Free Whmcs +Host Domain

আপনি কি ওয়েবসাইট বানাতে চাইছেন

আমি আপনাদের কে কম টাকাই Whmcs License and.Host domain দিব Only 1000 tk
হইত আপনারা আমাকে trust করবেন না তাই আগে আমি আপনাকে Whmcs license দেব তারপর টাকা দিবেন then Domain

contact fb Facebook Massage me

এখন তথ্যের প্রবাহ আগের মতে নেই মানুষের হাতে হাতে ইন্টারনেট। এক জায়গায় বসে বিশ্বকে জয় করছে মানুষ। তাই নিজেকে প্রকাশ করতে, নিজের সেবা ও সার্ভিসকে জানাতে গেলে ওয়েবসাইটে জানাতে হবে।
২. ওয়েবসাইটই সবচেয়ে কম খরচে বিজ্ঞাপণের মাধ্যম। এক কথায় একজনকে আপনি যতটা বুঝিয়ে বলতে পারবেন তারচেয়ে অনেক বেশি কিছু জানাতে পারবেন একটি ওয়েবসাইটের নাম দিয়ে দিলে তা আন্য কোন মাধ্যমে পারবেন না। পত্রিকায় বা অন্যকোথাও বিজ্ঞাপণের চেয়ে একানে কম খরচে আপনার তথ্য সন্নিবেশিত করতে পারবেন।
৩. সহজে অনেক তথ্য রাখতে পারবেন এখানে। ছবি, ভিডিওর মতো কনটেন্ট দিয়ে জানাতে পারবেন নিজের ব্যবসাকে। আর যে কোন ব্যবসার সার্ভীস ও মূল্যমানও দিন দিন পরিবর্তিত হয় তাই আপনার সার্ভিসের মূল্য মানও পরিবর্তিত করতে পারবেন।

৪. ওয়েবসাইটের মাধ্যমে বেচাকেনার ও যোগাযোগের মাধ্যম সৃষ্টি করতে পারবেন। অনেকের প্রশ্ন ও উত্তরের সহজ একটা ইন্টারফেস বানাতে পারবেন। আপনার ব্যবসার কোন দিক যদি কারো ভাল লাগে বা না লাগে সে বেপারে মতামতও নিতে পারবেন।
৫. ব্যবসাটি ছোট পরিসর থেকে অনেক বড় পরিসরে প্রবেশ করার ক্ষেত্রে ওয়েবসাইট ভুমিকা রাখতে পারে। একটি নির্দিষ্ট এলাকায় একটি মাত্র ব্যবসা না হয় এটি অনেকগুলো ইউনিটে অনেক বড় আকার ধারন করতে পারে।
৬. নিজের একটি স্ট্যান্ডার্ড ও ব্রান্ডে গঠনের জন্যও সহজ সমাধান হতে পারে ওয়েবসাইট। (অনেক ব্যবসায়ী আছে যাদের ওয়েবসাইট নেই কিন্তু দরকার। তারা যোগাযোগ করুন)

আজ কাল অনেকেই ব্যক্তিগত পর্যায়েই ওয়েবসাইট বানিয়েছেন। নিজের ব্যক্তিগত তথ্য সমুহ একটু সুন্দরভাবে সাজিয়ে রাখতে অনেকজনকে দেখেছি ওয়েবসাইট বানিয়ে নিতে। আর তাতে হয়তো নিজের কিছু কথা,   ছবিসহ অনেক কিছু থাকে। অনেকে নিজের কবিতা বা লেখালেখিকে কোন রকম ব্যবসায়ীক উদ্দেশ্য ছাড়া শুধুমাত্র নিজের আত্ন তৃপ্তির জন্য প্রকাশ করেছেন নিজের ওয়েবসাইটে। আর ব্যবসায়ীকদের অধিকাংশই নিজের একটি ওয়েব খোলতে আগ্রহী হন।

Level 0

আমি আল আমিন শেখ রুবেন। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 9 বছর 4 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 6 টি টিউন ও 1 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস