সিপ্যানেল কি? সিপ্যানেলের বৈশিষ্ট্য সম্পর্কে আলোচনা-সি-প্যানেল পর্ব-১

সি-প্যানেল হল লিনাক্স karnel এর  অপারেটিং সিস্টেম CentOS, CloudLinux, এবং  Red Hat এ ব্যবহারিত ওয়েব হোস্টিং কন্ট্রোল প্যানেল। যার মাধ্যমে খুবই সহজ ও সুন্দরভাবে ওয়েব সার্ভার পরিচালনা করা হয়।

 

এছাড়া API(Application Programming Interface)।  এটি এমন একটি টুলস যেখানে প্রোগ্রামিং এবং কম্যান্ড ব্যবহারের মাধ্যমে এক অ্যাপ্লিকেশন আরেকটি অ্যাপ্লিকেশনের সাথে যুক্ত  হয়ে ফিচারগুলি একে অপরের সাথে শেয়ার করে দেয়। কম্পিউটার সফটওয়্যার, অ্যাপ্লিকেশন, ওয়েব অ্যাপ্লিকেশন, ওয়েবসাইট, সার্ভার, ডাটাবেজ ইত্যাদি এপিআইএর মাধ্যমে কানেক্টেড থাকে। এই কানেকশনের মাধ্যমে  সবকিছু নিয়ন্ত্রন এবং সকল ফিচার প্রদানের ক্ষেত্রে সার্ভিসটিকে উন্নত করতে সাহায্য করে।

 

সিপ্যানেল সাধারনত ২ প্রকার-

১। Root and Resellar Admin Panel (WHM)

২। customer control panel (cPanel)

 

১। Root and Resellar Admin Panel:

Root Admin মুলত  সার্ভারের অ্যাডমিন এটি নিয়ন্ত্রন করে। একটি সার্ভারে কতগুলো ওয়েব সাইট, ACCOUNT আছে এর সকল details এবং সার্ভার কনফিগারেশনের সকল তত্থ্য এখানে থাকে।

 

Resellar অ্যাডমিনরা সাধারনত Root অ্যাডমিনদের থেকে Resellar হোস্টিং কিনে থাকেন।

পরবর্তিতে Resellar অ্যাডমিনরা সাধারন ইউজারদেরকে সি-প্যানেল ভাগ করে দেন। কিন্তু Resellar সি-প্যানেলে  বেশ কিছু ফিচার থাকে যা সাধারন ইউজারদেরকে দেওয়া সি-প্যানেলে থাকেনা।

 

২। customer control panel (cPanel):

সাধারন ইউজাররা এই customer control panel হোস্টিং প্রোভাইডারগন এর কাছ থেকে নিয়ে থাকে।

 

সি-প্যানেলের অনেকগুলা  tools আছে। তারমধ্যে কিছু উল্লখযোগ্য tools সম্পর্কে আলোচনা করা হল-
Files
ফাইল এর মধ্যে কিছু ফিচার আছে যেমন-

  • File manager
  • Images
  • Directory Privacy
  • Disk Usage
  • Web Disk
  • FTP Account
  • FTP Connections
  • Backup
  • File Restoration
  • Backup Wizard
  • যে কোন ওয়েব সাইট পরিপূর্ণ নিয়ন্ত্রণ করার জন্য একটি ফাইল ম্যানেজার থাকে।  বিভিন্ন কাজে বিভিন্ন সময়ে একটি সাইটের নানান ফাইল আপলোড করা, ফাইল মুছে ফেলা, , অথবা এডিট করতে হতে পারে সেই ক্ষেত্রে আপনি এটি ব্যবহার করতে পারেন।

 

  • Images-এ আপনি বিভিন্ন ধরনের Images সঙ্ক্রান্ত  তথ্য রাখতে পারবেন। এখানে আপনি  ইমেজ কনভার্ট করতে ও ইমেজ এর ফরম্যাট পরিবর্তন করতে পারবেন।

 

  • Directory Privacy তে আপনি আপনার  নির্দিষ্ট ফোল্ডার বা ডিরেক্টরিতে তে পাসওয়ার্ড দিয়ে  লক করে রাখতে পারেন।

 

  • Web Disk এর মুল উদ্দেশ্য হল আপনার কম্পিউটার থেকে যদি কোন ফাইল অন্য  সাইটে নিতে অথবা সার্ভার থেকে যদি কোন ফাইল মুছে ফেলতে বা এডিট করতে চান সেক্ষেত্রে ব্যবহারিত হয়।

 

  • এছাড়া Disk Usage হল সি প্যানেল এর ফাইল ম্যানেজার মধ্যে  অন্যতম একটি ফিচার। একটি ওয়েব সাইটে হাজার হাজার ছবি, ভিডিও, বা বিভিন্ন ফাইল থাকতেই পারে। এটি মাধ্যমে  আপনি জানতে পারবেন আপনার ওয়েব সাইটে কতটুকু স্পেস ব্যবহারিত হয়েছে বা আপনার ওয়েব সাইটের কতখানি জায়গা সার্ভার দখল করেছে। এখানে আপনার ওয়েব স্পেস সংক্রান্ত সকল তথ্য থাকবে।

 

  •  Backup ওয়েবসাইটের জন্য খুবই গুরুত্তপুর্ন বিষয়। এর মাধ্যমে আপনার ওয়েব সাইটের  সকল তথ্য বা ফাইল যদি কোন কারনে হারিয়ে যায় বা কোন কোডিং এর সমস্যা হলে এই ব্যাকআপ রিস্টোরের মাধ্যমে পুনরায় ফিরে পাবেন।

 

  • আপনার ওয়েব সাইটকে সুরক্ষিত রাখার একটি গুরুত্তপুর্ন সিস্টেম হলো  Backup Wizard। সিপ্যানেলে সাধারনত Backup এর দুটি অংশ - Backup, Backup Wizard। দুটি অংশের কাজ একই রকম হলেও Backup Wizard এর কাজ একটু ভিন্ন। Backup Wizard এর মাধ্যমে আবার  ফাইল  রিস্টোর এবং ব্যাকআপ ফাইলটি ডাউনলোড করে রাখতে পারবেন।

 

  • FTP Accounts বলতে সাধারনত File Transfer Protocol-কে বোঝায়। যেমনঃ ফাইল ডাউনলোড, আপলোড এসকল কাজের জন্য FTP Accounts ব্যবহারিত হয়।

 

  • FTP Connections এর মাধ্যমে আপনি আপনার FTP একাউন্টের সকল তথ্য দেখতে পারবেন।

আজকের পর্ব  এই পর্যন্তই। পরবর্তিতে  সি-প্যানেল নিয়ে সবগুলো পর্ব দেখার জন্য https://blog.mylighthost.com/bn/category/বাংলা ব্লগের সাথেই থাকুন।

 

Level 2

আমি ছায়া ইয়াসমীন। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 5 বছর 8 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 22 টি টিউন ও 0 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 3 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 1 টিউনারকে ফলো করি।

আমি ছায়া ইয়াসমিন । একজন Brand Promoter -MyLightHost( web hosting service provider)


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

আপনার সাথে যোগাযোগ করতে চাই। আমি আরও শিখতে চাই। প্লিজ
https://www.facebook.com/pretom.kazi