তথ্য প্রযুক্তির প্রসারে বর্তমানে বড় মাধ্যমগুলোর মধ্যে একটি হল ওয়েবসাইট। বিশ্বের বিভিন্ন দেশে এমন কি বাংলাদেশেও অসংখ্য ওয়েব হোস্টিং কোম্পানি আছে যারা ভালো মানের হোস্টিং সেবা প্রদান করে থাকে তার মধ্যে উল্লেখ্যযোগ্য একটি কোম্পানি হল mylighthost.
এটি ওয়েব হোস্টিং কোম্পানি হিসাবে ২০১৩ সালের শেষের দিকে প্রতিষ্ঠিত হয়। বর্তমানে বাংলাদেশের সবচেয়ে ভালো মানের সার্ভিসের সাথে ডোমেইন রেজিস্ট্রেশন ও ওয়েব হোস্টিং স্বল্পমুল্য Mylighthost কোম্পানিই দিয়ে থাকে। এটি একটি নির্ভরযোগ্য ডোমেইন এবং ওয়েব হোস্টিং কোম্পানি। কম দামে ভালো মানের সার্ভিস প্রদান করাই কোম্পানির লক্ষ। তারা দীর্ঘ ৬ বছর তাদের গ্রাহকদের এই সার্ভিস প্রদান করে আসছে এবং এ পর্যন্ত ২০০০+ ক্লায়েন্টকে সফলতার সাথে ডোমেইন রেজিস্ট্রেশন ও ওয়েব হোস্টিং সার্ভিস প্রদান করছেন।
অনান্য ওয়েব হোস্টিং কোম্পানি থেকে mylighthost এর সার্ভিস প্রদানে সেরা কেন? নিচে কিছু feature দেওয়া হল-
১। সিপ্যানেল:
সিপ্যানেল হচ্ছে সর্বাধিক ব্যবহারিত ওয়েবসাইট কন্ট্রোল প্যানেল যেটার মাধ্যমে সার্ভারের সকল রিসোর্স নিয়ন্ত্রন করা হয়ে থাকে। অনান্য কিছু ওয়েব হোস্টিং কোম্পানি তাদের গ্রাহকদের সকল কার্যক্রমের জন্য সিপ্যানেল দিয়ে থাকেন না যেটা Mylighthost কোম্পানি তাদের গ্রাহকদের ব্যাকআপ আপ, বিভিন্ন FTP অ্যাকাউন্ট তৈরি, ডোমেইন সংখ্যা, সাব ডোমেইন, মেইল একাউন্ট ইত্যাদি সমুহ কার্যক্রমের জন্য সিপ্যানেল দিয়ে থাকেন।
২। ব্যাকআপ:
আপনার ওয়েব সাইটের ডাটা হারিয়ে যায় তবে সেক্ষেত্রে পুনরায় ফিরে পাবার জন্য লোকাল সার্ভার এবং রিমোট ব্যাকআপের ব্যবস্থা আছে। অনান্য ওয়েব হোস্টিং কোম্পানিতে শুধুমাত্র লোকাল সার্ভারের ব্যাকআপ দিয়ে থাকে কিন্তু এখানে আপনার ডাটা গুলো হারিয়ে গেলেও আপনার ওয়েব সাইটের ডাটা mylighthost রিমোট সার্ভারে থাকবে, যদি কোন কারনে লোকাল সার্ভারের ডাটা ড্যামেজ হয়ে যায় সেক্ষেত্রে রিমোট সার্ভারের ব্যাকআপের মাধ্যমে রিস্টোর করে থাকে।
৩। সাপোর্ট:
Mylighthost এর সার্ভিসগুলি অনান্য ওয়েব হোস্টিং কোম্পানির থেকে অত্যান্ত নির্ভরযোগ্য কারন তারা 99.99% আপটাইম গ্যারান্টি দিয়ে থাকেন। তাছাড়া টেলিফোন, লাইভচ্যাট, ইমেইল মাধ্যমে সাপোর্ট দেন এবং আইভিআর এর মাধ্যমেও গ্রাহকদের সমস্যা সমাধান করেন যেটা অনান্য ওয়েব হোস্টিং কোম্পানি দেন না।
৪। সিকিউরিটি :
অনান্য ওয়েব হোস্টিং কোম্পানির তুলনায় Mylighthost সার্ভার শুরুক্ষার ক্ষেত্রে বেশি সিকিউরিটি প্রদান করে-
