সার্চ ইন্জিন রেংকিয়ে পেজস্পিডের গুরুত্ব নিয়ে আগেও নানা পরার্মশ দিয়েছে । এবার আর পরার্মশ নয়, আপনার ওয়েব সার্ভারের জন্য চমৎকার এক টুল নিয়ে এলো গুগল । যারা Apache সার্ভারে সাইট চালান তাদের জন্য নতুন এটি মডিউল নিয়ে এলো গুগল । এটি হচ্ছে mod_pagespeed ।
এই মডিউলটি সার্ভারেযুক্ত করলে ওয়েব পেজ নিজে নিজেই পেজস্পিড-আপের জন্য অপটিমাইজড হয়ে যাবে । বারবার আলাদা আলাদাভাবে সেটিংয়ের দরকার হবে না । এটি পেজডাউনলডিং টাইম অর্ধেক নামিয়ে আনতে সক্ষম ।
যা যা করবে:
নিচের এই ভিডিওটি দ্বারা আরো ভাল করে বুঝতে পারবেন ব্যাপারটি ।
আজ সকালে এক অফিসিয়াল পোষ্ট দ্বারা গুগল এই টুল সম্বন্ধে জানায় । যারা নিজের সার্ভার নিজেই মেইনটেইন করেন তারা সহজেই টুল নামিয়ে ইনসটল করে নিন । বাকিরা নিজ নিজ হোস্ট প্রোভাইডারকে অনুরোধ করুন ।</p
আমি ব্লগদেশ টিম। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 14 বছর 2 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 31 টি টিউন ও 40 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
তথ্যটি শেয়ার করার জন্য আপনাকে ধন্যবাদ।