এখন সাইটগুলোকে দ্রুত লোড করাতে এবং মূল সার্ভারের চাপ কমিয়ে নিতে CDN এর বিকল্প নেই । কিন্তু CDN সার্ভিস একটু ব্যয়বহুল । তাই অনেক ব্লগার আগ্রহী থাকলেও CDN ব্যবহার করছেন না । এই সমস্যা সমাধানে কিছু ফ্রি CDN সার্ভিসের উদ্ভব । তেমনই এক সার্ভিসের সথে পরিচয় করিয়ে দিবে এই পোষ্ট ।
Corel CDN সবার জন্য ফ্রি CDN সুবিধা নিয়ে হাজির হয়েছে । তাদের পৃথিবীর বিভিন্ন স্থানে শক্তিশালী সার্ভার রয়েছে । ব্যবহারকারী কোন ডাটা রিকোয়েস্ট করলে তা এই সব সার্ভার থেকে পূরণ করা হয় । ব্যবহারকারীর অবস্থানের ভিত্তিতে সবচেয়ে নিকটতম স্থান থেকে ডাটা সেন্ড করা হয় । ফলে ডাটা দ্রুত লোড হয় তার সাথে মূল সার্ভারের উপর চাপও কমে যায় ।
প্রচলিত CDN গুলোর মত এতে আলাদাভাবে ডাটা আপলোড করতে হয় না । যেকোন সাইটের নামের পরে ".nyud.net" (যেমন: blogdesh.com.nyud.net) জুড়ে দিলেই কাজ করে এটি । প্রথমবার রিকোয়েস্ট করার সাথে সাথে মূল সাইটের ডাটা তাদের সার্ভারে cached হয়ে যায় । এরপরের ২৪ঘন্টা সেই ক্যাশডকৃত ডাটা Corel CDN সার্ভার থেকে ইউজারদের দেখানো হয় ।
বারবার নিশ্চয়ই ব্যবহারকারী ".nyud.net" জুড়ে আপনার সাইট ভিজিট করবে না, তাই না ? আপনার কাজ সহজ করতে আছে এক ওয়ার্ডপ্রেস প্লাগইন, "Free CDN" । এটি ইন্সটল করে নিলে নিমিষেই আপনার সার্ভারযুক্ত হবে যাবে Corel CDN সার্ভিসের সাথে । ওয়ার্ডপ্রেস এডমিনের সেটিংস পাতা থেকে বেছে নিতে পারেন কোন কোন ফাইল CDN থেকে দেখাতে চান সেগুলো ।
ব্লগদেশ.com এ বেশ কিছুদিন ধরেই সার্ভিসটি পরীক্ষামূলভাবে ব্যবহৃত হচ্ছে । সার্ভিস মোটামুটি ভালই, তবে মনে হচ্ছে এটি সাইট লোডিংটাইম কিছুটা বাড়িয়ে দেয় । এটি ইন্সটলেশন অনেক সহজ কোন রক্ষণাবেক্ষন ঝামেলাও নেই । ব্লগাররা নিঃসন্দেহে কয়েকদিনের জন্য চালিয়ে দেখতে পারেন সার্ভিসটি । যাদের সার্ভার স্পেস ও ব্যান্ডউইড কম তাদের জন্য বিরাট আশীর্বাদ এটি ।
CDN কি, কিভাবে কাজ করে, তা নিয়ে পূর্বে এক পোষ্টে বিস্তারিত আলোচনা করা হয়েছে । এই পোষ্টটি পড়ার পূর্বে সেটি পড়ে আসতে পারেন । পোষ্টটির লিংক ।
.
.
ভাল লাগলে ফেসবুকে লাইক মারেন 😀
আমি ব্লগদেশ টিম। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 14 বছর 2 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 31 টি টিউন ও 40 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
ভাই জুমলা তে করা যাবে না?