সারা পৃথিবীতে সব থেকে জনপ্রিয় একটি প্রোডাক্ট হলো মুভি এবং বিনোদন জগত। আর এই মুভি নিয়ে যদি আপনি কাজ করেন তাহলে কখনোই আপনি লস করবেন না। মানুষ প্রচুর মুভি, টিভি সিরিজ দেখে। আপনি অনলাইনে সার্চ দিলে দেখতে পারবেন যে মুভি সাইট গুলা সব থেকে বেশি জনপ্রিয়। কিন্তু আপনি হয়তো ভাবছেন একটা মুভি সাইট বানানো এবং এতো এতো ইনফরমেশন কালেক্ট করা অনেক সময়ের ব্যাপার। আসলে কিছুই না, এটা খুবই সহজ।
আপনি নিয়মিত আপনার সাইট আপডেট করলে প্রতি মাসে ৫ হাজার ডলার ইনকাম করা কিছুই না। কিন্তু আপনি একটু ভাবুন প্রতিদিন IMDB থেকে ৫০টি মুভির ইনফরমেশন দিতে আপনার কমপক্ষে ১২ ঘন্টা টাইম লাগবে, আর যদি ওই ৫০টি মুভির ইনফরমেশন যদি আপনি ২০ মিনিটে দিতে পারেন তাহলে তো আর কথায় নেই। সাইট চালাইতে আপনাকে কিছুই করতে হবে না, আপনি জাস্ট IMDB থেকে একটি কোড নিয়ে আপনার সাইটে ইনপুট করলেই IMDB র সমস্ত ইনফরমেশন আপনার সাইটে চলে আসবে।
আপনার কাজ হবে প্রতিদিন ৪০-৫০টি মুভি আর টিভি সিরিজের ইনফরমেশন আপনার ওয়েবসাইটে এড করা। চেষ্টা করবেন আরগানিক বা ফ্রি ট্রাফিক নিয়ে আসা। যদিও মুভি সাইটে অটো ট্রাফিক আসতে থাকে আলাদা ভাবে কোনো এসইও করা লাগে না, তবে এসইও করতে পারলে আরো বেশি ভিউ পাবেন। তবে টাকা খরচ করে পেইড ট্রাফিক নেয়ার কোনো প্রয়োজন নেই। টাকা খরচ না করেই যদি আপনার সাইটে প্রচুর ট্রাফিক আসে তাহলে তো টাকা খরচ করার কোনো মানেই হয় না।
iGeneration শুরু করেছে Movie Site Admin Training Campaign. এই ক্যাম্পেইন এর মাধ্যমে আপনি একটি অটোমেশন মুভি সাইট তৈরি করে নিতে পারবেন এবং এডমিন প্যানেল কন্ট্রোল ও সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন(SEO) এর ট্রেনিং নিতে পারবেন।
” অটোমেশন মুভি সাইট – ৩৫ হাজার টাকা
এডমিন প্যানেল কন্ট্রোল ও সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন(SEO) ট্রেনিং – ১৫ হাজার টাকা
টোটাল- ৫০ হাজার টাকা। ”
” তবে সবার পক্ষে এতো টাকা খরচ করে কাজ শুরু করা সম্ভব না। এই জন্য আমাদের কোম্পানি অসাধারণ একটি অফার চালু করেছে। আপনি আমাদের কোম্পানি থেকে অগ্রিম কোনো টাকা পরিশোধ না করেই মুভি সাইট ডেভেলপ করে নিতে পারবেন। সাথে “এডমিন প্যানেল কন্ট্রোল ও সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন(SEO) ট্রেনিং” এর ভিডিও টিউটোরিয়াল ফ্রিতে পাবেন। কিন্তু আপনি যদি আমাদের অফিসে এসে SEO এর ট্রেনিং নিতে চান তাহলে ১৫ হাজার টাকা পে করে ট্রেনিং নিতে হবে। ”
সাইট ডেভেলপ করে নেয়ার পর আমাদের দেয়া ৬০ টি ভিডিও টিউটোরিয়াল (১৫ ঘন্টা) দেখে কিভাবে কাজ করতে হবে সেটা শিখে নিতে পারবেন। ইনকাম করা শুরু করলে আমাদের সাইট ডেভেলপিং এর টাকা পরিশোধ করে দিতে হবে। যতদিন আপনার কোন ইনকাম হবে না ততদিন আপনাকে কোনও টাকা পে করা লাগবে না।
আরো বিস্তারিত জানতে কল করুনঃ ০১৭৮৯২২০৩২১
অফারটি শুধুমাত্র ১০/১২/১৮ তারিখ পর্যন্ত প্রযোজ্য।
ইন্টারভিউ দিতে সরাসরি কল করুন।
আমি ডেল নর। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 8 বছর 7 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 20 টি টিউন ও 2 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 8 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 1 টিউনারকে ফলো করি।