এর আগেও ডেভলপারদের এবং ডিজাইনারদের জন্যে অনেক ওয়েবওয়্যার নিয়ে লিখেছি। আবারো এসেছি তাদের জন্যে কিছু নতুন ওয়েবওয়্যার নিয়ে। উদ্দেশ্য একটাই, যেন আমাদের ডেভলপারদের কাজ আরো সহজতর হয়। তাই টিউনার বন্ধুরা আসুন কথা না বাড়িয়ে দেখে নেয়া যাক নতুন ওয়েবওয়্যারগুলো কে -
সাইট রিলিজ দেয়ার আগে ডেভেলপারদের একটি গুরুত্বপূর্ন কাজ হচ্ছে ব্রাউজার এর লুক ফিক্স করা। কোর ব্রাউজারে আপনার সাইট দেখতে কেমন লাগে সেটা একটা বড় ফ্যাক্টর। কারণ সবাই একই রকমের ব্রাউজার ব্যবহার করে না। তাই ডিফারেন্ট লুকের উপর ইম্প্রেশান অনেকটা ডিপেন্ড করে। ব্রাউজারশট একটি ফ্রি ওপেনসোর্স সফটওয়্যার। এর আন্ডারে বিভিন্ন পিসি তে আপনার সাইটকে এ্যানালাইজ করে সেগুলোর স্ক্রীনশট এদর সেন্ট্রাল সার্ভারে আপলোড করে দেয়। খুবই সিম্পল উপায়ে আপনি আপনার সাইটের শটগুলো পেতে পারেন।
আপনি যদি আপনার পছন্দের ডিজাইন করা কোন ফন্ট আপনার সাইটে ব্যবহার করতে চান তাহলে, আপনার ডিজাইন করা সেই ফন্টটি এদের সাইটে আপলোড করে দিলে তারা আপনাকে আপনার ফন্টের ক্লোজ লুকের একটি খুজে দিবে এবং সেটি আপনি আপনার সাইটে ব্যবহার করতে পারবেন।
এটি একটি ফ্রি ওয়েব কনফারেন্সিং সার্ভিস। এর সাহায্যে আপনি আপনার ডসে্কটপ, ওয়ার্কিং স্লাইড, কলাবোরেশান, চ্যাটিং কথা বলা এবং ওয়েবক্যাম ব্রডকাস্টিং ও করাতে পারবেন। এর পুরো সিস্টেমটাই তাদের জন্যে যারা একজন কো ওয়ার্কারের সাথে জয়েন্টলি কোন সাইটের প্রজেক্ট কাজ করছেন।
এটি মূলত একটি অনলাইন ইনভয়েসিং এবং ট্র্যাকিং সার্ভিস যা আপনার অনেক সময় সংরক্ষন করবে এবং একজন প্রফেশনালের মত আপনার কাজকে সমাধার করতে সহয়তা করবে।
যারা একটি গ্রপের আন্ডারে থেকে ডেভেলপিং এর কাজে জড়িত আছেন এই লাইট ওয়েটেড ওয়েব টুলটি তাদের জন্যে। এর সাহায্যে আপনাদের গ্রুপ ডিসিশন হয়ে উঠবে আরো দ্রুত, সহজ এবং আরো ঝামেলামূক্ত। আপনার কাজের কনসিকোয়েন্সেস বিল্ডআপ এবং ইম্প্রুভিং এর জন্যে এই পিয়ার টু পিয়ার অর্গানাইজেশনাল টেকনিকটি আসলেই ভরসা করার মত।
খুবই ইজি একটি ফাইল হোষ্টিং এবং শেয়ারিং সার্ভিস। জাষ্ট আপলোড বাটনে ক্লিক করে আপনার ফাইল সিলেক্ট করলেই আপনার ফাইল সিলেক্ট হয়ে যাবে। আপলোড হবার পরে আপনাকে রিডিরেক্ট করে নিয়ে যাওয়া হবে সেই পেজে যেখানে আপনার ফাইলটি আপলোডেড হয়ে আছে। এখানে আপনা আপনার ফাইলের ইমেজ ডিরেক্টরি ও দেখতে পারবেন। আপলোডিং সাইজ হচ্ছে পাঁচ গিগা।
এটি একটি ফ্রি, হোষ্টেড ওয়েবসাইট এ্যানালিটিক সল্যুশান যার সাহায্যে আপনি আপনার সাইটের ব্যাপারে বিভিন্ন প্রশ্নের উত্তর পেতে পারেন।
এর সাহায্যে আপনি আপনার নিজের অনলাইন ম্যাগাজিন, ফ্যাজ্ঞিস, ক্যাটালগ, পোর্টফোলিও এবং আরো অনেক কিছু রেডি করতে পারবেন। ফরম্যাট পিক্সেল অনলাইন এডিটর ব্যবহারের সাহায্যে আপনি আপনি পেজ বেজড্ ডিজাইনিং এর কাজও সারতে পারবেন। এছাড়াও আছে লে আউট টেক্সট, ইমেজ আপলোডিং, ইন্টারএ্যাকটিভিটি এবং এ্যাপিয়ারেন্স কাস্টমাইজেশান ইত্যাদি।
আশা করি টুলগুলো আপনাদের কাজে আসবে।
আমি দুঃসাহসী টিনটিন। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 16 বছর 7 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 200 টি টিউন ও 1531 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 34 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
মানুষ হিসেবে তেমন আহামরি কেউ নই আমি। সাটামাটা জীবনটাই বেশী ভালো লাগে। আবার মাঝে মাঝে একটু আউলা হতে মন চায়। ভালো লাগে নিজেকে টিনটিন ভাবতে .... তার মত দুঃসাহসী হতে মন চায় ..... কিন্তু ব্যক্তি জীবনে অনেকটা ভীতুই বটে ..... অনেক কিছুই হাতছাড়া হয়ে গেছে জীবনে এই কারনে ..... আবার...
Tintin vai dhonnobad. Emon ekta tune er jonnoi opekkha korchhilam. Kuttus er jonno valobasa(boro haar) roilo.