ওয়েবসাইট বা ব্লগ তৈরিতে আগ্রহী মানুষের অভাব নেই। জরিপ করলে দেখা যাবে অধিকাংশ মানুষই ওয়েবসাইট বা ব্লগ খুলছেন অনলাইন থেকে কিছু বাড়তি আয়ের আশায়। আর দশজনের মতো আমিও ব্যতিক্রম নই। ব্যক্তিগতভাবে আমি অধিক আগ্রহী ব্লগিংয়ের প্রতি। ওয়ার্ডপ্রেস আমার প্রথম পছন্দ। উল্লেখ্য, আমাদের সবার প্রিয় টেকটিউনসও ওয়ার্ডপ্রেস ইঞ্জিনে তৈরি। কিন্তু ওয়ার্ডপ্রেস ইঞ্জিন ব্যবহার করতে হলে প্রয়োজন হয় একটি ডোমেইন ও হোস্টিং। এছাড়া বিনামূল্যের ওয়ার্ডপ্রেসে বিজ্ঞাপন বসানো যায় না। এতো টাকা পাবো কোথায়? তাছাড়া টাকা দিয়ে ব্লগ তৈরি করার মতো মানুষ বাংলাদেশে কমই আছেন। তাই বলে কি প্রচেষ্টা থেমে থাকবে? প্রচেষ্টা থেমে থাকেনি। ব্লগিং চলেছে এবং চলছে গুগল ব্লগ তথা ব্লগস্পটে। ব্যক্তিগতভাবে ব্লগস্পট আমার ততোটা পছন্দ না যদিও একে ইচ্ছেমতো কাস্টোমাইজ করা যায়। তবে এরচেয়ে ওয়ার্ডপ্রেসের কাস্টোমাইজেশন অনেক সহজ এবং সহস্রাধিক প্লাগ-ইন ব্যবহার করে ওয়ার্ডপ্রেসে তৈরি ব্লগকে অসাধারণ রূপ দেয়া সম্ভব যদি শুধুমাত্র ওয়ার্ডপ্রেস ব্লগটি অন্য কোন হোস্টিংয়ে হোস্ট করে থাকেন।
ডোমেইন ক্রয় করা বা হোস্টিং ক্রয় করা আমার মতো অনেকের পক্ষেই হয়তো সম্ভব হবে না। তাই বলে কি ইচ্ছেটাকে দমন করে রাখবেন? আর রাখলেই বা কতো দিন আর রাখবেন? তাই আমি দিচ্ছি সল্যুশন। ফ্রি হোস্টিয়া ডট কম। ২৫০ মেগাবাইট স্টোরেজ সম্পন্ন এই বিনামূল্যের হোস্টিং কোম্পানিটি আপনাকে সহজ ও দ্রুততার সঙ্গে ওয়ার্ডপ্রেস, জুমলা, দ্রুপাল ইত্যাদি ইচ্ছেমতো ইঞ্জিন ইন্সটল করে ব্যবহার করার সুবিধা দিয়ে থাকে। গতকাল সেই সুবিধার অংশ হিসেবেই আমি ফ্রি হোস্টিয়ায় তৈরি করেছি আমার একটি ব্লগ যা ওয়ার্ডপ্রেস ইঞ্জিন ব্যবহার করে তৈরি। ফ্রি হোস্টিয়ার সুবিধাগুলো এক নজরে জেনে নেয়া যাক:
এবারে আসুন জেনে নিই কীভাবে আপনি দ্রুততম সময়ে আপনার ওয়ার্ডপ্রেস ইঞ্জিন ব্যবহার করে ব্লগসাইট তৈরি করতে পারেন। প্রথমেই ফ্রি হোস্টিয়ার সাইটে গিয়ে নিচের বাম দিক থেকে "চকলেট" প্যাকেজে ক্লিক করুন। তারপর স্ক্রিনে চকলেট প্যাকেজের যাবতীয় তথ্যাদি প্রদর্শিত হবে। সেখান থেকে "টেক ইট নাও" বাটনে ক্লিক করুন। এবার আপনার সামনে রেজিস্ট্রেশন ফরম উপস্থাপিত হবে।
উপস্থাপিত ফরমের প্রথম ধাপে কোন পরিবর্তন না করাই শ্রেয়। চাইলে Pre Installed Script drop-down menu থেকে পছন্দসই স্ক্রিপ্ট তথা ওয়ার্ডপ্রেস, জুমলা, মুভেবল টাইপ, দ্রুপাল ইত্যাদি নির্বাচন করতে পারেন। যেহেতু আপনি ওয়ার্ডপ্রেস ব্যবহার করতে চাচ্ছেন, সেহেতু এখানে ওয়ার্ডপ্রেস সিলেক্ট করুন।
Add a domain name to host এর পর সাবডোমেইন চেকবক্স সিলেক্ট করুন এবং আপনার ওয়েবসাইটটির যে ঠিকানা চান, সেটা দিন।
দ্বিতীয় ধাপে প্রয়োজনীয় তথ্য দিয়ে ফরমটি পূরণ করুন এবং continue করুন। তারপর আপনার ইমেইলে পরবর্তী ত্রিশ মিনিটের মধ্যে একসঙ্গে দু'টি ইমেইল আসবে। প্রথমটি ওয়ার্ডপ্রেস সম্বন্ধীয়। দ্বিতীয়টি ফ্রিহোস্টিয়া সম্বন্ধীয়। Continue বাটনে প্রেস করার পর স্ক্রিনে লক্ষ্য করুন একটি ইউজারনেম আপনাকে দেয়া হবে। সতর্কতার সঙ্গে আপনার ইউজারনেম এবং অর্ডার আইডি কোথাও লিখে রাখুন। ইমেইল আসলে সেখান থেকে পাসওয়ার্ড ব্যবহার করে লগইন করুন। লগইন করার পর একাউন্ট অপশন থেকে পছন্দসই একটি পাসওয়ার্ড নির্ধারণ করে নিন।
