বাংলা ওয়েব ডেভেলপমেন্ট টিউটোরিয়াল (PHP) Part 2

আজ আমরা শিখব কিভাবে PHP শুরু করব। PHP coding কেমন করে লেখে।
সবার প্রথমে আপনাকে যেটা করা লাগবে তাহলো Xampp Server টা রান করে MySql, Apache টা স্টার্ট করে নেন। গত পর্বে কিভাবে Xampp server Install দেওয়া লাগে দেখিয়েছি। যারা দেখেন নাই, এই লিঙ্ক(https://www.techtunes.io/web-development/tune-id/516489) এ গিয়ে দেখে আসেন এবং সেটাপ দিয়ে আসুন। এবার ভিডিও অনুসরন করে শুরু করুন
Basic Syntax of PHP:
1. <?

//সকল কোড এখানে লিখবেন

?>

2. <script language="php"> </script>

3. <?php

?>

4. <?=$variable;?> এটার মানে হল <?php echo $variable?>
এদের মধ্যে Standard হল

<?php

//Code

?>

ভ্যারিয়েবলঃ
ভ্যারিয়েবল হল একটা পাত্র যার মধ্যে আমরা বিভিন্ন সময় বিভিন্ন কিছু রাখতে পারি। সেটা হতে পারে একটা নাম্বার অথবা ২ টা নাম্বারের যোগফল, অথবা একটা অবজেক্ট। ভ্যারিয়েবল গুলো বিভিন্ন টাইপের হতে পারে আর এই টাইপগুলো হল ডাটা টাইপ।
PHP তে মোট

  • String (যেমন 'Dhaka')
  • Integer (যেমন 143)
  • Float  (যেমন 25.245)
  • Boolean (True or False)
  • Array (অনেকগুল ভ্যালুর সমন্বয়)
  • Object (যেমন একটা বস্তু যার অনেক গুলো বৈশিষ্ট  আছে)
  • NULL (Null এর মিনিং হচ্ছে আপনার মানিব্যাগ নাই, টাকার তো প্রশ্নই নেই)
  • Resource (অন্য কারো ভ্যালু যে সংরক্ষন করতে পারে)

সব কিছু ঠিক মত বুঝতে ভিডিও দেখুন।
আর হা চ্যানেলটি অবশ্যই Subscribe করবেন

Level 0

আমি মোঃ আব্দুল্লাহ আল মামুন। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 7 বছর 3 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 4 টি টিউন ও 0 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস