অনেক দিন পরে ফিরে এলাম নতুন একটা নতুন টুল নিয়ে, অনেক ওয়েবসাইটের লেখা বা টেক্সট যখন কপি করতে পারেন না তখন স্বাভাবিক ভাবেই একটু খারাপ লাগে, বিশেষ করে যারা রি রাইটের কাজ করেন, আপনাদের জন্য তৈরি করে ফেললাম নতুন একটি টুল যা দিয়ে সহজেই কোন ওয়েবসাইটের লেখা কপি করতে পারবেন।
তাহলে চলে আসি আসল কথায়, অনেক গুলো পদ্ধতিতে কাজটি করা যায়, তার ভিতরে একটি আছে ব্রাউজারের জাভাস্ক্রিপ্ট অফ করা (বিষয়টি বেশ ভ্যাজাল), আর আছে ব্রাউজারে বিভিন্ন এক্সটেনশন ব্যবহার করে জাভাস্ক্রিপ্ট মোড টগোল করা। সেটাও বেশ ঝামেলার, বার বার অন অফ করতে হয়। আবার অনেকে কাজটা ঠিক মত করতেও পারেন না। তাদের জন্যই আমার এই টুল, শুধু ইউআরএল দিয়ে সাবমিট করলেই হল, সুন্দর ভাবে কপি করতে পারবেন :D। কি দেখতে চান? তাহলে হাতে নাতেই দেখুন,
প্রথমে Easy Copy এর এই লিঙ্কে যান, তার পর ছবির মত এই যায়গায় যে সাইট থেকে কপি করতে চান তার ইউ আর এল দিন। ধরুন আমি এই সময়ের সাইট থেকে লেখা কপি করতে চাই... তাহলে এই টেক্সট এরিয়াতে লিঙ্ক দিয়ে সাবমিট বাটনে ক্লিক করলাম... (মনে রাখবেন অবশ্যই লিঙ্ক এর আগে http:// এটা দিতে হবে, না হলে কাজ করবে না)।
ছবি দেখুন নিচে...
দেখলেন তো কত সহজে কপি করতে পারছেন 😀
আমার এই ছোট্ট প্রয়াস ভাল লাগলে টিউমেন্ট করে জানান... এছাড়াও আমার বানানো আরও কিছু টুল আছে, চেক করুন এখানে...
আর সকল বাংলাসংবাদপত্রের শিরোনাম এক পাতায় দেখতে এখুনি ভিজিট করতে পারেন আমার সাইটে, ভিজিট করুন এখানে
ভালো থাকবেন, শীঘ্রই নিয়ে আসছি, লাইভ ক্রিকেটের বাংলা উইজগেট 😀
আমি sawan kumar। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 12 বছর 10 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 3 টি টিউন ও 7 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
সুন্দর হয়েছে