একইভাবে আপনি আপনার সাইটের (ওয়ার্ডপ্রেস) অ্যাডমিন প্যানেলে প্রবেশের জন্যও ইউজার নেম admin এবং একটি পাসওয়ার্ড পাবেন। সেটা দিয়ে আপনার ওয়ার্ডপ্রেসে লগইন করুন এবং তারপর সেটিংস থেকে পাসওয়ার্ড পরিবর্তন করে নিন। উদাহরণস্বরূপ, আপনার সাইটের ঠিকানা যদি হয় http://aisajib.freehostia.com, তাহলে এর অ্যাডমিন প্যানেল হবে http://aisajib.freehostia.com/wp-admin.php ।
ব্যস, আপনার নতুন ব্লগসাইট তৈরি। এবার আপনি ওয়ার্ডপ্রেস ব্যবহার করছেন অন্য একটি সার্ভারে হোস্ট করে। অর্থাৎ, এখন থেকে আপনি অ্যাডসেন্স ব্যবহার করতে পারবেন আপনার ব্লগে। সেইসঙ্গে উপভোগ করতে পারবেন ব্যবহারবান্ধব ওয়ার্ডপ্রেস প্রশাসনিক প্যানেল (অ্যাডমিন প্যানেল)
ওয়ার্ডপ্রেস ইন্সটল ও ব্যবহার শুরু করার পর থিম নিয়ে ভেজালে পড়ে যান অনেকেই । বিশেষ করে যারা প্রথমবারের মতো ওয়ার্ডপ্রেস ইন্সটল করেন। তাদের জন্য সহজ একটি পদ্ধতি বলে দিচ্ছি। ফ্রিহোস্টিয়া থেকে প্রেরিত ইমেইলে আপনার এফটিপি একাউন্টের তথ্য দেয়া আছে। এই সাইটে ঢুকে সেই তথ্য তথা ইউজারনেম এবং পাসওয়ার্ড ব্যবহার করে লগইন করুন। তারপর এই ঠিকানায় যান wp-content/themes। অর্থাৎ, থিমস ফোল্ডারে যান। এবার নতুন ব্রাউজারে ওয়ার্ডপ্রেসের জন্য থিম ডাউনলোড করুন। গুগলে সার্চ করলে অসংখ্য ফ্রি ওয়ার্ডপ্রেস থিম পাবেন আপনি। সেই থিমটি সম্পূর্ণ ফোল্ডারসহ আপলোড করে দিন wp-content/themes ফোল্ডারে। এবার ওয়ার্ডপ্রেস ড্যাশবোর্ড থেকে Design > Themes এ গেলেই নতুন থিমটি নির্বাচন করার অপশন পাবেন।
ফ্রি হোস্টিয়া ২৫০ মেগাবাইট স্পেস বিনামূল্যে অফার করে। তবে আপনাকে প্রতি বছর নবায়ন তথা রিনিউ করতে হবে আপনার একাউন্ট। অন্যথায় রিনিউ না করার কারণে আপনার সাইটটি বিলুপ্ত হয়ে যেতে পারে। সুতরাং, কবে আপনার সাইটটি রেজিস্ট্রেশন করেছেন সেই তারিখ নোট করে রাখুন এবং ঠিক এক বছর পর তা নবায়ন করে বিলুপ্তির হাত থেকে রক্ষা করুন আপনার ওয়েবসাইটকে।
আমি মো. আমিনুল ইসলাম সজীব। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 16 বছর 5 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 83 টি টিউন ও 201 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 7 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
aita ki hoilo ami comment korlam kal ar ajk delete kore deoa holo
suggestion dileo jodi ta delete kore deoa hoy to comment er jaiga rakhsen kan?
apni ki janen apni apner site e amak block kore pura gp user der block korsen?
janben kamne apni to sob built in chan.
ai shovab bodlan dekhben onek valo kisu korte parben.
apnar shathe amar kono shotruta nai tobe chai na j kew coding na jene site banak apnar moto
amio acta site toiri corlam.kintu beparta bojtasi na je amar ai site e manushera kivabe dhukbe?
ধন্যবাদ!