটা মাত্র ব্যাগে থাকে। তাইনা? আর্কাইভ তেমনই একটি জিনিস, যা কিনা অনেক ফাইলস ও ফোল্ডারকে একসাথে জিপারের মাধ্যমে আটকে দেয়। এমন একটি ফাইল হচ্ছে zip ফাইল।
কম্পিউটার ইউজারদের জন্যঃ
কিভাবে জিপ করবেনঃ আশা করি পূর্বের ক্লাসেই আপনি WinRAR নামের সফটওয়্যারটি ইন্সটল করে নিয়েছেন। না করে থাকলে এখনই ইন্সটল করেনিন। ডাউনলোড করার জন্য আপনি http://www.win-rar.com থেকে ডাউনলোড সেকশনে গিয়ে ডাউনলোড করে নিবেন। আর ইন্সটল করে নিবেন।
এবার আমরা পূর্বের ক্লাসের স্ট্রাকচার অনুযায়ী আপনি যে কাজ সমূহ Web Ground → Practice → My Files ফোল্ডারের মাঝে ক্লাস অনুযায়ী করেছেন, সেখানে যাইবেন। এবং আপনার ক্লাসের যে ফোল্ডারটি আছে তার উপর মাউস রেখে মাউসের ডান পাশের বাটন প্রেস করুন এবং সেখান থেকে Add to archive… এ চাপ দিন। নিচের ছবি দেখেন।
এখানে চাপ দিলে যে উইন্ডোটি আপনার সামনে আসবে তা নিচের মত।
এখান থেকে অবশ্যই মার্ক করা zip অংশে চাপ দিবেন এরপর ওকে করবেন। ব্যাস, দেখতে পাবেন নিচে একটি নতুন ফাইল তৈরী হয়ে গিয়েছে।
হয়ে গেল আপনার জিপ করা।
কিভাবে আপনার ফাইল অনলাইনে সেফ রাখবেনঃ মনে করুন আপনার গ্রামের বাসা বগুড়ায়। এখন আপনি ঢাকাতে আছেন। এখন মনে করুন আপনার ইমার্জেন্সি আপনার একটি সার্টিফিকেট প্রয়োজন যা আপনার বাসায় আছে। তাহল কিভাবে তা পাবেন? নিশ্চয় কাওকে ই-মেইল করতে বলবেন।
যদি আগেই এমন ফাইল আপনি এমন কোনো স্থানে রাখতেন যেটা ইন্টারনেটে তাহলে কি আর মেইলের প্রয়োজন হত? না। এই ভাবে আমরা অনলাইনে ফাইল সত্যিই রাখতে পারি। এটা হচ্ছে ক্লাউড স্টোরেজ। যেমন গুগল ড্রাইভ। আপনি যদি অ্যান্ড্রয়েড স্মার্টফোন ইউজার হয়ে থাকেন, তবে আপনার অবশ্যই একটি গুগল একাউন্ট অর্থাৎ জি-মেইল একাউন্ট আছে। সেই সাথে গুগল আপনাকে ১৫ জিবি অনলাইন স্টোরেজ দিয়েছে। সেখানে আপনি আপনার ফাইল রেখে দিতে পারেন। যা কাওকে যদি শেয়ার না করেন কেউ সেই ফাইল পাবেনা। এভাবে অনলাইনে ফাইল সেফ রাখতে পারেন। কিভাবে সেই গুগল ড্রাইভে আপলোড করবেন?
