নিশ্চয়ই দেখে থাকবেন যে ফায়ারফক্স এ যেকোনো ওয়েব সাইট ইন্সপেক্ট করে এর html কোড দেখা যায় অর্থাৎ কিভাবে ওয়েবসাইট টি কোডিং করা হয়েছে অথবা ডিজাইন করা হয়েছে। এই টিউন টির দ্বারা আপনি জানতে পারবেন কিভাবে এন্ড্রয়েড দিয়েই এখন থেকে ওয়েবসাইট ইন্সপেক্ট করে html কোড দেখতে কপি করতে পারেন! Inspection শব্দের অর্থ প্রদর্শনী সেহেতু Inspect অর্থ হলো প্রদর্শন। এতে আপনাকে ব্রাওজার টি দেখিয়ে দেয় কিভাবে আপনি ওয়েবসাইট তৈরি হয়েছিল অর্থাৎ সোর্স কোড টি। শুধু তাই নিয় এর দ্বারা আপনি ওয়েবসাইট নিজের মত আবার এডিট করতে পারবেন। এডিট করে আপনি আপনার মত তথ্য সেখানে এন্ট্রি করিয়ে অন্য কাজে ব্যবহার করতে পারেন। জেনে নিন সম্পূর্ণ ভাবে যেভাবে সহজে এই কাজটি করে ফেলবেন অত্যান্ত আরামে।
একটি এপ অর্থাৎ ব্রাওজার ডাউনলোড করতে হবে যা এখান থেকে ডাউনলোড করতে পারেন [Google Play Store] এবং [Google] থেকে।
এপ টিতে ঢুকুন আপনার Url বা WebSite এর নাম লিখুন এবং Go চাপুন আপনার ওয়েবসাইট শো করবে তখন উপড় দিকে দেখতে পারবেব একটি হাতের ক্লিক চিহ্ন। এই বাটনে ক্লিক করলে আপনি অত:পর যার উপড়ে ক্লিক করবেন তার কোড ইন্সপেক্ট করে শো করবে। ফাকা স্থানে ক্লিক করলে সম্পূর্ণ কোড বডি থেকে শো করবে এখন আপনি চাইলে এটাকে এডিট করে আবার উক্ত বাটন যা বদল হয়ে যাবে তাতে ক্লিক করে দেখতে পারবেন পেজ চেঞ্জ হয়েছে। JavaScript Console এ ক্লিক করে এখানে জাভাস্ক্রিপ্ট কোড লিখলে তা রান করবে যেমন alert("Biggo IT"); লিখলে এলার্ট করবে।
এটি বিভিন্ন ক্ষেত্রে ব্যবহার করা হয় যেমন আপনি দেখলেন যে একটি ওয়েবসাইট এ একটি চমৎকার ডিজাইন করেছে আপনার ও ইচ্ছা হলো এমন ডিজাইন করার তখন তা কপি করলেই চলবে আবার অথবা আপনি ওয়েব ডেভেলপমেন্ট এ বিগিনার হলে এটার সাহায্যে শিখতে পারবেন আবার আপনি এটাকে এডিট করে বদলিয়ে তাতে নিজের মত করে ডাটা এন্ট্রি করে নিজের মত অনুযায়ী করে স্ক্রিনশট নিতে পারেব সাধারণত এটা ব্লগার রা করে থাকেন তাদের ওয়েবসাইট এর ভিউয়ার বৃদ্ধি করার জন্য এমন আরোও অনেক কাজে এটা ব্যবহার হতে পারে
আমি আশরাফুল আলম। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 7 বছর 7 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 24 টি টিউন ও 13 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 3 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 1 টিউনারকে ফলো করি।