ওয়ার্ডপ্রেসের কিছু সিকিউরিটি প্লাগিন সম্পর্কে আলোচনা-

 

বিশ্বের প্রায় ৪০, ০০, ০০০ ওয়েবসাইটের মধ্যে ১২ % ওয়েবসাইটই ওয়ার্ডপ্রেস ব্যবহার করে। এবং এর সাথে সাথে ওয়ার্ডপ্রেসের বিভিন্ন প্লাগইনও ব্যাপক হারে ব্যবহৃত হচ্ছে। এসব প্লাগিনের মধ্যে বিভিন্ন ওয়ার্ডপ্রেস সিকিউরিটি প্লাগিন অন্যতম। বিশ্বের বিভিন্ন নামকরা ওয়েবসাইটগুলির পাশাপাশি লক্ষ লক্ষ ওয়েবসাইট শুরুক্ষার ক্ষেত্রে  ওয়ার্ডপ্রেসের প্লাগিন ব্যবহার করা হচ্ছে।

ওয়ার্ডপ্রেসে কোন প্রকার  পিএইসপি, এবং এমএসটি এল অভিজ্ঞতা ছাড়াই বিভিন্ন ধরনের থিম এবং প্লাগইন ব্যবহার করে খুব সহজেই একটি ওয়েব সাইট তৈরি করা যায়।

আজ আমরা ওয়ার্ডপ্রেস এর কিছু সিকিউরিটি প্লাগিন সম্পর্কে জানব- নিচে প্লাগিন সম্পর্কে আলোচনা করা হল-

WordFence

WordFence  plugin সিকিউরিটি ওয়ার্ডপ্রেস এর মধ্যে একটি গুরুত্তপুর্ন প্লাগিন। এটি আপনার ওয়েব সাইট কোন ম্যালওয়্যার  দ্বারা আক্রান্ত হয়েছে কিনা তা নিশ্চিত করার জন্য এটি প্রতিনিয়ত ওয়েবসাইটটিকে স্ক্যান করতে থাকে এবং ওয়ার্ডপ্রেসের প্রতিটা ফাইল  স্ক্যান করার পরেও যদি কোন ধরনের নিরাপত্তার ঝুঁকি থাকে তাহলে এটি আপনাকে সতর্ক করে দিবে।

WordFence  plugin ব্রুটফোর্স অ্যাটাককে প্রতিরোধ করতে সক্ষম। তাছাড়া এসএমএস ভেরিফিকেশনের মাধ্যমে টু-ফ্যাক্টর অথেনটিকেশনের মত ফিচার যোগ করে ওয়েবসাইট সুরক্ষিত রাখে।

iThemes Security

iThemes Security  প্লাগিন এমন একটি সিকিরিটি যা ৩০টিরও অধিক উপায়ে আপনার ওয়ার্ডপ্রেস ওয়েবসাইটকে নিরাপত্তা প্রদান করে। এটি খুব সহজেই আপনার ওয়ার্ডপ্রেস ওয়েবসাইটকে বিভিন্ন সাইবার অ্যাটাক থেকে শুরুক্ষিত রাখে। এটি একই সাথে টু ফ্যাক্টর অথেনটিফিকেশন, ইমপোর্ট-এক্সপোর্ট সেটিংস, পাসওয়ার্ড, মালওয়্যার স্ক্যানিং এর মত বিভিন্ন সমস্যা থেকে আপনার ওয়েবসাইটকে রক্ষা করবে। এটি ব্রুটফোর্সের মত অ্যাটাককে প্রতিরোধ করে এবং যে আইপি থেকে অ্যাটাক করা হচ্ছে সেই আইপিগুলোকে সাথে সাথে ব্লক করে।

Akismet Anti-Spam 

Akismet Anti-Spam প্লাগিন  ওয়ার্ডপ্রেসের নিজস্ব তৈরি। এটি ইন্সটল করার সাথে সাথেই আপনার ওয়েবসাইটে কাজ শুরু করে দেবে। ওয়েবসাইটের জন্য স্প্যাম একটি অন্যতম সমস্যা। স্প্যামাররা আপনার ওয়েবসাইটে এসে আপনার টিউনে মন্তব্য করে এবং নিজেদের ওয়েবসাইটের লিংক যুক্ত করে যার ফলে আপনার ওয়েবসাইটের সুনাম নষ্ট হয়।

এইসব স্প্যামের হাত থেকে আপনার ওয়েবসাইটকে রক্ষা করতে Akismet Anti-Spam প্লাগিনের সাহায্য খুবই গুরুত্তপুর্ন।  যদি কোন স্প্যাম ওয়েবসাইটে মন্তব্য করে তাহলে এই প্লাগিন নিজে থেকেই তা স্প্যাম ফোল্ডারে দিয়ে দেয় এবং আপনার ওয়েবসাইটকে সুরক্ষিত রাখে। Akismet প্লাগিন বিনামূল্যে ডাউনলোড করা যায় যদিও এর একটি প্রিমিয়াম ভার্সন আছে যা আপনি সামান্য অর্থের বিনিময়ে কেনা যায়। অধিকাংশই মানুষ তার ওয়ার্ডপ্রেস ওয়েবসাইটের ক্ষেত্রে এই প্লাগিন ব্যবহার করে থাকে।

BulletProof Security

ওয়ার্ডপ্রেসের  ওয়েবসাইটের শুরুক্ষিত রাখার আর একটি শক্তিশালী প্লাগইন হলো বুলেটপ্রুফ সিকিউরিটি। এটি পেইড ভার্সন এবং ফ্রি ভার্সনে ও ব্যবহার করা যায়। যদিও পেইড ভার্সনে বেশি কিছু ফিচার থাকলেও  ফ্রি ভার্সন আপনার ওয়েবসাইটকে নিরাপদ রাখার জন্য যথেষ্ট। এটি আপনার ওয়েবসাইটে ফায়ারওয়াল সিকিউরিটি, ডাটাবেজ সিকিউরিটি, লগইন সিকিউরিটিসহ বেশ কিছু বিষয়ে নিরাপত্তা প্রদান করে থাকে। এটি ফেক  ট্রাফিক, ও আইপি ব্লকিং এর ক্ষেত্রেও সুবিধা প্রদান করে।

পরিশেষে বলা যায় যে উল্লেখিত প্লাগিন সিকিউরিটির মাধ্যমে আপনার ওয়েব সাইটকে শুরুক্ষিত রাখা সম্ভব কারণ  প্রতিটি প্লাগিনের কিছু বৈশিষ্ট রয়েছে যা আপনার ওয়েবসাইটের মালওয়্যার স্ক্যানিং, ব্রুটফোর্স প্রতিরোধ এবং আইপি ব্লকিং এর মত সমস্যার হাত থেকে আপনার ওয়েব সাইটকে রক্ষা করবে।

 

Level 2

আমি ছায়া ইয়াসমীন। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 5 বছর 8 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 22 টি টিউন ও 0 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 3 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 1 টিউনারকে ফলো করি।

আমি ছায়া ইয়াসমিন । একজন Brand Promoter -MyLightHost( web hosting service provider)


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস