একটি ওয়েবসাইট তৈরি করার আগে বা অনলাইনে ব্যবসায় পরিচালনা করার জন্য প্রথমে আপনাকে আপনার ওয়েবসাইটের উপর ভিত্তি করে হোস্টিং বাছাই করতে হবে। এখন মনে একটি প্রশ্ন আসতে পারে যে আপনার ওয়েবসাইটের জন্য কোন ধরনের হোস্টিং ভাল? হোস্টিং বিভিন্ন প্রকার আছে যেমনঃ ক্লাউড, ভিপিএস, ওয়েব হোস্টিং, ডেডিকেটেড এবং ওয়ার্ডপ্রেস হোস্টিং। আজ এখানে শেয়ার্ড হোস্টিং এবং ওয়ার্ডপ্রেস হোস্টিং সম্পর্কে আলোচনা করব-
শেয়ার্ড হোস্টিং
যারা নতুন ব্যবসা শুরু করছেন তাদের জন্য শেয়ার্ড হোস্টিং একটি বেশ জনপ্রিয় হোস্টিং সেবা। কারন এটি সাশ্রয়ী এবং শুরু করার জন্য বেশ ভালো। এটি এমন একটি ওয়েব হোস্টিং সেবা, যেখানে একটি মাত্র সার্ভারের সাথে একাধিক ওয়েব সাইট হোস্ট করা হয়ে থাকে। এবং একটি সার্ভারের (Processor, RAM, storage, CPU ও bandwidth)- অন্যান্য ব্যবহারকারিদের মধ্যে ভাগ করে দেওয়া হয়।
সুবিধা
অসুবিধা
স্বল্প মূল্য এবং ক্রেতার চাহিদা থাকার কারনে অধিকাংশ কোম্পানী শেয়ার্ড হোস্টিং দিয়ে থাকে কিন্তু নির্দিষ্ট করে কখনোই তাদের সীমা বলে না। যার জন্য বেশীর ভাগ ক্ষেত্রেই দেখা যায় কিছুদিন পর সাইট ডাউন হয়ে গেছে। এছাড়া ওয়েব সাইটে যদি ট্রাফিক বা লোড বেশি থাকে সেক্ষেত্রেও এর প্রভাবে অন্য ওয়েব সাইটগুলা ডাউন হয়ে যাবে, যার ফলে ডাউন হয়ে যাওয়া ওয়েবসাইটে ভিজিটর ঢুকতে পারবে না। এ কারণে অনেক ভিজিটর হারাতে হয়।
শেয়ার্ড হোস্টিং-এ নির্দিষ্ট কিছু উপাদান যা অনেকগুলা হোস্টিং ব্যবহারকারির মধ্যে ভাগ করে দেওয়া থাকে, যার ফলে কে কোন ধরনের কি সাইট হোস্ট করছে তা ট্রাক করা যায়না। ফলাফল – এগুলো ম্যালওয়ার ও ভাইরাস দ্বারা সহজেই সংক্রমিত হতে পারে। আর একটি সাইট আক্রান্ত হলে (যেহেতু তারা একই সার্ভার শেয়ার করছে) স্বাভাবিকভাবেই ওই সার্ভারের বাকি সাইটগুলোও আক্রান্ত হয়।
ওয়ার্ডপ্রেস হোস্টিং
ওয়ার্ডপ্রেস হোস্টিং হচ্ছে এমন একটি হোস্টিং যা ওয়ার্ডপ্রেস দ্বারা তৈরী ওয়েবসাইটকে সম্পূর্ণরূপে অপটিমাইজ করে এবং সেই সাথে ওয়েবসাইটের সিকিউরিটি প্রদান নিশ্চিত করে। ওয়ার্ডপ্রেস হোস্টিং আরো একটি ব্যাপার নিশ্চিত করে যে এটি খুব সহজেই ওয়ার্ডপ্রেস ইনস্টল করা যায় যা ওয়ার্ডপ্রেস ব্যবহারকারীকে ওয়েবসাইট তৈরিতে বাড়তি সুবিধা প্রদান করে।
সুবিধা
অসুবিধা
যেহেতু সার্ভারটি শুধুমাত্র ওয়ার্ডপ্রেস এর জন্য নির্মিত, তাই আপনি শুধুমাত্র ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট পরিচালনা করতে পারবেন। তবে ওয়ার্ডপ্রেস হোস্টিং অন্যান্য হোস্টিং এর তুলনায় বেশি ব্যয়বহুল।
আমি ছায়া ইয়াসমীন। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 5 বছর 7 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 22 টি টিউন ও 0 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 3 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 1 টিউনারকে ফলো করি।
আমি ছায়া ইয়াসমিন । একজন Brand Promoter -MyLightHost( web hosting service provider)