আপনি কম্পিউটার থেকে কোনো ব্রাউজারে drive.google.com অ্যাড্রেসে প্রবেশ করে আপনার জিমেইল একাউন্ট আর পাসওয়ার্ড দিয়ে লগিন করুন। তাহলে দেখবেন একটা পেজে আপনাকে নিয়ে যাবে। সেখানে প্লাস আইকনে চাপ দিয়ে অথবা আপনার মাই কম্পিউটার থেকে ফাইল টেনে (ড্রাগ করে) ব্রাউজারে দিলেই তা আপলোড হয়ে যাবে। সহজ তাই না? ট্রাই করে দেখুন।
নোটঃ আপনার জিপ ফাইলের নাম এভাবে দিবেনঃ Class-07_Assignment-by-Your_Name.zip
কিভাবে এসাইনমেন্ট জমা করবেনঃ আপনি তো আগেই জিপ করেছেন। সেই ফাইলটি এখন আমাদের Assignment ফোল্ডাতে নিয়ে রাখেন। এবার সেই ফাইলটি গুগল ড্রাইভে (মাই ড্রাইভ মেনুতে থাকা অবস্থায়) একটি ফোল্ডার করে নিয়ে তার মাঝে আপলোড দিন। (প্লাস সাইনে অথবা মাউসের ডান বাটনে ক্লিক করলে নিউ ফোল্ডার অপশন থেকে ফোল্ডার তৈরী করে নিন)।
আপলোড হয়ে গেলে আপলোড কৃত ফাইলটির উপর মাউস রেখে মাউসের রাইট বাটনে চাপ দিন আর সেখান থেকে Link Sharing অন করুন। অন করার সময় যদি প্রাইভেসি নামে কিছু আসে এখানে Anyone can view সিলেক্ট করে ওকে করবেন। একটু ক্ষণ পরে আপনার লিংকটি কপি হয়ে যাবে। অতবা লিংক শেয়ারিং অন করার পর পূনরায় মাউসের রাইট বাটনে ক্লিক করে কপি লিংক এ চাপ দিন।
এবার এই লিংকটি আপনি আমাদের ইউটিউবের টিউমেন্ট বক্সে অথবা আমাদের ফেসবুক গ্রুপে শেয়ার করে দিন। হয়ে গেল আপনার এসাইনমেন্ট সাবমিট।
এরপর আমাদের ইন্সট্রাক্টর, মেন্টর বা মর্ডারেটরেরা চেক করে আপনার ফাইলের ভুল ত্রুটি বা ভালো হলে সেগুলো জানিয়ে দিবে।
মোবাইল ইউজারদের জন্যঃ
কিভাবে জিপ করবেনঃ আপনি নিশ্চয় গত ক্লাসে RAR () নামে একটি সফটওয়্যার মোবাইলের জন্য ইন্সটল করে নিয়েছেন। আমরা সেই সফটওয়্যার ব্যবহার করেই জিপ করব। সবার আগে আপনার যেটা এসাইনমেন্ট করবেন তার সমস্ত কাজ শেষ করে নিন।
এখন আপনি RAR সফটওয়্যারের ভেতরে গিয়ে যে ফোল্ডারকে জিপ করতে চান সেই ফোল্ডার খুঁজে বের করে সেটায় নিচের মত করে টিক চিহ্ন দিন আর উপরের মার্ক করা স্থানে চাপুন।
এরপরের যে অপশন আসবে সেখানে উপরে ZIP লেখাটিকে সিলেক্ট করুন, এবং ফাইনালি ওকে চাপুন। এবং একটু পরেই দেখবেন জিপ তৈরী হয়ে গিয়েছে।
কিভাবে এসাইনমেন্ট জমা দিবেনঃ উপরের স্টেপে জিপ তো তৈরী করেছেন, এখন আপনি আপনার ফোনে থাকা ড্রাইভ এপে প্রবেশ করুন (আপডেট না থাকলে আপডেট দিয়ে নিবেন)। মাই ফাইলস এ প্রবেশ করুন (অথবা নিচে ফোল্ডার দেওয়া আইকনে চাপ দিন)। এবার প্লাস (+) সাইনে চাপ দিয়ে Web Ground নামে একটি ফোল্ডার তৈরী করুন। তার মাঝে আপনি আর একটি ফোল্ডার একই ভাবে Assignment নামে তৈরী করুন। এখন আপনি এই Assignment ফোল্ডারের মাঝে গিয়ে পূনরায় প্লাস (+) সাইনে চাপ দিয়ে Upload File এ যাইবেন। সেখান থেকে আপনি ফাইল ম্যানেজার থেকে জিপ ফাইলটি খুঁজে সিলেক্ট করে দিবেন। আপলোড অপশন আসবে। যদি কোনো কারণে ওয়েটিং ফর ওয়াইফাই লেখা আসে তাহলে ওখানে চাপ দিয়ে স্টার্ট নাও অথবা সেটিং থেকে আপলোড অভার এনি নেটওয়ার্ক অকে করে দিন। ব্যস, আপলোড হয়ে যাবে।
আপলোড হয়ে গেলে সেই আপলোড করা ফাইলের ডান পাশে থ্রিডট মেনু (⸽) তে চাপ দিন আর সেখান থেকে লিংক শেয়ারিং অন করেন, একটু পর দেখবেন লেখা এসেছে লিংক কপিড। এখন এই কপি করা লিংকটি আমাদের ফেসবুক গ্রুপে গিয়ে টিউন করে দিন।
নোটঃ আপনার জিপ ফাইলের নাম এভাবে দিবেনঃ Class-07_Assignment-by-Your_Name.zip
ওকে, আপনার ফাইলটি চেকিং এর জন্য সাবমিট হয়েছে। আমাদের কেউ একজন আপনার এসাইনমেন্ট চেক করে জানাবেন।
আমাদের সম্পূর্ণ কোর্সটি দেখনু 👉 https://www.youtube.com/WebGround
আমাদের ফেসবুকে ঘুরে আসতে 👉 https://www.facebook.com/groups/WebGrounder
আমাদের ওয়েব সাইটঃ https://www.webground.in
আমি নয়ন চৌধুরী। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 4 বছর 4 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 6 টি টিউন ও 0 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
আমি একজন ছোট্ট ওয়েব ডেভেলপার।