বিশাল গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন!
মনে রাখবেন, আপনার বিজনেস যদি ছোট হয় বা কম মেইন্টেন্যান্স বাজেট নিয়ে আপনি নতুন শুরু করছেন এমন- সেক্ষেত্রে ওয়ার্ডপ্রেসের উ-কমার্স প্ল্যাটফর্ম আপনার জন্য বেস্ট সমাধান। ওয়ার্ডপ্রেস এর কিছু উইকনেস নিয়ে অনেকের কিছু কনসার্ন আছে। এর মধ্যে সবচেয়ে বড়টি হল সিকিরিটি। যা বিভিন্ন প্লাগিন এবং কোর মডিফিকেশনের মাধ্যমে সলভ করা সম্ভব। এছাড়াও ওয়ার্ডপ্রেস মূলত ব্লগং প্ল্যাটফর্ম হওয়াতেও অনেকের কনসার্ন থাকে। মনে রাখবেন, মোটামুটি বাজেট থাকলেও আপনি ওয়ার্ডপ্রেস + উ-কমার্স দিয়ে ভাল মাণের একটি ই-কমার্স স্টোর তৈরি করতে পারবেন। তবে নামকা ওয়াস্তে বাজেট হলে কিংবা ওয়ার্ডপ্রেস তো ফ্রী এই কথার সূত্র ধরে 'ডেভেলপমেন্ট কস্ট আবার কি?' বলে যদি জিততে চান... সে ক্ষেত্রে ভাই F-Commerce is the best suitable policy for you! ই-কমার্সের দুঃস্বপ্নও দেখতে যাবেন না।
উ-কমার্সের অন্যতম বৈশিষ্ট হল খুব কম হোস্টিং রিসোর্স খরচ হয় এটি দিয়ে ই-কমার্স সাইট চালাতে। তাই সবচেয়ে ছোট সাইজের একটি হোস্টিং প্যাকেজেও আপনার সাইটটি চলবে অনায়াসে। কিন্তু WooCommerce এর ক্ষেত্রে ২,৫০০ এর বেশি প্রোডাক্ট যখন হবে, এর দূর্বলতাও আস্তে আস্তে গোচরে আসবে। কিন্তু স্কেলেবিলিটির দিক থেকে Magento কিন্তু অনেক এগিয়ে। মাঝারি থেকে বিশাল আকারের ই-কমার্স সাইট ঝামেলাহীন ভাবে চালাতে ম্যাজেন্টোর কোন জুড়ি নেই। আউট অব দ্যা বক্স যে সকল ফিচার ম্যাজেন্টোতে থাকে তার জন্য ভাল রিসোর্স কম্প্রোমাইজ করতে হয়। তাই সাধারণ শেয়ার্ড হোস্টিং নিয়ে ম্যাজেন্টো সাইট চালানোর চিন্তা থাকলে ভুলে যান। ম্যাজেন্টো সাইটের হোস্টিংয়ের জন্য আপনার প্রয়োজন নূন্যতম কিছু মাসিক বাজেট। তাই চিপ, রেগুলার হোস্টিংয়ে ম্যাজেন্টো চালালে আপনার কাস্টমাররা স্লাগিশ ভাবটা ফীল করতে পারবে, যা কিনা আপনার সেলস ফ্লো টাও স্লাগিশ করে দেবে।
ওয়ার্ডপ্রেসের ম্যানেজমেন্ট/প্রোডাক্ট আপলোড বুঝতে ৪০ থেকে ৫০ মিনিট সময়ই যথেষ্ট। সেদিক থেকে ম্যাজেন্টো একটু অ্যাডভান্সড তা বলার অপেক্ষা রাখে না। ওয়ার্প্রেস/উ-কমার্স এর ক্ষেত্রে অনেক সহজে থিম মডিফিকেশন করা সম্ভব। অনেক ক্ষেত্রে সাধারণ কিছু জ্ঞান থাকলে কিছু কিছু জিনিস আপনি নিজেই মোডিফাই করতে পারবেন। ম্যাজেন্টোর ক্ষেত্রে কাজগুলো অতটা বিগিনার লেভেলের নয়। তাই ম্যাজেন্টো স্পেশালাইজড ডেভেলপার হায়ার করতে হবে। আর মার্কেট ডিমান্ড বেশি থাকাতে স্বাভাবিক ভাবেই ম্যাজেন্টো ডেভেলপারের চার্জ অনেক বেশি!
সার সংক্ষেপঃ
* ছোট বিজনেস, বেশি স্কেলেবিলিটির প্রয়োজন নেই, সাধারণ হোস্টিং, সহজ ডিজাইন মোডিফিকেশন এবং তুলনামূলক কম বাজেট হলে WordPress এর WooCommerce হল আপনার জন্য বেস্ট অপশন।
* মাঝারি থেকে বড় ই-কমার্স, বিশাল স্কেলেবিলিটি, এন্টারপ্রাইজ গ্রেড হোস্টিং সার্ভার (অধিকাংশ ক্ষেত্রে ডেডিকেটেড হোস্টিং), পর্যাপ্ত ডেভেলপমেন্ট বাজেট অর্থাৎ বড়সড় কন্টিনিউয়াস ইনভেস্টমেন্ট যদি আপনার থেকে থাকে... সে ক্ষেত্রে Magento হল আপনার জন্য ওয়ান অ্যান্ড অনলি সল্যুশন!
আশা করি এবার আপনার সিদ্ধান্ত নেয়াটা অনেক সহজ হয়ে যাবে!
ধন্যবাদান্তে-
ওয়ালিউর রহমান
চীফ টেকনোলজি অফিসার, ঢাকা ল্যাব ওয়েব ডেভেলপমেন্ট
মোবাইলঃ 01946-366-448
http://dhakalab.com
আমি ওয়ালিউর রহমান। Founder & CEO, WaliBD, Uttara। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 14 বছর 5 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 20 টি টিউন ও 20 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 2 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
একাডেমিকভাবে একজন এ্যারোস্পেস ইঞ্জিনিয়ার। তবে ওয়েব ডেভেলপমেন্ট থেকেই উপার্জনের হাতেখড়ি। এ ব্যাবসায় জড়িত আছি সেই ২০০৮ সাল থেকে। এখনো আছি...। নিজ প্রতিষ্ঠান WaliBD.Com এর মাধ্যমে তাই চেষ্টা করছি ডিফরেন্ট কিছু করবার। যে কোন ধরনের ওয়েবসাইট তৈরির জন্য যোগাযোগ করুন: ০১৯৪৬-৩৬৬৪৪৮