হাই,
কেমন আছেন সবাই। আশা করি ভালো আছেন। আজ আমি আপনাদের জন্য ফ্রি আনলিমিডেট ওয়েবহোস্টিং ও ব্যান্ডউইথের ব্যাপারে টিউন করব। যারা ওয়েব হোস্টিং সম্পর্কে জানেন না তারা টেকটিউনস কিংবা গুগল থেকে দেথে নিতে পারেন। এ সম্পর্কে অনেক ভালো ভালো টিউন আছে। প্রথমে বলি রাখি,
ইন্টারনেট দুনিয়া এখন অনেক সম্প্রসারিত অনেক ডেডিকেটেড। এখানে কিছু জিনিস আপনাকে যেমন দাম দিয়ে কিনতে হয় ঠিক তেমনি ঐ একই জিনিস দেখবেন কেউ বিনামুল্যে আপনাকে বিলিয়ে দিচ্ছে।হোস্টিং এর ক্ষেত্রেও তার ব্যাতিক্রম নয়। ওয়েব সাইটের জন্য হোষ্টিংই সব। কারন আপনি যে ওয়েব সাইট টি তৈরি করছেন তা ইন্টারনেটে দেখানোর জন্য কোথাও না কোথাও আপনাকে হোস্ট করতেই হবে। সে হোক আপনার কেনা হোস্টিং বা ফ্রি হোস্টিং। হোস্টিং কোম্পানি অধিকাংশই পেইড অর্থাত্ পয়সা ছাড়া আপনাকে এক চিলতেও জায়গা দেবেনা।
বাংলাদেশে অনেক রিসেলার হোস্টিং সাইট আছে যারা খুচরা দোকানি হিসাবে কাজ করে। তারা বড় বড় কোম্পানির কাছ থেকে হোস্টিং কিনে আমাদের কাছে সরাসরি বিক্রি করেন। এতে আমাদের একদিক থেকে সুবিধা হইছে যে আমাদের হোস্টিং কিনতে ক্রেডিট কার্ডের প্রয়োজন পড়ে না। কারন এখন অনেকে সরাসরি বিকাশ পেমেন্টের ব্যাবস্থা করেছে। যাইহোক, ফ্রি হোস্টিং এর জন্য আপনাদের যে সাইটের সাথে পরিচয় করিয়ে দেব তার নাম হচ্ছে:
Ehost.usa.cc ওয়েবসাইটিতে এ যান>> ক্লিক করেন
সহ আরো অনেক কিছু। মোটামুটি আপনার ওয়েবসাইট তৈরির সব অফশন ইনক্লুড করা আছে। আমরা জানি ফ্রি হোস্টিং এ অনেক লিমিটেশন আছে। তারপরেও এই ফিচার গুলো একটা প্রফেশনাল ওয়েবসাইট তৈরির জন্য যথেষ্ট।
একটা কথা মনে রাখা উচিত, ফ্রি জিনিস গুলো এমন কাজে ব্যবহার করবেন যেগুলো হারিয়ে গেলে আক্ষেপ থাকবেনা। বিশেষ করে ফ্রি ওয়েবসাইট। এখানে সবথেকে বড় বাধা আপনার হোস্টিং করা ওয়েবসাইটি যদি কোন পর্নগ্রাফি সাইট বা গেমিং সাইট বা যেসব সাইট বার বার রিলোড হয় সেরকম কিছু হয়ে থাকে তাহলে বিনা নোটিশে বাতিল হয়ে যেতে পারে। সেক্ষেত্রে আক্ষেপ করা উচিত নয়। তবে যারা এটাকে নিজের বিজনেসের জন্য সার্পোট হিসাবে কাজে লাগাবেন তাদের জন্য ভালো সুযোগ বলা যায়।
ফ্রি হোস্টিং এ আপনি প্রফেশনাল মানের কিছু না করাই ভালো। এটিকে আপনি বিজনেসের সাপোর্ট হিসাবে ব্যবহার করতে পারেন। মুল বিজনেসের জন্য অবশ্যই পেইড হোস্টিং ব্যবহার করা উত্তম।
আমি অভিনব অভি। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 9 বছর 5 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 18 টি টিউন ও 1 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 2 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
valo na ame bhabher korse slo onek