প্রতিদিন বাংলাদেশে গড়ে ১০০০ ডোমেইন বিক্রি হয়। আর প্রতিনিয়ত এই বিক্রির হার বাড়ছে। ডোমেইন রিসেলারের সংখ্যাটাও খুব একটা কম নয়। বর্তমানে ছোট বড় মিলে প্রায় ৫০০০ থেকে ৬০০০ হাজার ডোমেইন রিসেলার রয়েছে। এছাড়া ICANN এর রেজিষ্ট্রিকৃত সদস্য রয়েছে একজন। তাই ব্যবসায়ী থেকে শুরু করে বিভিন্ন প্রফেশনের মানুষের ডোমেইন হোস্টিং কিভাবে কিনতে হয় তা শিখে রাখা কিছুটা জরুরি। ডোমেইন হোস্টিং পূর্বে বিদেশি সাইট থেকে কিনতে হতো তাতে মাস্টার্ড কার্ড, ভিসা কার্ড বা আমেরিকান এক্সপ্রেস কার্ড গুলো দরকার পড়তো। কিন্তু বর্তমানে দেশের মোবাইল ব্যাংকিং এর প্রসার এর কারনে যে কেউ ইচ্ছে করলেই বিকাশ বা রকেটে এর মত মাধ্যম গুলো ব্যবহার করেও ডোমেইন হোস্টিং কিনে নিতে পারছেন খুব সহজে।
নিম্নে আমরা ছবির মাধ্যমে ধাপে ধাপে দেখাবো কিভাবে একটা ডোমেইন হোস্টিং অর্ডার করা যায়-
ডোমেইন এর সাথে হোস্টিং খুব জরুরি। হোস্টিং পছন্দ করার জন্য আমরা যাবো http://www.nhostbd.com এই ওয়েবসাইটে। ওয়েবসাইটের প্রথম পাতায় অনেক গুলো হোস্টিং প্যাকেজ রয়েছে। এখান থেকে যে কোন একটি পছন্দ করতে হবে। ছোট ব্যবসায়ের জন্য কম জিবি হোস্টিং এবং বড় ব্যবসায়ের জন্য একটু বেশি পরিমান হোস্টিং বাচাই করে নিলেই হবে। ওয়েবসাইটে যদি ছবি/ ভিডিও ইত্যাদি বেশি থাকে তাহলে একটু বড় প্যাকেজ গুলো নেয়াটাই ভালো। যেমন ই-কমার্স ব্যাবসায়ের জন্য ১০ জিবি বা ২০ জিবি হোস্টিং নেয়া উত্তম। কেননা ই-কমার্স সাইটে বেশি পরিমান ছবি দিতে হয়।
আমরা প্রথমে ২জিবি হোস্টিং প্যাকেজটা কিনতে আগ্রহী হলাম এবং সেখানে ক্লিক করলাম। ক্লিক করার পর দেখা গেলো আমাদের সামনে Choose a Domain. এই নামে একটি পেইজ ওপেন হয়েছে। যেখানে তিনটা রেডিও বাটন রয়েছে।
নতুন ডোমেইন রেজিষ্ট্রেশন করার জন্য Register a new domain বক্সে ডোমেইন নাম লিখে এক্সটেনশন সিলেক্ট করে চেক করব। চেক করে দেখবো ডোমেইন এর নামটি available রয়েছে কিনা! যতক্ষন ডোমেইন নামটি available দেখাবে না, ততক্ষন পছন্দের বিভিন্ন নাম দিয়ে চেক করতে হবে।
ডোমেইন নেমটি কনফার্ম করার পর Domains Configuration পেইজটি আসবে। এই পেইজে তিনটি চেক বক্স রয়েছে।
এখানে দেখাচ্ছে ডোমেইন এর দাম হোস্টিং এর দাম ইত্যাদি। যেহেতু আমরা একটা ফ্রি াফার পেয়েছি সেই জন্য ডোমেইন এর দাম ০.০০ টাকা দেখাচ্ছে। মানে ডোমেইনটা আমাদেরকে ফ্রি দিচ্ছে। টাকার ঘরে ডলার দেখাচ্ছে! যেহেতু আমরা টাকায় কিনতে চাই, তাই নিচে Choose Currency এই ঘরে BDT দেখিয়ে দিলাম। N HOST BD এর Promo Code থাকলে এই ঘরে Promo Code বসিয়ে ডিসকাউন্ট পাওয়া যাবে। বিভিন্ন বিজ্ঞাপণে তাদের Promo Code দেখা যায়। কারো প্রয়োজন হলে সেখান থেকে সংগ্রহ করে নিবেন।
