ব্লগিং করুন এই সাইট এ

ব্লগিং করুন এখানে

আজকের এই টিউনটি হলো সম্মানিত ব্লগার বা টিউনার দের জন্য যারা নিজের মেধাশ্রম এর বিনিময়ে দেশবাসীর জন্য ট্রিক্স এবং টিপস শেয়ার করেন। অনেকের মধ্যেই আছে লুকায়িত প্রতিভা, আছে জানা বিভিন্ন কৌশল যা তাদের দ্বারা আবিষ্কৃত এবং কখনো কখনো বা তারা এমন কিছু কৌশল আবিষ্কার করে ফেলেন যা সত্যিই অবিস্বরণীয়, তারা মনে করেন এই কৌশল কি কোনো ভাবে শেয়ার করা যাবে যাতে করে নিজের এই আবিষ্কার যোগ্যতা সবাইকে জানানো যায়। এই আবিষ্কার তাদের অনেক ফ্যান ও জুটায়। কেও চান নিজের প্রতিভা অন্যকে জানাতে যাতে করে তিনি সম্মানিত হন।

প্রেক্ষাপটঃ


আমি এতক্ষণ ধরে একটি ব্লগিং সাইট এর কথা বলছিলাম। সাইট টি হলো multiplexweb এ সাইট টিতে টিউন করে প্রতিভা প্রকাশ করুন এর কিছু নিয়মাবলী আছে।

  • এখানে আপনি চাইলেই ঢুকে যেতে পারবেন না। সাইট এর এডমিনিস্ট্রেটর এর কাছে আপনার মেইল আইডি, নাম সহ রেজিস্ট্রেশন এর জন্য প্রয়োজনীয় সকল তথ্য এই মেইল আইডি তে সেন্ড করতে হবে [email protected] তখন এডমিনিস্ট্রেটর আপনার সকল তথ্য দিয়ে আপনার জন্য একটি আইডি খুলে দিবে। যেকোনো প্রকার সাহায্য পাওয়ার জন্য উপরের মেইল টিতে মেইল দিবেন।
  • আপনি টিউন চালিয়ে যাবেন এবং যাচাই করে আপনার টিউন উন্নত মানের হলে আপনাকে আমাদের প্রফেশনাল টিউনার করে নেওয়া হবে।
  • প্রফেশনাল টিউনার হওয়ার জন্য আবেদন করতে চাইলে উপরের মেইল আইডি তে সম্মানের সাথে মেইল করবেন।
  • আপনার চাহিদার ভিত্তিতে টিউন এ হেল্প করার জন্য আপনাকে এন্ড্রয়েড এপ দেয়া হবে সেটার নিয়মিত আপডেট হবে।
  • আপনার সকল শালীন মেইল এর উত্তর দেয়া হবে।
  • সৌন্দর্যের ভিত্তিতে আপনার টিউন এর পরিমার্জন করা হতে পারে তাতে কোনো প্রকার ভুল হলে রাগান্বিত না হয়ে
    মেইল করবেন।
  • আপনার ভালো টিউনের জন্য যেমন আপনাকে প্রশংসা করা হবে তেমনি খারাপ টিউন এর জন্য পরামর্শ করা হবে।
  • আপনার অভিযোগ টিউন করে আমাদের জানানোর দরকার নেই মেইল ই যথেষ্ট।
  • টিউনার দের উদ্দেশ্যে কিছু বলতে চাইলে সেটা টিউন করতে পারেন।

অবশেষে আমি বলতে পারি টিউন/ব্লগিং করে নিজের প্রতিভা প্রকাশ করতে চাইলে এই ব্লগ সাইট টি এর জন্য যথেষ্ট। কেননা এর অনেক ফিচার আমি শেয়ার করিনি। ধন্যবাদ।

Level 0

আমি আশরাফুল আলম। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 7 বছর 7 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 24 টি টিউন ও 13 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 3 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 1 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস