চলুন বিনামূল্যে ব্লগার দিয়েই তৈরী করে ফেলি অসাধারণ একটি অ্যাপস ডাউনলোড ওয়েবসাইট

চলুন বিনামূল্যে ব্লগার দিয়েই তৈরী করে ফেলি অসাধারণ একটি অ্যাপস ডাউনলোড ওয়েবসাইট

আশাকরি আল্লাহর রহমতে সকলেই অনেক অনেক ভালোই আছেন, আমি আপনাদের দোয়ায় ইনশাআল্লাহ অনেক ভালো আছি। তো বন্ধুরা আজ আমি আপনাদের মাঝে এক দারুন টিপস নিয়ে হাজির হয়েছি কিভাবে ব্লোগারে একটা অসাধারণ স্টাইলের অ্যাপ ডাউনলোড সাইট তৈরী করা যায়। তাও আবার একদম ফ্রিতেই। আপনারা যদি এই সম্পর্কে আগে কখনো না যেনে থাকেন তাহলে আশা করি এই টিউনের পরে সবাই জানবেন এবং আমি আশাকরি এই টিউন টি দেখার পর আপনি নিজেই একটা ফ্রিতে অ্যাপ ডাউনলোড করার ওয়েবসাইট বানাতে পারবেন।

আসলে অনলাইনে নিজে কিছু বানাতে পাড়ার মজা টাই আলাদা। অনেকেরই হয়তো শখ যে নিজের একটা অ্যাপ ডাউনলোড করার সাইট থাকবে, কিন্তু আমাদের সেই শখটা শেষ মেষ পুরন আর হয়না, কারন ডাউনলোড সাইট বানানোর জন্য হোষ্টিং দরকার পড়ে। 1 জিবি হোষ্টিং এর দাম প্রায় 1000 টাকা। যা আমাদের মতো স্টুডেন্ট দের কাছে প্রায় অস্মভব ব্যাপার। তাই আর টাকার অভাবে সেই সব শখ পূরন হয় না।

তবে এখন থেকে আপনি চাইলেই বিনামূল্যে একটা অ্যাপ ডাউনলোড সাইট বানাতে পারবেন, আর খুব সহজেই আপনার সেই শখ পুরন করতে পারবেন। আপনারা সবাই খুব ভালো করে জানেন যে ব্লগার একটি ফ্রি ওয়েবসাইট বানানোর প্লাটফর্ম। এটা সয়ং গুগল মামার। সেখানে গিয়ে জিমেইল দিয়ে সাইন আপ করে খুব সহজেই একটি ওয়েবসাইট বানানো যায়। আপনি সেখানে গিয়ে জিমেইল দিয়ে সাইন আপ করে তারপর আপনার ওয়েবসাইটের ডেশবোডে যান। তারপর থিমে গিয়ে ব্লু অ্যাপিকে আমার দেওয়া (Blue apk blogger template) এই থিমটি আপলোড করে দিলেই হয়ে যাবে আপনার একটি বিনামূল্যে অসাধারণ অ্যাপ ডাউনলোড সাইট।

আর একটা না বললেই নয়। আমার কাছে এই টেম্পলেটটি অনেক ভালো লেগেছে, আর ফিচার গুলোও অস্থির। আমার মনে হয় ওয়ার্ডপ্রেসেও হয়তো আপনি এতো সুন্দরকরে অ্যাপ ডাউনলোড সাইট বানানো যায়না। আর ব্লোগারে এতো সহজেই কোন অভজ্ঞতা ছাড়াই ফ্রিতেই অসাধারণ একটা অ্যাপ ডাউনলোডের সাইট বানানো যায়।

তো বন্ধুরা চলুন আগে আমরা ডেমো টা দেখে নিই। কেমন হবে আমাদের বানানো সাইট টা। ডেমো দেখতে নিচের লেখায় ক্লিক করুন।

Demo Blue Apk Blogger Template

কি অবাক হয়ে গেলেন নাকি। হা হা অবাক হবার ই কথা। থিম তো দেখে নিলেন। তো চলুন এবার থিমের ফিচারগুলো একনজর দেখে নেওয়া যাক।

Features of Blue APK Apps Blogger Template :

  • Easy Admin Panel.
  • Responsive design.
  • Recent Posts Widget.
  • Facebook Comments.
  • Featured Apps Widget.
  • SEO Optimized.
  • Responsive Ad Slots.
  • Featured Games Widget.
  • Top bottom.
  • Social Share Buttons.
  • Related Posts.
  • Numbered Page Navigation.
  • Google Play and Download Buttons.

আমি জানি আপনি এত্তোসব ফিচার দেখে আবারো নিশ্চয়ই অবাক হয়ে গেছেন। সত্যি অবাক হওয়ার কথাই। আমিও প্রথমে দেখেই অবাক হয়ে গেছিলাম। এই থিম টির আরো সুন্দর ডিজাইন আপনারা ব্যবহার না করলে বুজতে পারবেন না। তো চলুন আমরা এবার থিম টি ডাউনলোড করে নিই।

টেমপ্লেটটি ডাউনলোড করুন নিচের লেখায় ক্লিক করুন

Blue Apk Blogger Template Download

 

তো বন্ধুরা আশা করি আজকের এই টিউন আপনাদের একটু হলেও কাজে আসবে। কোথাও কোন সমস্যা হলে অবশ্যই একটা টিউমেন্ট করুন। দেখা হবে পরবতী টিউন এ নতুন কোন বিষয় নিয়ে। ততোক্ষণ সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আমাদের সাথেই থাকবেন। আর সকল ভুলত্রুটি ক্ষমার দৃ‌ষ্টিতে দেখবেন।

 

ধন্যবাদ

Level 2

আমি মোঃ স্বপন মিয়া। Student, Rongpur। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 5 বছর 2 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 11 টি টিউন ও 8 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 3 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 1 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

ধন্যবাদ ভাইয়া আপনার সুন্দর কমেন্ট এর জন্য