SSD
এসএসডি (SSD) এর পুর্ন রূপ হল Solid State Drive। এটি কোন হার্ড ডিস্ক নয় তবে হার্ড ডিস্কের মতই একটি ড্রাইভ যা হার্ড ডিস্কের এর থেকে অনেক বেশি গতিসম্পন্ন।
বর্তমানে এসএসডি (SSD) সর্বাধুনিক স্টোরেজ ডিভাইস। এটি দেখতে আকারে অনেক ছোট এবং গতিসম্পন্ন। SSD চিপ ভিত্তিক ডিভাইস যার মধ্যে কোন মেকানিক্যাল যন্ত্র থাকে না। এটিতে বিভিন্ন ধারণ-ক্ষমতার মেমোরি চিপ বসানো থাকে এবং সবগুলো চিপের ধারণ-ক্ষমতা মিলেই একটি এসএসডি (SSD)। এগুলো তথ্য সরবরাহ ও ডেটা tranasfer এর ক্ষমতা রাখে।
বর্তমানে এই ধরনের ডিভাইস (SSD) উচ্চমানের ডেক্সটপ, ল্যাপটপ-এ ব্যবহার করা হয়। এসএসডি (SSD) একটি ব্যয়বহুল ডিভাইস।
HDD
এইসডিডি (HDD) এর পুর্ন রূপ হল Hard disk drive। Hard Disk Drive ১৯৫৬ সালে আইবিএম সর্বপ্রথম আবিষ্কার করেন। Hard Disk এর মধ্যে কিছু spinning platter থাকে যা খুব দ্রুত প্লেটগুলো ঘোরে। ম্যগনেসিটম বা চুম্বকত্ব ব্যবহার করে ডাটা স্টোর করা হয়। প্লেটগুলোর উপর রিড এবং রাইড থাকে যার মাধ্যমে প্লেটগুলোকে রিড রাইড করা হয়। এই Hard Disk এর প্লেট যতো speed -এ ঘুরবে প্লেটগুলো ততো বেশিই speed -এ ঘুরবে।
নিচে এসএসডি (SSD) ও এইসডিডি (HDD) এর মধ্যে পার্থক্য নিয়ে আলচনা করা হল-
এসএসডি (SSD)-
এইসডিডি (HDD)-
আমি ছায়া ইয়াসমীন। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 5 বছর 6 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 22 টি টিউন ও 0 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 3 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 1 টিউনারকে ফলো করি।
আমি ছায়া ইয়াসমিন । একজন Brand Promoter -MyLightHost( web hosting service provider)