আজকের এই টিউনটি হলো সম্মানিত ব্লগার বা টিউনার দের জন্য যারা নিজের মেধাশ্রম এর বিনিময়ে দেশবাসীর জন্য ট্রিক্স এবং টিপস শেয়ার করেন। অনেকের মধ্যেই আছে লুকায়িত প্রতিভা, আছে জানা বিভিন্ন কৌশল যা তাদের দ্বারা আবিষ্কৃত এবং কখনো কখনো বা তারা এমন কিছু কৌশল আবিষ্কার করে ফেলেন যা সত্যিই অবিস্বরণীয়, তারা মনে করেন এই কৌশল কি কোনো ভাবে শেয়ার করা যাবে যাতে করে নিজের এই আবিষ্কার যোগ্যতা সবাইকে জানানো যায়। এই আবিষ্কার তাদের অনেক ফ্যান ও জুটায়। কেও চান নিজের প্রতিভা অন্যকে জানাতে যাতে করে তিনি সম্মানিত হন।
প্রেক্ষাপটঃ
আমি এতক্ষণ ধরে একটি ব্লগিং সাইট এর কথা বলছিলাম। সাইট টি হলো multiplexweb এ সাইট টিতে টিউন করে প্রতিভা প্রকাশ করুন এর কিছু নিয়মাবলী আছে।
অবশেষে আমি বলতে পারি টিউন/ব্লগিং করে নিজের প্রতিভা প্রকাশ করতে চাইলে এই ব্লগ সাইট টি এর জন্য যথেষ্ট। কেননা এর অনেক ফিচার আমি শেয়ার করিনি। ধন্যবাদ।
আমি আশরাফুল আলম। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 7 বছর 8 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 24 টি টিউন ও 13 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 3 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 1 টিউনারকে ফলো করি।