সিপ্যানেল বাংলা ভিডিও টিউটোরিয়াল পার্ট-৩ (সিপানেল মেনুয়ালী ওয়ার্ডপ্রেস ইন্সটল)

বন্ধুরা, কেমন আছেন সকলে? আশা করি অনেক অনেক ভাল আছেন। আমিও অনেক ভাল আছি আপনাদের মাঝে আবারো ফিরে আসতে পেরে।
আজ আমি আপনাদের জন্য নিয়ে এলাম সিপ্যানেল বাংলা টিউটোরিয়াল এর তৃতীয় পার্ট নিয়ে।
যারা জানেন না সিপ্যানেল কি, তাদের জন্য বলে রাখি... সিপ্যানেল হচ্ছে লিনাক্স বেইসড হোস্টিং সার্ভারের জন্য একটি কন্ট্রোল প্যানেল। এর সাহায্যে আমরা খুব সহজেই আমাদের হোস্টিং একাউন্টের বিভিন্ন ফাইল, ওয়েব মেইল, ওয়েবসাইট ম্যানেজ করতে পারি। আরো বিস্তারিত জানার জন্য আপনি সিপ্যানেল এর অফিসিয়াল ওয়েবসাইটটি ভিজিট করতে পারেন।

তাহলে কথা না বাড়িয়ে চলুন আমরা মুল টিউটোরিয়াল পর্বে চলে যাই। গত পর্বে আমরা ওয়েব মেইল নিয়ে আলোচনা করেছি। আমরা জেনেছি কিভাবে সিপ্যানেল মাধ্যমে একটি ওয়েব মেইল ক্রিয়েট করা যায়। ওয়েব মেইলে কিভাবে আমরা লগইন করতে পারি। আরো দেখেছি কিভাবে ওয়েব মেইল ব্যবহার করতে হয়, ইমেইল ফররোয়ার্ডারের মাধ্যমে কিভাবে আমরা অন্য একটি মেইল মেইল অটোফররোয়ার্ড করে দিতে পারি, অটো রেসপন্ডারের মাধ্যমে কিভাবে আমাদের মেইলে আসা বিভিন্ন মেইলের অটো রিপ্লে পাঠাতে পারি।
যারা গতপর্ব মিস করেছেন তারা এখান থেকে দেখে নিতে পারেন


আজ দেখব কিভাবে সিপ্যানেলে ফাইল ম্যানেজারের মাধ্যমে মেনুয়ালী ওয়ার্ডপ্রেস আপলোড করে ইন্সটল করতে হয়।
চলুন তাহলে ভিডিওটি দেখা যাক-

আশা করি ভিডিওটি আপনাদের ভাল লেগেছে। আপনাদের যদি কোন প্রশ্ন থাকে তবে অবশ্যই টিউমেন্ট করে জানাতে পারেন। আমি চেস্টা করব আমার সিমিত জ্ঞানের মধ্যে আপনাদের সকল প্রশ্নের উত্তর দেবার।
আমাদের ভিডিও এর নিয়মিত আপডেট পেতে আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করে রাখতে পারেন।
এছাড়াও জয়েন করতে পারেন আমাদের ফেসবুক এর অফিসিয়াল গ্রুপে
ফেসবুকে আমাকে পাবেন এখানে।
আজ তাহলে এই পর্যন্তই। সকলে ভাল থাকবেন।

Level 0

আমি রাজিব আহসান। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 13 বছর 8 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 28 টি টিউন ও 258 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

বগুড়ার একমাত্র বানান ভূল সর্বস্ব লেখক


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

Level 0

Thanks

Theme বা plugins বা অন্য কোন ফাইল upload করতে চাইলে
Downloading install package from http://downloads.wordpress.org/theme/relic.1.0.4.zip…

Download failed. Could not open handle for fopen() to /tmp/relic.1.0.4.tmp
এরকম দেখায় । ভাই Please help me.