নেট কানেকশন ছাড়াই ফোনকে লোকালহোস্ট বানিয়ে wordpress ইন্সটল করে wp theme আপলোড দিয়ে ওয়েব ডিজাইন করা শিখুন

কিভাবে আপনার ফোনে ওয়ার্ডপ্রেস ইন্সটল করবেন ও ফোনকে লোকালহোস্ট বানাবেন আশা করি টিউন পড়লেই বুঝতে পারবেন আর না পারলে ভিডিও টি আশা করি পারবেন। ভিডিও নিচে এম্বেড করা আছ।
ধাপ সমূহ:

1) ডাউনলোড সফটওয়ার আর সার্ভার রান
2) ডাটাবেজ তৈরী
3) ওয়ার্ডপ্রেস ইন্সটল

ধাপ-১ঃ

প্রথমে আপনার ফোনকে ওয়েব সার্ভারে পরিণত করতে হবে। আর সার্ভার বানানোর জন্য একটা অ্যাপস আছে এনড্রয়েড ফোনের জন্য। তার নাম বিট ওয়েব সার্ভার। অবশ্য একটা না আরও অনেক সার্ভার আছে তার মাঝে এই অ্যাপসটিই আমার কাছে ভাল লেগেছ। আর অন্যান্য অ্যাপস ও ইউজ করতে পারেন মোটকথা আপনার ডাটাবেজ আর এপাচি/ওয়েব সার্ভার চালু হলেই হলো।

আমি প্রো - টাই ইউজ করেছি কারন ফ্রি টা ঝামেলা করে। এইবার চলুন আগে সার্ভার রান করি।

অ্যাপস টি ইনস্টল করার পর চালু করুন। তারপর নিচের ইমেজের মতো ওয়েব আর ডাটাবেজ সার্ভার চালু করুন। Web Server, Database Server চালু করার পর (bits web server) অ্যাপস টি মিনিমাইজ বা ব্যাকগ্রাউন্ড এ রেখে দিন যাতে চলতে থাকে। মানে বের হয়ে আসুন।

al mamun wp0

আপনার সার্ভার চালু হয়ে গিয়েছে। আপনার ফাইল ম্যানেজার এ গিয়ে দেখুন www নামে একটি ফোল্ডার তৈরী হয়েছে। এটাই আপনার হোম ডিরেক্টরি বা পাথ এই ফোল্ডার এর ভিতরেই আমরা আমাদের প্রজেক্ট চালাবো। আর www ফোল্ডার না পেলে তৈরী করে নিন সাধারণত এই অ্যাপস এই ফোল্ডার তৈরী করে। আর কিছু সার্ভার অ্যাপস আছে www এর স্থলে htdocs ফোল্ডার তৈরী করে। আপনি চাইলে সেটিংস থেকে ইচ্ছে মতো আপনার পছন্দের পাথ বা ডিরেক্টরি সেট করতে পারবেন।

হোস্টিং এর কাজ শেষ মানে আপনার www ফোল্ডারটি হলো আপনার হোস্টিং। এখানে আপনার সম্পুর্ন প্রজেক্ট রান করাতে পারবেন। আপনার ডোমেইন হবেঃ localhost:8080 মানে আমরা যখন গুগল ডট কম লিখে এন্টার দেই তখন গুগল ডট কম হলো ডোমেইন আর সেই ডোমেইন একটি আইপির সাহায্যে তার রুট ফাইলে এক্সেস নেই। আমরা যখন আমাদের ডোমেইন রান করব তখন আমার রুট ফাইল হবে www

নোটঃ আামাদের হোস্টিং + ডোমেইন হলো। এখন ব্রাউজ করার পালা। ব্রাউজ করার জন্য ক্রোম ব্রাউজার ব্যবহার করা ভাল। তবে অপেরা আপডেট টা ও ইজ করতে পারেন, অথবা ইউসি বা ফোনের ডিফল্ট ব্রাউজার। ** তবে এই ডোমেইন কিন্তু অনলাইন না অফলাইন যা শুৃধু আপনার ফোন থেকেই এক্সেস নিতে পারবেন অথবা কোন ওয়াই ফাই জোনে কানেক্ট থাকা সকলেই ব্রাউজ করতে পারবে। নির্দিষ্ট আইপি ব্যবহার করে। আর গুগল হলো অনলাইন এর সবাই এক্সেস নিতে পারবে। (উদাহরন)**

ধাপ-২ঃ

ডাটাবেজ তৈরী, ডাটাবেজ হল তথ্যের ভান্ডার যেখানে সব কিছু স্টোর থাকে। আরও জানতে গুগলে সার্চ করতে পারেন।

ব্রাউজার এ গিয়ে নিচের এড্রেস এ ঢুকুনঃ ডোমেইন/phpmyadmin

যেমনঃ localhost:8080

এইবার একটা পেইজ আসবে। সাধারনত ডিফল্টভাবে যা থাকে তা দিন।

Username: root

Password:

নোটঃ পাসওয়ার্ডের বক্স খালি রাখুন। তারপর Go মানে সামনে আগান।

al mamun wp1

আরেকটা পেইজ পাবেন সেখানের সাইডবার থেকে new অথবা Database এর উপর ক্লিক করলে নতুন বক্স পাবেন বক্সে ইচ্ছামত ডাটাবেজ নাম দিয়ে ডাটাবেজ তৈরী করুন। যেমন আমি দিলাম (asifulmamun) তবে আপনারা যাইই দেন তা মনে রাখবেন।

তারপর create বাটনে ক্লিক করে তৈরী করে ফেলুন ডাটাবেজ। আর সাইডবার এ চেয়ে দেখুন আপন যে নামে ডাটাবেজ তৈরী করেছে তা এসে গেছে।

al mamun wp2

ধাপ-৩ঃ

ওয়ার্ডপ্রেস ইন্সটল-
প্রথমে wordpress.zip ফাইল ডাউনলোড করুন এই http://wordpress.org ঠিকানা থেকে আর
Unzip করে ফেলুন আর ভিতরে কিছু ফাইল পাবেন যেমন ('wp-admin, wp-content, etc')
সবগুলো ফাইলকে একসাথে কপি বা কাট করে 'www' ফোল্ডারে নিয়ে রাখুন অর্থাৎ পেস্ট করুন।

al mamun wp3

এইবার আপনার মেইন ডোমেইনে ব্রাউজ করুন। নিরে মতো পেইজ আসলে সামনে এগিয়ে যান।

al mamun wp4

Databse Name: (আপনি যা দিয়েছিলে ধাপ-২ আমি দিয়ে ছিলাম asifulmamun)

Database user name: root
Password: খালি রেখে দিন।
Server/host: localhost
prefix: wp_ বা (আপনার ইচ্ছে মতো দিতে পারেন। )

তারপর নিচের ইমেইজগুলো ফলো করুন।

al mamun wp5

al mamun wp6

al mamun wp7

al mamun wp8

al mamun wp9

সাইটের নাম ইচ্ছে মত যা ইচ্ছে দিয়ে ফাইল পূর্ণ করে ইন্সটল করতে পারবে তবে সবগুলো খাতায় লিখে রাখা ভাল। কিন্তু username আর password মনে রাখবেন কারন এডমিন পেনেল এ ঢুকতে কাজে লাগবে।

যেমন আমরা যা পুরণ করে এসেছি

Phpmyadmin Username: (root)

passwotd: (খালি বক্স)

Database name: (asifulmamun, or your text)

তারপর Install WordPress (ইমজের মতো) ক্লিক করে ওয়ার্ডপ্রেস ইন্সটল করে ফেলুন। এইবার আপনার সাইট দেখার জন্য ডোমেইন এ যান, ব্রাউজারে গিয়ে লিখুনঃ localhost:8080

আপনার কাজ শেষ আপনি ওয়ার্ডপ্রেস ইন্সটল করে ফেলেছেন। না পরলে নিচে ভিডিও + সাইটে অনেক টিউন আছে ওয়ার্ডপ্রেস সম্পর্কে। মোটকথা: সার্ভার যেহেতু রান করেছেন এইগুলাও পারবেন।


এক্সট্রা
আর এডমিন পেনেল এর জন্য এড্রেসঃ localhost:8080/wp-admin
username: (রেজিঃ এর সময় যা দিয়েছিলেন)
password: (রেজিঃ এর সময় যা দিয়েছিলেন)
লগ ইন করলে আপনার ড্যাশবোর্ড পাবেন।

এখন আপনি চাইলে থিম পরিবর্তন ও করতে পারেন।

1) upload theme 2) file manager এর মাধ্যমে।
পদ্ধতি-১ঃ
ড্যাশবোর্ড এ যান(লগ ইন করে) যেমনঃ
localhos:8080/wp-admin
তারপর নিচের পদক্ষেপ অনুসরণ করুন।
তারপর ক্লিক menu>appearence>themes>add new>upload

al mamun wp10

al mamun wp11

al mamun wp12

তারপর ক্লিক menu>appearence>themes>
এইবার কিছু থিম দেখতে পাবেন আপনি আপননার থিমটি দেখে theme এ ক্লিক করে একটিভ করে

ডাউনলোড করা থিম আনজিপ করে বা এক্সট্রাক্ট করে www ফোল্ডার >wp-content ফোল্ডার>themes ফোল্ডার এ গিয়ে আপনার থিম টি রাখুন আপনার এডমিন প্যানেল।

তারপর আবার

menu>appearence>themes>
এইবার কিছু থিম দেখতে পাবেন,
আপনি আপনার থিমটি দেখে theme এ ক্লিক করে একটিভ করে নিন।

al mamun wp13

al mamun wp14

নোটঃ না বুঝলে ভিডিও দেখতে পারেন
আপনি পোস্টটি শেয়ার করুন নিজের নামে শেয়ার করলে ও আমার কোন আপত্তি নেই।

আল মামুন
কিশোরগঞ্জ

Level 1

আমি আল মামুন। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 8 বছর 11 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 3 টি টিউন ও 5 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 2 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 1 টিউনারকে ফলো করি।

Expert In WordPress & Full Stack Web Developer.


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

মাত্র ৫০ টাকায় মিলবে ওয়েব হোস্টিং! ভিজিট > https://hostcart.net

আমাজে একটা ওএবসাইট খুলে দিতে পারবেন টাকা যা লাগে দিবো

    হ্যা, পারবো। আপনি চাইলে নিজে বাংলাদেশি অথবা বাহিরের হোস্টিং প্রোভাইডার থেকে হোস্টিং নিতে পারেন। আর আমি শুধু মাত্র ডিজাইনার। আর বাংলাদেশের লোকাল কারেন্সিতেই আপনি বাংলাদেশের হোস্টিং প্রোভাইডার থেকে হোস্টিং+ডোমেইন নিতে পারবেন।

    * ধন্যবাদ।