Choose Currency পরিবর্তন করা পর আমাদের কাঙ্খিত BDT তে দেখাচ্ছে। ডোমেইন হোস্টিং এর দাম ২০০০ টাকা দেখাচ্ছে। একের অধিক ডোমেইন হোস্টিং কিনতে চাইলে Continue Shopping বাটনে ক্লিক করে নেয়া যাবে। যেহেতু আমরা একটি প্যাকেজ কিনবো তাই চেকআউট করলাম।
ডোমেইন হোস্টিং কিনতে অবশ্যই ঠিকানা যথাযথ ভাবে পূরন করতে হবে। ঠিকানা ভুল ভাবে পূরন করলে ভবিষ্যতে সমস্যার সম্মূক্ষিন হতে হবে। N HOST BD তে পূর্বে একাউন্ট থাকলে শুধু মাত্র Already Registered বাটনে ক্লিখ করে ইমেল পাসওয়ার্ড দিয়ে কিনে নেয়া যাবে।
Registered কাস্টমার না হলে তথ্য দিয়ে Checkout বক্সটা পূরণ করতে হবে।
ইনভয়েস পিডিএফ(PDF) ডাউনলোড করে নেয়া যায় এখান থেকে। ইনভয়েস এর মধ্যে ইনভয়েস আইডি দেয়া আছে। UNPAID এর নিচে কিভাবে টাকা দিতে হবে তা লেখা আছে। রকেটে পেমেন্ট করার জন্য মোবাইল অপশনে গিয়ে ডায়াল করতে হবে *৩২২# তারপর 1 টাইপ করতে হবে (Payment) পরের ধাপে 2 টাইপ করতে হবে (Merchant Pay) তারপর নাম্বার দিয়ে রেফারেন্স নাম্বার বসিয়ে পিন কোড দিয়ে টাকা পাঠিয়ে দিতে হবে।
টাকা পাঠানোর ১৫ থেকে ২০ মিনিটের মধ্যে ডোমেইন হোস্টিং একটিভ হয়ে যাবে। একটিভ ডোমেইন হোস্টিং এর cPanel পেতে মেইলের ইনবক্স এবং স্প্যাম বক্স চেক করেত হবে।
মেইল থেকে New Account Information মেইলটি অপেন করার পর cPanel এর আইডি পাসওয়ার্ড পেয়ে গেলাম। এবার আমরা আমাদের ওয়েবসাইটের কাজ শুরু করতে পারবো।
ডোমেইন হোস্টিং কেনার ক্ষেত্রে সবচেয়ে বড় বাধা হচ্ছে কন্ট্রোলার। যে সকল কোম্পানি ডোমেইন হোস্টিং কন্ট্রোলার দিতে ব্যার্থ হবে তাদের থেকে ডোমেইন হোস্টিং কোন ভাবেই কেনা ঠিক হবে না। N HOST BD থেকে ডোমেইন হোস্টিং কিনে আমি চিন্তামুক্ত। কারণ আমার কাছে ডোমেইন হোস্টিং এর কেন্ট্রালার রয়েছে।
আমি মুজাহিদুল ইসলাম। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 7 বছর 8 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 5 টি টিউন ও 2 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 4 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
আপনার পণ্য ও সেবার ডিজিটাল মার্কেটিং করুন টেকটিউনসের সুবিশাল ৪ কোটি এর সৌশল নেটওয়ার্কে।
টেকটিউনসে ডিজিটাল মার্কেটিং করুন ১০ ধরনের এডভার্টাইজমেন্ট অপশনের মাধ্যমে। দারুন Competitive প্রাইজে আপনার পণ্য, সেবা ও ব্র্যান্ডের বিজ্ঞাপণ দিন আর পান ৩০০% এর ও বেশি রেসপন্স।
25 August 2018 এর আগে অর্ডার করলে পাচ্ছেন ২০০০ টাকা বোনাস + ফ্রি ব্যানার ডিজাইন + ফ্রি ডিজিটাল মার্কেটিং কনসাল্টেশন।
টেকটিউনসে বিজ্ঞাপণ দিতে ক্লিক করুন