ওয়ার্ডপ্রেস কি? ওয়ার্ডপ্রেসের কিছু গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য

টিউন বিভাগ ওয়েব ডেভেলপমেন্ট
প্রকাশিত
জোসস করেছেন

 

ওয়ার্ডপ্রেস সম্পর্কে সকলেরই কম বেশি ধারনা আছে। এটি বর্তমানে সর্বাধিক ব্যবহারিত  ব্লগ পাবলিশিন সাইট। ওয়ার্ডপ্রেস বিশ্বের একটি জনপ্রিয় কন্টেন্ট ম্যানেজমেন্ট সিস্টেম (CMS), এটি এমন একটি সফটওয়্যার যা সমস্ত তথ্য যেমন টেক্সট, ফটো, ফাইল, নথি ইত্যাদি সঞ্চয় করে, যা পিএইসপি, মাইএসকিউএল  দ্বারা তৈরী একটি ওপেন সোর্স ব্লগিং সফটওয়ার এবং  খুব সহজেই নিজের হোস্টিং একাউন্টে ইন্সটল করে একটি ওয়ার্ডপ্রেস ব্লগ সাইট বা ওয়েবসাইট তৈরী করা যায়।

 

ওয়ার্ডপ্রেসে কোন প্রকার  পিএইসপি, এবং এমএসটি এল জ্ঞান ছাড়াই একটি ওয়েব সাইট তৈরী করা যায়। এটি মি. ম্যাট্মুলেনওয়েগ ২০০৩ সালের ২৭ মে সর্বপ্রথম প্রকাশিত করেন এবং ২009 সালের অক্টোবর মাসে ওয়ার্ডপ্রেস ওপেন সোর্স হিসাবে প্রকাশিত হয়। পরবর্তীতে  এটি ২০১১ সাল পর্যন্ত ওয়ার্ডপ্রেস প্রায় ৩ কোটির থেকেও বেশি এটি ডাউনলোড করা হয়। যা  বিশ্বের প্রায় ৪০, ০০, ০০০ ওয়েবসাইটের মধ্যে ১২ % এটি ব্যবহার করে।

 

ওয়ার্ডপ্রেসের কিছু গুরুত্তপুর্ন  বৈশিষ্ট্য নিচে দেওয়া হলঃ 

 

  • ওয়ার্ডপ্রেস  সফটওয়ারটি বিনামূল্যে ডাউনলোড করে ব্যবহার করা যায়।

 

  • কন্টেন্ট ম্যানেজমেন্ট সিস্টেম (CMS) হওয়ার কারণে ব্যবহারকারী  নিজেই তার ইচ্ছামত যে কোন তথ্য, মিডিয়া ফাইল এবং  ফোল্ডার তৈরি করাসহ  ওয়েব সাইট পরিচালনা করতে পারেন।
  • ওয়ার্ডপ্রেস ওয়েবসাইটে রয়েছে  অসংখ্য বিনামূল্যের প্রায় ২০০০এর অধিক  থিম। এই প্রফেশনাল থিমগুলো ফ্রী তে ইন্সটল এবং খুব সহজভাবে আপলোড করা যায়। এছাড়া ওয়ার্ডপ্রেসে খুব কম দামে থিম কিনতে পাওয়া যাবে, যার ফলে ডেভেলপমেন্ট এর খুব একটা প্রয়োজন হয় না। একই সাথে ওয়ার্ডপ্রেসে প্রচুর পরিমানে থিম থাকার কারনে নিজের ইচ্ছামত একটি থিম নির্বাচন করে কাস্টমাইজ করা যায়।

  • ওয়ার্ডপ্রেসে  ৩১০০০ প্লাগইন এর ফ্রি ডিরেক্টরি আছে  যা ওয়েবসাইটের বিভিন্ন ফিচার যুক্ত বা পরিবর্তন করতে ব্যবহারিত হয়।

 

  • ওয়ার্ডপ্রেসে যে কোন টেকনিক্যাল জ্ঞান ছাড়াই ওয়েবসাইট তৈরী করা যায়। যেমন - ব্লগ সাইট, বিজনেস সাইট, ইকোমার্স সাইট, এবং বিভিন্ন ওয়েব আপ্লিকেশন সাইট ইত্যাদি।

 

 

  • ওয়ার্ডপ্রেস ব্যবহার প্রণালী খুবই সহজ, এবং  এটি বিভিন্ন সার্চ ইঞ্জিন অপ্টিমাইজেশান (এসইও) সরঞ্জাম সরবরাহ করে যা ওয়েবসাইটটিতে এসইও সহজ করে তোলে।

 

  • ওয়ার্ডপ্রেস ব্যবহারকারি নিজের পচ্ছন্দনুযায়ী ভাষাতে তার তথ্যগুলো অনুবাদ করতে পারেন।

 

পরিশেষে বলা যায় যে, একটি ওয়েবসাইটকে খুব সহজে সকলের সামনে তুলে ধরার জন্য ওয়ার্ডপ্রেস একটি জনপ্রিয় মাধ্যম।

Level 2

আমি ছায়া ইয়াসমীন। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 5 বছর 9 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 22 টি টিউন ও 0 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 3 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 1 টিউনারকে ফলো করি।

আমি ছায়া ইয়াসমিন । একজন Brand Promoter -MyLightHost( web hosting service provider)


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস