আসসালামু আলাইকুম,
প্রিয় বন্ধুরা,
আশা করি সবাই ভালো আছেন।
আমিও ভালোই আছি।
কথা না বাড়িয়ে কাজের কথায় আসি।
আজকাল আমাদের কম বেশি সবারই ওয়েবসাইট বা ব্লগ আছে।
বেশি ভিজিটর পাওয়ার উদ্দেশ্য এ আমরা অনেকেই সাইট এর জন্য SEO করে থাকি।
এছাড়াও ফেসবুক,টুইটার,গুগল প্লাস এ আমাদের সাইটটি শেয়ার করে থাকি।
১. পেজ লোড হতে বেশি সময় নিলে।
পেজ লোড হতে বেশি সময় নিলে ভিজিটররা আপনার সাইটটিকে তেমন গুরুত্ব দিবে না।
উদাহরণস্বরূপঃ আপনার একটি সাইট আছে।
সাইটটি পেজ লোড হতে বেশি সময় নেয়।
কিছুদিন আগে, আমি আপনার সাইটটি ভিজিট করেছি।
আমার কাছে আপনার সাইটটি তেমন পছন্দ হল না।
কারণঃ আপনার সাইটটি পেজ লোড হতে বেশি সময় নেয়।
একদিন আমি গুগলসার্চ এ আপনার সাইটটি পেয়ে গেলাম ১ নাম্বার এ।
২ নাম্বার এ রয়েছে একটি সাইট। ধরে নিলাম সেটা ওয়াপকা।
কারণঃ ওয়াপকা মোবাইল ভিউ। এর পেজ লোড হতে কম সময় লাগে।
এখন আমি আপনার সাইটটি ভিজিট না করে ২ নাম্বার এর ওয়াপকা ভিজিট করব।
কারণঃ আমি জানি, আপনার সাইটটি পেজ লোড হতে বেশি সময় নেয়।
২. মোবাইল ভিউ ইন্সটল না থাকলে।
মোবাইল ভিউতে পেজ লোড হতে কম সময় লাগে। তাই মোবাইল ভিউ ইন্সটল না দিলে ভিজিটর কমে যেতে পারে।
৩. জাভাস্ক্রিপ্ট অ্যাড থাকলে।
আপনার সাইট এ যদি জাভাস্ক্রিপ্ট তাহলে ভিজিটর কম আসতে পারে।
৪. সাইটে বেশি অ্যাড থাকলে।
আমরা অনেকেই সাইট এ বেশি অ্যাড দিয়ে রাখি।
সাইটে বেশি অ্যাড থাকা ভিজিটর কম আসার কারণ।
৫. সাইটের ডিজাইন অগোছানো হলে।
আপনার সাইট যদি অগোছানো থাকে তাহলে ভিজিটর কম আসতে পারে।
৬. কপিপেস্ট টিউন থাকলে।
আপনার সাইটে যদি ৯৫ ভাগ কপিপেস্ট টিউন থাকে,
তাহলে আপনার ভিজিটর কমে যাবে।
৭. অর্ধেক টিউন দিয়ে বাকি অর্ধেক অন্য কোনো ব্লগ বা সাইটের লিংক দিলে।
উদাহরণস্বরূপঃ মনে করুন, আমি একটি জনপ্রিয় ব্লগ এ একটি একটি টিউন করলাম।
টিউনটি আমি ৫০% লিখে বাকি ৫০% এর জন্য আমার ব্লগ এর লিংক দিলাম।
ধরুন, আমি যেই জনপ্রিয় ব্লগ এ টিউন করে ছিলাম তারা আমার টিউনটি তাদের ফেসবুক পেজে শেয়ার করলো।
সেখান থেকে একজন ভিজিটর তা ভিজিট করল।
সে সেখানেও বিস্তারিত পেল না। এর ফলেও ভিজিটর কমে যেতে পারে।
এখানে আমি আমার জানা কিছু কারণ দিলাম।
ভুল হলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন।
টিউনটি পূর্বে প্রকাশিত হয়ঃ এখানে
বিদায়।
আমি হাবলু উসামা। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 9 বছর 7 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 26 টি টিউন ও 65 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
আমি হাবলু উসামা। আমার সম্পর্কে বিস্তারিত জানতে হলে: এখানে ক্লিক করুন। ধন্যবাদ!
ভাই পেজ যাতে বেশিক্ষণ লোডিং না নেই সে জন্য কি করতে পারি।।