নতুন পদ্ধটিতে খুব সহজে ঘরে বসে ওয়েব ডিজাইন ও ওয়েব ডেভেলপমেন্ট শিখুন

নমস্কার, আশা করি সবাই ভাল আছেন, আজকে আপনাদেরকে নতুন একটি ওয়েব সাইটের সাথে পরিচয় করাব
ওয়েবসাইটি তৈরি করা হয়েছে যে কেউ খুব সহজে ঘরে বসে ওয়েব ডিজাইন ও ওয়েব ডেভেলপমেন্ট শিখতে সাহায্য করার জন্য।

যেমন, ওয়েব ডেভেলপমেন্ট শেখার আগে আমাদের প্রত্যকের কম্পিউটার ও ইন্টারনেটের সম্পর্কে সাধারণ জ্ঞান থাকা অত্যাবশক
কিন্তু আমরা অনেকেই কম্পিউটার ও ইন্টারনেট সম্পর্কে নিজে কতটুকু দক্ষ বা নিজের দক্ষতার মধ্যে কি কি ভুল রয়েছে তা জানতে পারিনা, এই ওযেব সাইটির Basic IT Skill Tester পরিক্ষার মধ্যমে এক জনের দক্ষতা পরিক্ষা করে তার ভুল ধরিয়ে দেই এবং দক্ষতা বৃদ্ধি করার দিক নির্দেশনা দেই ও ওয়েব ডেভেলপমেন্ট শেখার উপযুক্ত দক্ষতা আছে কিনা জানিয়ে দেই। ওয়েবডেভেলপমেন্ট শেখা মানে পর্যাক্রমে এক-একটি করে ওয়েব ল্যাংগুয়েজ শেখা, একটি ল্যাংগুয়েজ এর উপর দক্ষ হওয়ার পরে অন্য ল্যাংগুয়েজ নিয়ে স্টাডি শুরু করতে হয়, আমরা একটি ওযেব ল্যাংগুয়েজ এর উপর কতটুকু দক্ষ বা পরবর্তী ল্যাংগুয়েজ নিয়ে স্টাডি করার মত যোগ্য হতে পেরেছি কিনা তা এই ওযেব সাইটির Skill Tester জানতে পারে।
আমাদের দক্ষতা পরিক্ষা করে আমাদের শেখার মধ্যে ভুল থাকলে সংশোধন ও দক্ষতা বৃদ্ধির জন্য কি করা উচিৎ এবং পরবর্তী ল্যাংগুয়েজ শেখার মত দক্ষ হতে পেরেছে কিনা তা জানিয়ে দেই।

ওয়েব সাইটির বৈশিষ্ট :
১. প্রশ্নের মাধ্যমে ওয়েব ডেভেলপমেন্ট দক্ষতা পরিক্ষা করতে পারে।
২. দক্ষতার ভিত্তিতে ফলাফল প্রকাশ করতে পারে।
৩. ওযেব ডেভেলপার এর ভুল ধরতে পারে।
8. ভুল সংশোধন করার জন্য দিক নির্দেশনা দিতে পারে।
৫. দক্ষতা বৃদ্ধি করার জন্য দিক নির্দেশনা দিতে পারে।
৬. পরবর্তী ল্যাংগুয়েজ শেখার মত দক্ষতা আছে কিনা তা জানাতে পারে।

এই ওয়েব সাইটের পাঁচ নম্বর বৈশিষ্টকে কাজে লাগিয়ে ওয়েব ডিজাইন ও ওয়েব ডেভেলপমেন শিখা সম্ভব

যেমন, আপনি html শিখার জন্য :
১. HTML Skill Tester এ ক্লিক করুন।
২. যে কোন একটি প্রশ্নের রেডিও বাতনে ক্লিক করুন।

HTMLSKILLTESTER
৩. তারপর Submit বাতনে ক্লিক করুন।

ওয়েব সাইটির পাঁচ নম্বর বৈশিষ্ট অনুসারে আপনাকে HTML এর উপর দক্ষ করার জন্য যে সকল প্রশ্ল জানা প্রয়োজন সেই সকল প্রশ্নের উত্তর দেখাবে এবং উত্তর গুলার নিচের "Learning link" ক্লিক করলে ঐ প্রশ্লের উত্তর সম্পর্কিত একটি টিউনে নিয়ে যাবে যেখানে ঐ বিষয়টি সম্পর্কে বিস্তারিত বলা আছে।

HTML Skill Tester

পরবর্তীতে যে সকল প্রশ্নের উত্তর জানেন সেই সকল প্রশ্নের উত্তর দিয়ে Submit বাতনে ক্লিক করুন নতুন দিক নির্দেশনা আপনার সমনে হাজির হবে। এই পদ্ধটিতে আপনাকে আসতে আসতে ওয়েব ডিজাইন ও ওয়েব ডেভেলপমেন্ট এর উপর দক্ষ করে তুলবে।
এসারও এই ওয়েব সাইটি আপনাকে HTML এর উপর দক্ষ করার জন্য বিভিন্ন ভিডিও টিউটরিয়াল ও HTML শিখায় এমন ওয়েব সাইট আপনার সামনে নিয়ে আসবে।

ওয়েব সাইটির নাম হল WDguideline.com

আশা করি আপনাদের উপকারে আসবে ধন্যবাদ।

Level 1

আমি শ্যামল সিংহ। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 9 বছর 1 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 7 টি টিউন ও 0 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস