যাদের wapka সাইট Internet.org- তে এড করেছেন তারা দেখে নিন। ১০০০% কাজে লাগবে।

আসসালামুয়ালাইকুম। সবাই কেমন আছেন?

আজ আমি আপনাদের মাঝে নতুন একটি টপিক নিয়ে হাজির হয়েছি। আজকের টিউটোরিয়াল হল কিভাবে আপনার wapka সাইটের ফ্রি বেসিস লিংক কে শর্ট বা ছোট করবেন।

    প্রথমে বলব যে,

অনেকে হয়তো নিজের wapka সাইটকে Internet.org অর্থাৎ ফ্রি বেসিকস(free basics)-এ এড করেছেন। মূলত তাদের জন্য আমার এই টিউন। সবাই Internet.org- তে Site সাবমিট করলেও ফ্রি করা wapka সাইটে সরাসরি প্রবেশ করা যাই না। m.Internet.org - তে গিয়ে সাইটও খুজে এড করে তাঁরপর ফ্রিতে প্রবেশ করা যাচ্ছে। এত ঝামেলার কারণে ইউজাররা ফ্রি ব্যবহার করতে পারলেও ফ্রি ব্যবহার করছেনা। অনেকে আবার লিংক কপি করে দিয়ে বলতেছে এখানে গিয়ে ফ্রি চালান। ভাই আপনার Site তো ঢুকতেই ডেটা(Date) কাটতেছে তাইলা আর লিংকে গিয়ে ফ্রি চালানোর কি দরকার। তাই এত ঝামেলা না করে আপনার এতো বড়ও লিংকটা ছোট করে ফেললে সাইটে প্রবেশ করতে অনেক সহজ হয়। যেমন: free.facebook.com

    ২য়ত মনোযোগ সহকারে পরবেন।

তাহলে শুরু করি আজকের টিউটরিয়াল।

-প্রথমে http://m.internet.org- তে যান।

go to internet.org

-এবার আপনার সাইটও টি খুজে সাইটে প্রবেশ করুন। যেমন: আমি প্রবেশ করেছি কালের কণ্ঠে।

tipsin24.tk
gpfreenet.ga
techbuzz.ga
add site in free basic

-এবার এড্রেস বারে গিয়ে লিংকটি প্রথম থেকে Freebasics.com পর্যন্ত কপি করুন।

kalerkonto
search kalerkonto

-লিংকটি কপি(copy) করে রাখুন পরে কাজে লাগবে।

-এবার আপনার wapka সাইটে যান। নিচের পদ্ধতি অনুসরন করুন।

-সাইটে লগ ইন করুন।

wapka.mobi

-সাইটে প্রবেশ করুন।

into site bdmobitrick

-Admin mode-এ যান।

go to admin mode

-New page-এ ক্লিক করুন।

new page

-নিচের মত New Page তৈরী করুন।

new page
ok

-এবার তৈরী করা পেইজটিতে(page) যান।

go to this page

-Edit Setting-এ গিয়ে Automatic Redirection- এ ক্লিক করুন।

automatic redirektion

-এবার ১ম বক্সে কত সেকেন্ড পরে লিংকে যাবে সেটা দিন। আমি সেকেন্ড দিয়েছি কেননা সাইটও লোডিং হতে হতে ৩ সেকেন্ড সময় লাগে। ২য় বক্সে প্রথমে কপি করা লিংকটি দিন। যেমন: http-www-kalerkonto-com-0.freebasics.com

redirection set

-Ok দিন। এবং সাইটের পেইজ আইডি টা মনে রাখুন। যেমন: 44

page id 44


-পেইজের কাজ শেষ। এবার ডোমেইন এর কাজ।

-এবার আবার সাইটে লগ ইন করুন।

log in wapka

-সাইটে প্রবেশ করুন।

go site like tipsin24.tk

-ডোমেইন মেনেজারে যান।(Domain maneger)

domain manager
own domain

-আপ্নার সাইটের ডোমেন এর নিছে মেনেজ ডোমেনে(manage domain) ক্লিক করুন।

manage domain

-এবার প্রথম বক্সে আপনার ডোমেইন এর আগে কি হবে সেটা দিন। যেমন:

-এবং আমরা কিছুক্ষণ আগে যে পেইজ বানিয়েছিলাম সেটার আইডি নোং দিন। যেমন: 44

set page and short domain

-তাঁরপর সাবমিট দিন।

submit gpfreenet.ga

-কাজ শেষ। এবার এড্রেস বারে আপনার তৈরীকৃত ডোমেইনটি লিখুন। যেমন: free.TechBuzz.ga . OK দিন।

finally brows free

কি দেখলেন? আপনার ফ্রি সাইটে চলে গেল নাকি!!

আজকের টিউন এখানেই শেষ। ভুল হলে ক্ষমা করবেন।

আমার আজকের টিউনে আপনাদের সামান্য উপহার হলে আমার লেখা সার্থক। ভালো লাগলে লাইক, শেয়ার, এবং টিউমেন্ট করবেন।

Level 0

আমি এম ফাহিম। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 9 বছর 2 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 4 টি টিউন ও 12 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

i am a simple boy. My site is http://SimOffer.ga


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

hmm. ভালো টিউন।।।।

tnx bro… @Rakib hossen

    ফাহিম★★★★ভাইয়ের★★★★ নাম্বার ★★★★★ টা কি★★★★ পেতে পারি★***

hello, Fahim bhai. I nedd your help.

ফাটিয়ে দিয়েছ।।

call 01727107403 or my fb link fb.me/fahimliakot

wow গুড আইডিয়া #এম ফাহিম