আজকাল অনেক ধরণের ওয়েবসাইটে অনলাইন হয়ে উঠেছে ঢাকার শহরের ফার্মগেট এর মতো। ফার্মগেট যেমন সবসময় ব্যস্ত থাকে ঠিক তেমনি অনলাইনও কিন্তু এখন তেমনই ব্যস্ত থাকে। আজকাল অনেক নতুন নতুন ইন্টারনেট ব্যবহারকারীও ডোমেইন এবং ফ্রী হোষ্টিং সহ অনেক পেইড হোষ্টিং এও নিজস্ব ওয়েবসাইট এবং ব্লগ তৈরী করা শুরু করা দিয়েছে। কিন্তু অনেকেই এদের মধ্যে তেমন অভিজ্ঞ নয় আবার অনেকেই হয়তো বা অভিজ্ঞও।
অভিজ্ঞ বা অনভিজ্ঞ সেটা কথা না।আমি গত কয়েকদিন আগে একটা বিষয় লক্ষ্য করি যে, অনেক জনপ্রিয় এবং জনপ্রিয় ওয়েবসাইট ছাড়াও কিছু ওয়েবসাইটে দেখলাম যে WWW. তাদের ডোমেইন এর প্রথমে চলে আসে স্বয়ংক্রিয়ভাবে। কিন্তু আমার ব্লগটির এমন হয় না। তাই চিন্তায় পরে গেলাম এবং ভাবতে লাগলাম যে কিভাবে এটা করা যায়। যেমন ধরেনঃ আপনি যদি Google.com লিখেন আপনার ওয়েব ব্রাউজারে তাহলে দেখবেন যে http://www.Google.com চলে এসেছে এবং ওয়েবসাইট ঠিকমতোই চালু হয়েছে।
তাই অনলাইনে খোঁজাখুঁজি শুরু করে দিলাম এবং পেয়েও গেলাম। এটা তেমন কোন কঠিন কাজ নয়। এটা করতে আপনার ওয়েবসাইটের রুট ডিরেক্টরীতে .htaccess এই ফাইলটির ভেতরে কিছু কোড যুক্ত করে দিতে হবে। তাহলে আপনার সাইটটি সবসময় WWW. সহ চলে আসবে এবং লোড হবে। তাহলে আসুন দেখে নেই যে কিভাবে এই কোডটুকু আপনার ওয়েবসাইটের রুট ডিরেক্টরিতে যুক্ত করবেন।
RewriteEngine On
RewriteCond %{HTTP_HOST} !^www\.
RewriteRule ^(.*)$ http://www.%{HTTP_HOST}/$1 [R=301,L]
ব্যাস, এবার কাজ শেষ। এখন আপনার ওয়েবসাইটটি ব্রাউজারে লোড করালেই দেখবেন যে আপনার ওয়েবসাইটটি WWW. সহ লোড হচ্ছে। আশাকরি যে সকলেরই এটা অনেক উপকারে আসবে এবং সকলেই খুব সহজেই এটা করতে পারবেন। আর যদি কোন সমস্যা হয়েই যায় তাহলে তো আমি আছিই। আমাকে জানাবেন। আমি চেষ্টা করবো আপনাকে সাহায্য করতে। ধন্যবাদ সবাইকে।
লেখাটি এখানে প্রথম প্রকাশিত হয়েছে।
আমি সুমন খান। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 15 বছর যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 29 টি টিউন ও 245 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
My Name Is "SuMoN". I'm Study in "Computer Science & Engineering". I Live in Dhanmondi, Dhaka, Bangladesh.
প্রথমে ক্ষমা চেয়ে নিচ্ছি পোষ্টটি দেবার জন্য ।এই মুহুর্তে বাংলাদেশে পেপাল অনেক দরকার তাই আমরা প্রধানমন্ত্রীকে https://www.techtunes.io/help-ask/tune-id/55183/ এই চিঠি পাঠিয়েছি .আপনি যদি পেপাল বাংলাদেশে আশা উচিত্ মনে করেন. তবে আমাদের সাথে যোগ দিন । http://www.facebook.com/paypalbd