অত্যাধুনিক সার্ভার টেকনোলজি: আপনার ব্লগের জন্য ফ্রি CDN সার্ভিস

এখন সাইটগুলোকে দ্রুত লোড করাতে এবং মূল সার্ভারের চাপ কমিয়ে নিতে CDN এর বিকল্প নেই । কিন্তু CDN সার্ভিস একটু ব্যয়বহুল । তাই অনেক ব্লগার আগ্রহী থাকলেও CDN ব্যবহার করছেন না । এই সমস্যা সমাধানে কিছু ফ্রি CDN সার্ভিসের উদ্ভব । তেমনই এক সার্ভিসের সথে পরিচয় করিয়ে দিবে এই পোষ্ট ।

Corel CDN সার্ভিস

Corel CDN সবার জন্য ফ্রি CDN সুবিধা নিয়ে হাজির হয়েছে । তাদের পৃথিবীর বিভিন্ন স্থানে শক্তিশালী সার্ভার রয়েছে । ব্যবহারকারী কোন ডাটা রিকোয়েস্ট করলে তা এই সব সার্ভার থেকে পূরণ করা হয় । ব্যবহারকারীর অবস্থানের ভিত্তিতে সবচেয়ে নিকটতম স্থান থেকে ডাটা সেন্ড করা হয় । ফলে ডাটা দ্রুত লোড হয় তার সাথে মূল সার্ভারের উপর চাপও কমে যায় ।

কিভাবে কাজ করে ?

প্রচলিত CDN গুলোর মত এতে আলাদাভাবে ডাটা আপলোড করতে হয় না । যেকোন সাইটের নামের পরে ".nyud.net" (যেমন: blogdesh.com.nyud.net) জুড়ে দিলেই কাজ করে এটি । প্রথমবার রিকোয়েস্ট করার সাথে সাথে মূল সাইটের ডাটা তাদের সার্ভারে cached হয়ে যায় । এরপরের ২৪ঘন্টা সেই ক্যাশডকৃত ডাটা Corel CDN সার্ভার থেকে ইউজারদের দেখানো হয় ।

ওয়ার্ডপ্রেসে যুক্ত করুন

বারবার নিশ্চয়ই ব্যবহারকারী ".nyud.net" জুড়ে আপনার সাইট ভিজিট করবে না, তাই না ? আপনার কাজ সহজ করতে আছে এক ওয়ার্ডপ্রেস প্লাগইন, "Free CDN" । এটি ইন্সটল করে নিলে নিমিষেই আপনার সার্ভারযুক্ত হবে যাবে Corel CDN সার্ভিসের সাথে । ওয়ার্ডপ্রেস এডমিনের সেটিংস পাতা থেকে বেছে নিতে পারেন কোন কোন ফাইল CDN থেকে দেখাতে চান সেগুলো ।

ব্লগদেশ রিভিউ

ব্লগদেশ.com এ বেশ কিছুদিন ধরেই সার্ভিসটি পরীক্ষামূলভাবে ব্যবহৃত হচ্ছে । সার্ভিস মোটামুটি ভালই, তবে মনে হচ্ছে এটি সাইট লোডিংটাইম কিছুটা বাড়িয়ে দেয় । এটি ইন্সটলেশন অনেক সহজ কোন রক্ষণাবেক্ষন ঝামেলাও নেই । ব্লগাররা নিঃসন্দেহে কয়েকদিনের জন্য চালিয়ে দেখতে পারেন সার্ভিসটি । যাদের সার্ভার স্পেস ও ব্যান্ডউইড কম তাদের জন্য বিরাট আশীর্বাদ এটি ।

CDN কি, কিভাবে কাজ করে, তা নিয়ে পূর্বে এক পোষ্টে বিস্তারিত আলোচনা করা হয়েছে । এই পোষ্টটি পড়ার পূর্বে সেটি পড়ে আসতে পারেন । পোষ্টটির লিংক

.
.

ভাল লাগলে ফেসবুকে লাইক মারেন 😀

Level 0

আমি ব্লগদেশ টিম। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 14 বছর 1 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 31 টি টিউন ও 40 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

ভাই জুমলা তে করা যাবে না?

সুন্দর টিউন করেছেন….

ব্লগস্পটে কি করা যাবে ?

    ব্লগস্পটতো গুগলের ফ্রি সার্ভার .. এটাতে চালানোর দরকার কি ?

টেকটিউনসে CDN সার্ভিস চালু আছে কিনা জানি না।

Good news……………:-)

ধন্যবাদ ভাই। ওয়ার্ড প্রেস তেমন বুঝতাম না এই তো ১মাস আগেও। এখন বুঝি মোটামটি। আপনার সাইট ঘুরে আসলাম। ভালো লাগছে আমার। পরতে মজা লাগসে। পুরাটা দেখা হয়ে গেছে। কিছু কাজের জিনিস ও পাইলাম ওয়ার্ড প্রেস এর প্লাগ ইনস। অনেক ধন্যবাদ

ভাল টিউন,
ধন্যবাদ শেয়ার করার জন্য।