This Online Course on Bohubrihi will teach you How to Create eCommerce Website With Woocommerce

Why Should You Learn Woocommerce?

WooCommerce ওয়ার্ডপ্রেসের সবচেয়ে জনপ্রিয় ই-কমার্স (অনলাইন বিজনেস) প্লাগিন। বর্তমানে অনেক গুলো হোস্টিং কোম্পানি WooCommerce এর জন্য বিশেষ হোস্টিং ব্যবস্থা তৈরি করছে।

কেনো এটি এতো জনপ্রিয়?

এক্সটেনশন এবং থিম – WooCommerce এর জন্য শত শত থিম আর এক্সটেনশন আছে যার কারনে আপনি সহজেই আপনার ই-কমার্স সাইটে নতুন নতুন ফিচার যোগ করতে পারবেন। থিমের সংখ্যা বেশি হওয়ায় সাইটের ডিজাইনের ক্ষেত্রে অপশনও বেশি।

ডিজিটাল ও ফিজিকাল পণ্য বিক্রি – WooCommerce এর মাধ্যমে ফিজিক্যাল পণ্য ছাড়াও ডিজিটাল পণ্য (যেমন- ই-বুক, মিউজিক, সফটওয়্যার ইত্যাদি) বিক্রি করা সম্ভব। Envira Gallery এর WooCommerce ইন্টিগ্রেশন ব্যবহার করে আপনি ছবিও সহজে বিক্রি করতে পারবেন ওয়েবসাইট থেকে।

অ্যাফিলিয়েট ও বাইরের পণ্য বিক্রি – WooCommerce ব্যবহার করে আপনি অ্যাফিলিয়েট অথবা অন্য সাইটের পণ্য হোস্ট করতে পারেন। আফিলিয়েট মার্কেটার রা প্রোডাক্ট সাইট বানাতে পারে যা ইউজারদের একটা ভাল অভিজ্ঞতা উপহার দিতে পারে।

ইনভেন্টরি ম্যানেজমেন্ট – WooCommerce এ এমন কিছু টুলস আছে যা দিয়ে সহজেই ইনভেন্টরি ম্যানেজ করা যায়। আর চাইলে, আপনি একজন স্টোর ম্যনেজারকে এটা চালানোর দায়িত্ব দিতে পারেন।

পেমেন্ট ও শিপিং (পরিবহন) – জনপ্রিয় পেমেন্ট গেটওয়ে গুলোর জন্য WooCommerce এর বিল্ট-ইন সাপোর্ট সিস্টেম আছে। এছাড়া আপনি চাইলে নতুন পেমেন্ট অপশন যোগ করতে পারেন। এর মাধ্যমে পরিবহন খরচ এবং ট্যাক্সও হিসাব করা যায়।

Why Take This Course On Bohubrihi?

ডোমেইন হোস্টিং কিনে ওয়ার্ডপ্রেস আর Woocommerce ইন্সটল করা থেকে শুরু করে পেমেন্ট সিস্টেম সেটাপ করা পর্যন্ত একটি পূর্ণাংগ ই-কমার্স ওয়েবসাইট তৈরি করার সবগুলো ধাপ বিস্তারিত আলোচনা করা হয়েছে এই কোর্সে। WordPress, Woocommerce বা ওয়েবসাইট ডেভেলপমেন্ট সম্পর্কে নুন্যতম ধারণা না থাকলেও এই কোর্স ফলো করে আপনি আপনার প্রয়োজনমত ই-কমার্স ওয়েবসাইট বানিয়ে ফেলতে পারবেন।

প্রতিটি লেসনের সাথে রয়েছে এসাইনমেন্ট এবং কুইজ; এর মাধ্যমে যা যা শেখানো হচ্ছে শিক্ষার্থীরা তা ঠিক মত প্রয়োগ করতে পারছে কিনা সেটি যাচাই করা হবে। প্রজেক্ট বেইজড এসাইনমেন্টগুলো কোর্সের ইন্সট্রাক্টর নিজে পরীক্ষা করবেন এবং ফীডব্যাক প্রদান করবেন। এছাড়া যেকোনো সমস্যায় প্রতিটি টপিকের নিচে ডিসকাশন ফোরাম রয়েছে; সেখানে সাহায্য চাইলে ইন্সট্রাক্টর সহায়তা করবেন।

 

What Will You Learn From This Course?

আমরা দেখবো কিভাবে ওয়ার্ডপ্রেস, woocommerce এবং এর জন্য স্টাইলিশ থীম ইন্সটল করে Shop, Cart, My Account, Checkout ও অন্যান্য পেইজ সেট আপ করতে হয়। কিভাবে ওয়েবসাইটে বিভিন্ন ধরনের প্রোডাক্ট আপলোড করতে হয় (যেমন- Physical Product, Virtual Product, Simple Product, Variable Product ইত্যাদি)। এরপর দেখবো কিভাবে প্রয়োজনমত Woocommerce এর Settings ঠিক করে নিতে হয় এবং কোন কোন সেটিংস কিভাবে ওয়েবসাইটে প্রভাব ফেলে। প্রোডাক্ট, হোম ডেলিভারি, চেকআউট, কার্ট, পেমেন্ট ও একাউন্টের সবকিছু ঠিকঠাক কিভাবে করতে হয় তা দেখবো আমরা। ওয়েবসাইট থেকে কখন এবং কিভাবে কাস্টমার এবং এডমিনের কাছে অটোমেটিক ইমেইল চলে যাবে সেটা আমরা ঠিক করে নিতে শিখব। ই-কমার্স বিজনেসের অন্যতম গুরুত্বপূর্ণ একটা ফিচার হচ্ছে কুপন এবং ডিসকাউন্ট। আমরা বিভিন্নভাবে কুপন কিভাবে ইস্যু করে তা ব্যবহার করতে হয় সেটি দেখবো। তাছাড়া ওয়েবসাইটে কাস্টমাররা যেসব অর্ডার করল সেগুলো ম্যানেজ করা, সেগুলোর এনালাইজ করা, এবং ওয়েবসাইটের Transaction Reports সংরক্ষণ ও ব্যবহার করতে শিখবো। তারপর আমরা Woocommerce এর জন্য কিছু বাড়তি প্লাগিন ইন্সটল করে সেগুলো দিয়ে ওয়েবসাইট আরও সমৃদ্ধ করবো। সব শেষে দেখবো থীমের স্টাইল কিভাবে ঠিক ঠাক গুছিয়ে নিতে হয়- এবং তারপরই আপনার ওয়েবসাইটটি টাকা আয় করার জন্য সম্পূর্ণ রেডি হয়ে যাবে।

ভবিষ্যতে কোর্সে আরও অনেকগুলো এডভান্সড টপিক যুক্ত হবে এবং দামও বাড়বে তার সাথে সাথে। তবে অলরেডি যেসকল শিক্ষার্থী কোর্স কিনে রেখেছেন/রাখবেন; তাদের বাড়তি কোনো টাকা খরচ করতে হবে না বাড়তি টপিকগুলোর জন্য 😀

To take this course, visit: https://www.bohubrihi.com/course-pages/woocommerce-wordpress/

Level 0

আমি বহুব্রীহি অনলাইন কোর্স। , Bohubrihi বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 5 বছর 8 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 4 টি টিউন ও 0 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 1 টিউনারকে ফলো করি।

Bohubrihi is an online educational marketplace that offers professional Bangla online courses, nano degrees, tutorials, workshops, webinars and training to help students & professionals master new skills with the help of our freelance online instructors and partner organizations.


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস