ওয়েবসাইটের ডোমেইন এর প্রথমে WWW. যুক্ত করুন

আজকাল অনেক ধরণের ওয়েবসাইটে অনলাইন হয়ে উঠেছে ঢাকার শহরের ফার্মগেট এর মতো। ফার্মগেট যেমন সবসময় ব্যস্ত থাকে ঠিক তেমনি অনলাইনও কিন্তু এখন তেমনই ব্যস্ত থাকে। আজকাল অনেক নতুন নতুন ইন্টারনেট ব্যবহারকারীও ডোমেইন এবং ফ্রী হোষ্টিং সহ অনেক পেইড হোষ্টিং এও নিজস্ব ওয়েবসাইট এবং ব্লগ তৈরী করা শুরু করা দিয়েছে। কিন্তু অনেকেই এদের মধ্যে তেমন অভিজ্ঞ নয় আবার অনেকেই হয়তো বা অভিজ্ঞও।WWW

অভিজ্ঞ বা অনভিজ্ঞ সেটা কথা না।আমি গত কয়েকদিন আগে একটা বিষয় লক্ষ্য করি যে, অনেক জনপ্রিয় এবং জনপ্রিয় ওয়েবসাইট ছাড়াও কিছু ওয়েবসাইটে দেখলাম যে WWW. তাদের ডোমেইন এর প্রথমে চলে আসে স্বয়ংক্রিয়ভাবে। কিন্তু আমার ব্লগটির এমন হয় না। তাই চিন্তায় পরে গেলাম এবং ভাবতে লাগলাম যে কিভাবে এটা করা যায়। যেমন ধরেনঃ আপনি যদি Google.com লিখেন আপনার ওয়েব ব্রাউজারে তাহলে দেখবেন যে http://www.Google.com চলে এসেছে এবং ওয়েবসাইট ঠিকমতোই চালু হয়েছে।

তাই অনলাইনে খোঁজাখুঁজি শুরু করে দিলাম এবং পেয়েও গেলাম। এটা তেমন কোন কঠিন কাজ নয়। এটা করতে আপনার ওয়েবসাইটের রুট ডিরেক্টরীতে .htaccess এই ফাইলটির ভেতরে কিছু কোড যুক্ত করে দিতে হবে। তাহলে আপনার সাইটটি সবসময় WWW. সহ চলে আসবে এবং লোড হবে। তাহলে আসুন দেখে নেই যে কিভাবে এই কোডটুকু আপনার ওয়েবসাইটের রুট ডিরেক্টরিতে যুক্ত করবেন।

  • প্রথমে আপনি যে কোন এফটিপি সফটওয়্যার যেমন ধরেনঃ ফাইলজিলা অথবা কিউটএফটিপি দিয়ে আপনার সাইটটিতে লগ ইন করুন।
  • তারপর আপনার সাইটটি যেখানে রাখা আছে অর্থাৎ public_html > এর ভেতরে প্রবেশ করুন। সাধারণত সবাই Public_HTML এর ভেতরেই সাইট এর সকল ফাইল রেখে সাইট চালু করে।
  • তারপর সেখানে দেখবেন যে .htaccess এই নামের একটি ফাইল ফাইল পাবেন। এটাকে ডাউনলোড করুন আপনার পিসিতে অথবা ওপেন করুন। তারপর আমার দেওয়া নিচের কোডটুকু পেষ্ট করে সেভ করে আবার আপলোড করে দিন আপনার রুট ডিরেক্টরিতে। .htaccess এই ফাইলটি নোটপ্যাড দিয়েই চালু করতে পারবেন খুব সহজেই। আর আপনার রুট ডিরেক্টরিতে যদি .htaccess এই ফাইলটি না থাকে তাহলে আপনার কম্পিউটারে প্রথমে নোটপ্যাড ওপেন করুন এবং আমার দেওয়া নিচের কোডটুকু কপি করে পেষ্ট করে দিন এবং সেভ করার সময় ফাইল নেম এর যায়গায় .htaccess এইভাবে নাম দিয়ে সেভ করুন। তাহলেই হয়ে যাবে এবং আপলোড করে দিন আপনার ওয়েবসাইটের রুট ডিরেক্টরিতে। আর একটা কথাঃ কিছু কিছু এফটিপি সফটওয়্যার .htaccess এই ফাইলটি আপনার রুট ডিরেক্টরিতে থাকা সত্ত্বেও দেখাবেনা। তাই যদি পারেন তাহলে কিউটএফটিপি সফট্‌ওয়্যার ব্যবহার করুন। এটা দিয়ে খুব সহজেই ফাইল ডাউনলোড না করেই এডিট সহ আবার সেভও করতে পারবেন। এটা অন্যান্য এফটিপি সফট্‌ওয়্যার এর থেকে অনেক সুবিধা বেশী পাওয়া যায়।

RewriteEngine On
RewriteCond %{HTTP_HOST} !^www\.
RewriteRule ^(.*)$ http://www.%{HTTP_HOST}/$1 [R=301,L]

ব্যাস, এবার কাজ শেষ। এখন আপনার ওয়েবসাইটটি ব্রাউজারে লোড করালেই দেখবেন যে আপনার ওয়েবসাইটটি WWW. সহ লোড হচ্ছে। আশাকরি যে সকলেরই এটা অনেক উপকারে আসবে এবং সকলেই খুব সহজেই এটা করতে পারবেন। আর যদি কোন সমস্যা হয়েই যায় তাহলে তো আমি আছিই। আমাকে জানাবেন। আমি চেষ্টা করবো আপনাকে সাহায্য করতে। ধন্যবাদ সবাইকে।

লেখাটি এখানে প্রথম প্রকাশিত হয়েছে।

Level 0

আমি সুমন খান। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 15 বছর 1 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 29 টি টিউন ও 245 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

My Name Is "SuMoN". I'm Study in "Computer Science & Engineering". I Live in Dhanmondi, Dhaka, Bangladesh.


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

প্রথমে ক্ষমা চেয়ে নিচ্ছি পোষ্টটি দেবার জন্য ।এই মুহুর্তে বাংলাদেশে পেপাল অনেক দরকার তাই আমরা প্রধানমন্ত্রীকে https://www.techtunes.io/help-ask/tune-id/55183/ এই চিঠি পাঠিয়েছি .আপনি যদি পেপাল বাংলাদেশে আশা উচিত্‍ মনে করেন. তবে আমাদের সাথে যোগ দিন । http://www.facebook.com/paypalbd

    এটা কেমন মন্তব্য করলেন? এটাতো স্পামিং এর পর্যায়ে চলে গেল। একটা টিউনে মন্তব্য করতে হলে সেই টিউনটি সর্ম্পকে নেগেটিভ বা পজেটিভ মন্তব্য করেই আপনি অন্য প্রসঙ্গ আনতে পারবেন! এটাই সভ্যতা আর ভব্যতা।

    www সর্ম্পকে না জানা কথাগুলো জানানোয় আপনাকে অনেক ধন্যবাদ।

ওহ! দারুন৷ অনেক অনেক অনেক ধন্যবাদ

সুন্দর টিপস ও কাজের টিপস,
ধন্যবাদ শেয়ার করার জন্য।

Level 0

ধন্যবাদ শেয়ার করার জন্য।

    আপনাকেও ধন্যবাদ মন্তব্য করার জন্য।

আমার wordpress siteএ .htaccess ফাইলে লেখা আছেঃ

# BEGIN WordPress

RewriteEngine On
RewriteBase /
RewriteRule ^index\.php$ – [L]
RewriteCond %{REQUEST_FILENAME} !-f
RewriteCond %{REQUEST_FILENAME} !-d
RewriteRule . /index.php [L]

# END WordPress

আপনার কোডটা কোথায় পেস্ট করব?

    শোভন ভাইয়া,
    আপনি আমার দেওয়া কোডটি আপনার কোডটির একদম নিচে পেষ্ট করে সেভ করে দিন। তাহলে হয়ে যাবে।

    লোডিং এর পর দেখাচ্ছেঃ
    The page isn’t redirecting properly
    CometBird has detected that the server is redirecting the request for this address in a way that will never complete.

    * This problem can sometimes be caused by disabling or refusing to accept
    cookies.

    কীভাবে লিখব দেখালে আবার চেষ্টা করতাম।
    ধন্যবাদ।

      ভাইয়া,
      আমার মনে হয় যে, আপনি যে সাইটে আপনি এটি যুক্ত করেছেন সেই সাইটটি অনেকদিন আগেই আপনি তৈরী করেছেন। এই পদ্ধতিটি ভাল হবে যদি আপনি কোন সাইট তৈরী করার আগে থেকেই এই কাজটি করে নেন। তাহলে এই সমস্যা দেখাবে না। আর তা না হলে আপনার মতো এই সমস্যা দেখাবে। এর কারণ হচ্ছে, এখানে কিছু কোডের কারণে আপনার সাইটের অনেক কিছুই পরিবর্তন হয়ে গেছে এবং যার ফলে এখনও সবকিছু রিডাইরেক্ট করে লোড করতে পারছে না ব্রাউজার। তবে দেরী করতে হবে যতক্ষন না পর্যন্ত সবকিছু একা একাই রিডাইরেক্ট না হয়।

    সাইট ওয়ার্ডপ্রেসে হলে এত কষ্ট করতে হয় নাকি!? জা্সট ড্যাশবোর্ডের জেনারেল সেটিংস থেকে নিজের মত পরিবর্তন করে দিন।

    ধন্যবাদ। বাবর ভাইয়ের পরামর্শে কাজ হয়েছে।

    কি জানতেন না ভাইয়া?

ভাই ফাইলজিলা অথবা কিউটএফটিপি কি ?এবং কোথায় পাবো?blogspot কি www যোগ করা যাবে ????????

ভাই ফাইলজিলা অথবা কিউটএফটিপি কি ?এবং কোথায় পাবো?blogspot কি www যোগ করা যাবে ????????

    ভাইয়া,
    ফাইলজিলা অথবা এফটিপি হলো এফটিপি সফট্‌ওয়্যার। এগুলো দিয়ে আপনি আপনার হোষ্টিং এর রুট ডিরেক্টরীতে কাজ করতে পারবেন এবং ফাইলজিলা সম্পূর্ণ ফ্রী। গুগোলে ফাইলজীলা লিখে সার্চ দিয়ে ডাউনলোড করতে পারবেন খুব সহজেই। আর হ্যাঁ, BlogSpot ব্লগে এটি যোগ করা যাবে না। কারণ, গুগোল আপনাকে এফটিপি ব্যবহার করার সুবিধা দেয়নি।

তা হলে কি করব ভাই!আমরা বোকাসোকা মানুষ আর কোন সাইডে যে নিজের একটা সাইড খুলতে পারি না??????

    ভাইয়া,
    এতো মন খারাপ করে বলার কোন প্রয়োজন নেই। আপনি ইচ্ছা করলেই ফ্রী হোষ্টিং সাইট থেকে হোষ্টিং নিয়ে এবং ফ্রী ডোমেইন নিয়ে ওয়ার্ডপ্রেস দিয়ে অনেক ভালো ধরণের আপনার যেকোন ধরণের সাইট তৈরী করতে পারেন।

!!!!!!!!!!!!!না ভাই!!!!!সেই ভাগ্য কি আমাদের হবে!!!!!!!!!অনেক চেষ্টা করেও পারলাম না!!!!!!!!অনেকে আশ্বাস দেয় কিন্তু কেউ পারে নি!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!

    ভাইয়া,
    কে কি পারেনি সেটা আমি জানি না এবং সেটা কিন্তু জানার এখানে প্রয়োজনও নেই। আপনি কি করতে চান আমাকে বলেন? আমি আপনাকে পারতে সাহায্য করবো এবং তবুও যদি না হয় তাহলে আমি নিজে আপনাকে সাইট বানিয়ে দেব। কেন পারবেন না? আমি তো পেরেছি তাহলে আপনি পারবেন না কেন? কিসের সমস্যা? আমি আপনাকে একটি ফ্রী হোষ্টিং সাইট দেব যেখানে আপনাকে 99.9% সাইট আপ থাকবে এবং কোন সময়ই ডাউন থাকবে না। আমি পরিক্ষিত।