ওয়েব ডিজাইনার এবং ডেভেলপারদের বিভিষীকাময় দিনগুলো হচ্ছে নতুন কোন সাইট লঞ্চিং অথবা রানিং কোন সাইটের নিউ ভার্সন আপডেট করার কিছুদিন আগের সময়গুলো। এই সময়ে তারা প্রায় পাগল হয়ে থাকেন তাদের কাজে ফিনিশিং টাচ দেয়ার জন্যে। ভেবে ভেবে মাথার চুল উঠার দশা হয়ে যায়, এই বুঝি কোন ফিচার বাদ পড়ে গেল! এই বুঝি কোন একটা এরর ফিক্স করা হয়নি। এর আগেও ডিজাইনার ও ডেভেলপারদের জন্যে অনেক টুলস নিয়ে লিখেছি। তবে এইবার তাদের জন্যে কিছু ওয়েব ডেভেলপমেন্ট টেস্টিং টুল নিয়ে লিখব। আসুন টিউনার বন্ধুরা কালক্ষেপন না করে দেখে নেই সেই সমস্ত প্রয়োজনীয় টুলস গুলো
সাইটের রেসপন্স টাইম, ফাইলের সাইজগুলো এবং লিংকগুলো ঠিকভাবে কাজ করছে কি না তা চেক করে নেয়ার জন্যে এই টুলটি ব্যবহার করে দেখতে পারেন। এই টুলটি দ্রুততার সাথে কিছু ফিচার টেস্ট করে নেয়ার কিছু ফিচার প্রোভাইড করছে। এর আছে টেস্টিং গ্রাফ, যার সাহায্যে সহজেই একবারের চোখের দেখায় আপনি সাইটের স্পীড এবং লিংকের এররগুলো ফাইন্ডআউট করে নিতে পারবেন। আরো ফিচারের মধ্যে আছে ফাইল সাইজ ভ্যারিফাইয়ার এবং রিডেক্সান স্পীড এবং ডিএনএস।
ব্রাউজার টেস্টিংটা খুবই যন্ত্রনাদায়ক একটা পার্ট একজন ডেভেলপারের কাছে। বিভিন্ন ব্রাউজারের ভিউ ফিক্সআপ করতে করতে মাথার চুল ছিড়ে ফেলার দশা হয় ডিজাইনারের। সাধারনত ইন্টারনেট এক্সপ্লোরারের ব্রোকেন এ্যালাইনমেন্টেই বেশি চিল্লা পাল্লা শুরু হয় ডিজাইনারের। এই টুলটির সাহায্যে এই বিরক্তিকর কাজটি অনেকটা কম ঝামেলাতেই সম্পাদন করা সম্ভব হবে। এটি মূলত কয়েকটি ভার্চুয়াল এ্যাপ্লিকেশানের একটি সিরিজ। এর সাহায্যে বিভিন্ন পপুলার ব্রাউজার রান করানো সম্ভব, কোন সফটওয়্যারের ইন্সটলেশান ছাড়াই!
এটি একটি ফায়ারফক্স এক্সটেনশান। ফন্ট এন্ড কোডিং এ বাগ ফিক্সিং এবং ডিবাগিং এর কাজে এর কোন জুড়ি নাই। যদি কোন ইমেজ অথবা স্টাইলের আউট অফ লাইনিং এর সমস্যা থেকে থাকে তাহলে ফায়ারবাগ এর মাধ্যমে আপনি বেস্ট সলিউশন পাবেন বলে ডেভেলপাররা বলছেন।
কোন সাইটে যদি ফেসবুক, টুইটার, ডিগ, মাইস্পেস কনভার্জ করা থাকে, স্বাভাবিকভাবেই সাইটের স্ট্রেস অনেকটাই বেড়ে যাবে। এবং সেই স্ট্রেস আপনার সাইট কতটা সামলাতে পারবে অথবা সামলাতে হলে কি কি যোগাড়যন্ত্র লাগবে তার অনেক সাজেশানই পাবেন এই টুলের সাহায্যে। এছাড়া সাইটের হাই ট্র্যাফিক লোডও হ্যান্ডেল করার।
এটি মূলত সাফারী ব্রাউজারের একটি ফিচার। ওয়েব ইন্সপেক্টর চালু করতে হলে আপনাকে ব্রাউজারের ডেভেলপমেন্ট ট্যাব অন করতে হবে। যে কোন সাইটের স্টাইলশীট ডিসপ্লে, ইমেজ এন্ড স্ক্রিপ্ট এবং স্ক্রিপ্ট চেকিং এ এই টুলটি ব্যবহার করা যেতে পারে।
খুবই পাওয়ারফুল এবং রোবাষ্ট একটি ফায়ারফক্স এক্সটেনশান। কোন ডেভেলপার আজ পর্যন্ত নাকি একবার ব্যবহার করার পর একে আর ছাড়তে পারেননি। এমনকি অনেকেরই প্রিয় এক্সটেনশানে পরিণত হয়েছে। ব্রোকেন ইমেজ টেস্টিং, লেআউট টেস্টিং, মাল্টিপল স্ক্রীন সাইজ, কুকি ইনফরমেশান, মার্কআপ ভ্যালিডেটিং সহ আরো অনেক টেস্টিং ফিচার দিচ্ছে এই অসাধারণ এ্যাডঅনটি।
আমি দুঃসাহসী টিনটিন। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 16 বছর 8 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 200 টি টিউন ও 1531 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 34 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
মানুষ হিসেবে তেমন আহামরি কেউ নই আমি। সাটামাটা জীবনটাই বেশী ভালো লাগে। আবার মাঝে মাঝে একটু আউলা হতে মন চায়। ভালো লাগে নিজেকে টিনটিন ভাবতে .... তার মত দুঃসাহসী হতে মন চায় ..... কিন্তু ব্যক্তি জীবনে অনেকটা ভীতুই বটে ..... অনেক কিছুই হাতছাড়া হয়ে গেছে জীবনে এই কারনে ..... আবার...
শাকিল ভাই সহ টেকটিউনসে যারা এক্সপার্ট রয়েছে তাদের কাছে জিজ্ঞাসা ব্লগার থিম এডিট করব কিভাবে?
ধন্যবাদ সুন্দর টিউনের জন্য