বর্তমান সময়ে ৪০% ওয়েব সাইট পি.এইচ.পি তে প্রোগ্রামিং করে তৈরি করা হয়েছে, যেমন ফেইসবুক। এই কোড দিয়ে যে কোন ধরনের ওয়েবসাইট তৈরি করা সম্ভব। দিন দিন এর জনপ্রিয়তা বাড়ছে। ই-কমার্স, ক্লাসিফাইড বা যে কোন ধরনের ডায়নামিক এন্টারপ্রাইজ ওয়েব সাইট তৈরা করা যায় পি.এইচ.পি দিয়ে। আবার পি.এস.পি শিখে ওয়ার্ডপ্রেস ও থিম ডেভলপ করে অনেকেই আউটসোসিং এর মাধ্যমে গড়ে নিয়েছে নিজেদের ক্যারিয়ার।
আমি আপনাদের ধারাবাহিকভাবে দেখাব পিএইচপি এর টিউটোরিয়াল গুলো। একদম বেসিক থেকে এডভান্সড লেভেল পর্যন্ত শিখতে পারবেন আমার টিউটোরিয়াল থেকে।
আর চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না।
ভাল লাগলে অবশ্যই টিউমেন্ট, শেয়ার করবেন।
Web Development On PHP part 1:
টিউটোরিয়ালটি শেখার আগে কি জানা থাকা দরকার:
১. এইচটিএমএল .বিশেষ করে এইচটিএমএল ফর্ম
২. C জানা থাকে তাহলে সুবিধা আছে।
PHP এর জন্য কি কি Software দরকার:
1. Xampp Server. (Download link: https://www.apachefriends.org/download_success.html)
2. Notepad++ অথবা Sublime সবচেয়ে ভাল হয় যেকোনো IDE যেমন Netbean অথবা PHPStorm
3. ব্রাউজারঃ Mozila firefox (Latest verson) অথবা (Google Crome).
PHP(Hypertext Pre-processor)
পিএইচপি একটা সার্ভার সাইড স্ক্রিপ্টিং ল্যাংগুয়েজ যেটা মূলত ওয়েব ডেভেলপেমেন্টের জন্য ব্যবহৃত হয়। সার্ভার সাইড বলতে বুঝানো হচ্ছে এই স্ক্রিপ্ট গুলোকে ইউজারের কম্পিউটার থেকে নিয়ন্ত্রনের বদলে সার্ভার থেকে handle করা।
এই পর্বে থাকছে কিভাবে PHP Environment (Xampp, PHP editor) সেটআপ দিতে হয়।
আমি মোঃ আব্দুল্লাহ আল মামুন। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 7 বছর 2 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 4 টি টিউন ও 0 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।