আশা করি সবাই ভালো আছেন। আমিও ভালোই আছি। যারা ফ্রি হোস্টিং দিয়ে সাইট বানাতে ইচ্ছুক। তাদের জন্য আমার এই টিউনটি আশা করি কাজে লাগবে।
★
প্রথমেই টাকা দিয়ে হোস্টিং কেনা উচিত নয়। কারণ আপনি যদি ওয়ার্ডপ্রেস বা জুমলা শিখতে চান তাহলে, প্রথমে আপনি যদি একটি ফ্রি হোস্টিং নেন এবং সেখান থেকে কিছু কাজ শিখলেন তাহলে
তা অনেক ভালোই হবে।
★
বর্তমান পৃথিবীতে আমার আপনার যানা অজানা অনেক ফ্রি হোস্টিং সাইট আছে। তবে আমি এখানে কিছু ভালো ফ্রি হোস্টিং সাইট এর লিংক দিব।
★ Nazuka.Net
আমার জানা মতে, নাজুকা একটি ভালো ফ্রি হোস্টিং সার্ভার। কারণ আমি এই হোস্টিং সার্ভার ব্যবহার করি।
* Storage এর আনলিমিটেড এমবি।
* আনলিমিটেড এমবি ট্রান্সফার।
* আনলিমিটেড মাইএসকিউএল ডেটাবেস।
* আনলিমিটেড ডোমিন নাম।
* আনলিমিটেড ইমেইল অ্যাডেস।
* আনলিমিটেড এফ টি পি অ্যাকাউন্টস।
* অন ক্লিক সিএমএস।
* ১১ টি ফ্রি সাব ডোমিন।
* ডোমিন অ্যাড করতে পারবেন।
* ফুল সি প্যানেল।
এখান থেকে নাজুকার ওয়ার্ডপ্রেস হোস্টিং সাইট এর ডেমো দেখুন। ৩ মাস ফ্রি হোস্টিং ব্যবহার করার পর ১ ডলার দিয়ে Premium হোস্টিং এ Upgrade করছি। নাজুকার লেখা আছে "No Ads". তবে তারা জাভাস্ক্রিপ্ট অ্যাড দেয়। এতে তেমন সমস্যা হয় না। আর এই অ্যাডটি
শুধু অপেরা মিনি ব্রাউজার এ আসে এবং শুধু ১ বার আছে।
রেজিস্টার লিংকঃ এখানে
★ 000webhost.com
এই সাইটিও কম না। এর কোনো অ্যাড নেই। তবে এর এফ টি পি সার্ভার এ সর্বোচ্চ ৫ এমবি এর বেশি আপলোড করা যায় না। তাই পুরাতন ওয়ার্ডপ্রেস ভার্শন ব্যবহার করতে হয়। কিন্তু নাজুকাতে আপনি সর্বোচ্চ ১০ এমবি আপলোড করতে পারবেন। এবং ওয়ার্ডপ্রেস,জুমলা,দ্রুপালের লেটেস্ট ভার্শন আপলোড করতে পারবেন।
রেজিস্টার লিংকঃ এখানে
★ biz.nf
এখানে থেকে ২৫০ এমবি ওয়েব স্পেস, ৫,০০০ এমবি ডাটা ট্রান্সফার এবং নো অ্যাডস।
Co.nf সাব ডোমিন ফ্রি।
রেজিস্টার লিংকঃ এখানে
ভুল হলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন।
কোন প্রশ্ন/জিজ্ঞাসা থাকলে টিউনমেন্ট এ জানাবেন।
আমি হাবলু উসামা। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 9 বছর 7 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 26 টি টিউন ও 65 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
আমি হাবলু উসামা। আমার সম্পর্কে বিস্তারিত জানতে হলে: এখানে ক্লিক করুন। ধন্যবাদ!
নাজুকা মেইন হোসটি ব্যবহার করে। আর আপনি যদি মেইন হোস্টি ব্যবহার করেন তাহলে কেমন হয়। সাথে ফ্রি হোস্টি রেসেইলার । বিশ্বাস না হলে আমি নিজে মেইন হোস্টি ব্যবহার করি , একটি ডিমো সাইট দিলাম। ডি এন এস চেক করুন তাহলে পরিষ্কার হবেন ads-inboxok-com.usa.cc/ এই স্ক্যাপ্টি লাগলে যোগাযোগ করবেন আমার সাথে। ধন্যবাদ।