১৯৫২ সালের ২১শে ফেব্রুয়ারি যারা বাংলা ভাষার জন্য বুকের তাজা রক্ত বিলিয়ে দিয়েছিলো সেই শহীদ ভাইদের প্রতি সম্মান জানিয়ে শুরু করছি আজকের টিউন।
একুশে ফেব্রুয়ারী বাঙ্গালীর জাতীয় জীবনে এক গৌরবময় ও ঐতিহ্যবাহী দিন এবং সকল চেতনার উৎস। বাঙ্গালীর রক্তঝরা এই দিনটিকে সারা বিশ্বে স্মরণীয় করে রাখতে ইউনেস্কো একুশে ফেব্রুয়ারিকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে স্বীকৃতি দিয়েছে যা প্রতি বছর সারা বিশ্বের প্রায় ১৮৮ টি দেশে সমান মর্যাদায় পালিত হচ্ছে।
১৯৪৭ সালের দেশ ভাগের পর পাকিস্তানি সরকার অন্যায় এবং বৈষম্যমূলক আচরন শুরু করে বাঙালির উপর। তৎকালীন পাকিস্তানি সরকার বাংলা ভাষাকে বাদ দিয়ে উর্দু ভাষা কে রাষ্ট্র-ভাষা করার উদ্যোগ গ্রহন করে, সেটা মেনে নিতে পারে না ছাত্রসমাজ। পাকিস্তান যেমন অন্য সব সুযোগ-সুবিধা থেকে আমাদের বঞ্চিত করে রেখেছিলো তেমন আমাদের মুখের ভাষা ও কেড়ে নিতে চেয়েছিলো। তখন ১৯৫২ সালের ২১শে ফেব্রুয়ারি বাংলা ভাষা কে রাষ্ট্রভাষা করার জন্য ১৪৪ ধারা অমান্য করে আন্দোলন করতে থাকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা। আন্দোলনে বাধা দেওয়ার জন্য পুলিশ নির্বিচারে গুলি বর্ষণ শুরু করে। ফলে আবুল বরকত, আবদুল জব্বার ও আবদুস-সালাম সহ আরও অনেকে শাহাদাৎ বরণ করেন। যার ফলে ভাষা আন্দোলন আরও গতিশীল হয়। ১৯৫৪ সালে প্রদেশিক পরিষদ নির্বাচনে যুক্তফ্রন্ট জয়লাভ করলে ৯ মে অনুষ্ঠিত গনপরিষদের অধিবেশনে বাংলা ভাষা কে পাকিস্তানের অন্যতম রাষ্ট্রভাষা হিসেবে স্বীকৃতি দেওয়া হয়। পরবর্তীতে ২১শে ফেব্রুয়ারি রাত ১২ টা ১ মিনিটে রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রি, মন্ত্রিপরিষদের সদস্য সহ সকল স্তরের জনগন কেন্দ্রীয় শহীদ মীনারে এসে শহীদদের জন্য শ্রদ্ধার্ঘ্য নিবেদন করেন।
১৯৫২ সালের একুশে ফেব্রুয়ারি যে চেতনায় উদ্দীপিত হয়ে বাঙ্গালিরা রক্ত দিয়ে মাতৃভাষা কে মর্যাদার আসনে প্রতিষ্ঠিত করতে চেয়েছিলো, আজ তা দেশের সীমানা পেরিয়ে আন্তর্জাতিক সম্প্রদায়ের স্বীকৃতি লাভ করেছে। পরবর্তীতে ১৯৯৯ সালের ১৭-নভেম্বর ইউনেস্কো কতৃক ২১শে ফেব্রুয়ারি কে আন্তর্জাতিক মাতৃভাষা হিসেবে ঘোষণা করা হয়। এমন কি ২০০০ সালের ২১শে ফেব্রুয়ারি থেকে জাতিসঙ্ঘের সদস্য দেশসমুহে মর্যাদার সাথে পালিত হচ্ছে।
MyLightHost পরিবারের পক্ষ থেকে বাঙালি জাতির নিজের মাতৃভাষা প্রতিষ্ঠিত করার আন্দোলনের মর্মান্তিক ও গৌরবোজ্জ্বল স্মৃতিবিজড়িত এই দিনটির প্রতি গভীর শ্রদ্ধাঞ্জলি।
আমি ছায়া ইয়াসমীন। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 5 বছর 8 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 22 টি টিউন ও 0 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 3 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 1 টিউনারকে ফলো করি।
আমি ছায়া ইয়াসমিন । একজন Brand Promoter -MyLightHost( web hosting service provider)