৫। ফ্রী মাইগ্রেশন :
সাধারনত অনান্য কিছু ওয়েব হোস্টিং কোম্পানি, যেখানে হোস্টিং সার্ভিস ট্রানাস্ফারের ক্ষেত্রে fee লাগে কিন্তু এখানে যদি আপনার হোস্টিং সার্ভিস টি যদি mylighthost কোম্পানিতে ট্রানাস্ফার করতে চান তাহলে আপনি কোন ঝামেলা ছাড়াই ফ্রিতে আপনার হোস্টিং টি মাইগ্রেশন করতে পারবেন।
৬। ডিস্ক স্পেস :
অনান্য ওয়েব হোস্টিং কোম্পানি স্টোরেজ সিস্টেম HDD, এবং mylighthost কোম্পানির স্টোরেজ সম্পূর্ণ SSD। যার ফলে অনান্য হোস্টিং কোম্পানি হতে এই কোম্পানির লোড হয়ে থাকে ২০ গুন ফাস্ট।
৭। ফ্রী ট্রায়াল :
এখানে নতুন গ্রাহকদের ৩০ দিনের জন্য সার্ভিস ব্যবহারের সু্যোগ দিয়ে থাকে যেটা অনান্য বড় বড় কোম্পানিগুলোতে দেওয়া হয় না অথবা খুব সল্পমেয়াদে দেওয়া হয়।
৮। মানিব্যাক গ্যারান্টি:
কিছু ওয়েব হোস্টিং কোম্পানিতে সাধারনত শেয়ার্ড হোস্টিং এর উপর এই মানিব্যাক গ্যারান্টি অফার করে। কিন্তু এখানে mylighthost কোম্পানি তার গ্রাহকদের শেয়ার্ড হোস্টিং, রিসেলার, এবং ক্লাউড হোস্টিং এর উপর ৩০ দিনের জন্য মানিব্যাক গ্যারান্টি অফার করে থাকেন। যদি কোন ক্লায়েন্ট ৩০ দিনের মধ্যে তার অ্যাকাউন্টি বাতিল করেন তবে কোন কারন ছাড়াই তার টাকা ফেরত দিবে।
উপরিউক্ত প্রয়োজনীয় ফিচারগুলোর মাধ্যমে বিবেচনা করা যায় যে, কোম্পানি ক্লায়েন্টদের প্রত্যশার উপর ভিত্তি করে সমাধান সবরাহ করে উচ্চ মানের সার্ভিস প্রদান করে। mylighthost সর্বদা সর্বত্তম সার্ভিস প্রতিশ্রুতিবদ্ধ কারন, তাদের একমাত্র লক্ষ ও উদ্দেশ্য হল সার্ভিস প্রদানের মাধ্যমে ক্লায়েন্টদের সন্তুষ্ট করা।
আরও বিস্তারিত জানতে ভিজিট করুন তাদের ওয়েবসাইটে:=> https://www.mylighthost.com/
আমি ছায়া ইয়াসমীন। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 5 বছর 9 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 22 টি টিউন ও 0 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 3 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 1 টিউনারকে ফলো করি।
আমি ছায়া ইয়াসমিন । একজন Brand Promoter -MyLightHost( web hosting service provider)
আপনার পণ্য ও সেবার ডিজিটাল মার্কেটিং করুন টেকটিউনসের সুবিশাল ৪ কোটি এর সৌশল নেটওয়ার্কে।
টেকটিউনসে ডিজিটাল মার্কেটিং করুন ১০ ধরনের এডভার্টাইজমেন্ট অপশনের মাধ্যমে। দারুন Competitive প্রাইজে আপনার পণ্য, সেবা ও ব্র্যান্ডের বিজ্ঞাপণ দিন আর পান ৩০০% এর ও বেশি রেসপন্স।
টেকটিউনসে বিজ্ঞাপণ দিতে ক্লিক করুন