খুব তাড়াতাড়ি ব্লগার ব্লগস্পটে Google Adsense approve করান আর খুব বেশি করে আয় করুন

আপনি যদি নতুন ব্লগার হন কিংবা অনেকদিন থেকে টিউন লিখছেন ব্লগার-এ কিন্তু google adsense -এর approval পাচ্ছেন না তাহলে এই আর্টিকেলটি পুরোটা দেখতে থাকুন, আপনার সমস্যা অবশ্যয় সমাধান হবে।

১. google adsense -এর কিছু বেসিক নিয়ম থাকে যা আপনার অজানা থাকতে পারে, তাই adsense account চালু করার আগে google adsense সম্পরকে বিস্তারিত জানুন।

২. ব্লগার-এ আপনি যদি adsense চালু করাতে চান তাহলে অবশ্যই একটা top level -এর domain name কিনুন online website থেকে। এটা নয় যে blogspot.com -এ adsense approve হয় না। এতেও হয় কিন্তু adsense -এ apply করার অনেক দিন পর আপনি approval পাবেন তাও আবার বেশিরভাগ সময় reject হয়ে যায়।

৩. micro niche blogging অথবা news blogging করুন তাহলে তাড়াতাড়ি আপনার ব্লগ সাইটে ট্রাফিক পাবেন। যার ফলে adsense approval খুব তাড়াতাড়ি পেয়ে যাবেন। আপনি যদি না জেনে থাকেন micro niche blogging  কি, তাহলে টিউমেন্ট করুন আমি এ বিষয়ে একটি আর্টিকেল লেখার চেস্টা করবো।

৪. ব্লগার ব্লগে adsense account create করার আগে কম করে আপনার ব্লগ সাইটে ৩০-৪০ টা মতো টিউন অবশ্যই থাকতে হবে। এবং ১০, ০০০ views হওয়া পর্যন্ত অপেক্ষা করুন। মাত্র ১০০০ blog views হলেই নীচে দেওয়া ছবির মত sign up for adsense বাটনটি active হয়ে যাবে। কিন্তু ভুলেও এখনই ওখানে ক্লিক করবেন না। তাহলে আপনার adsense reject হয়ে যেতে পারে। তাই ১০০০০ view হওয়ার পরেই apply করুন।

৫. (contact us, privacy policy, terms and conditions, about us) -এই পেজ গুলিকে অবশ্যই তৈরি করুন আপনার ব্লগে, তা না হলে আপনার ব্লগ adsense approval পাবে না। আপনি যদি না জেনে থাকেন এগুলো কি করে বানাবেন তাহলে টিউমেন্ট করুন -এই নিয়ে একটি টিউন তৈরি করা হবে।

Level 0

আমি সুমন মন্ডল। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 5 বছর 8 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 2 টি টিউন ও 0 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস