পেজস্পিড বাড়াতে গুগল প্রকাশ করলো নতুন টুল

সার্চ ইন্জিন রেংকিয়ে পেজস্পিডের গুরুত্ব নিয়ে আগেও নানা পরার্মশ দিয়েছে । এবার আর পরার্মশ নয়, আপনার ওয়েব সার্ভারের জন্য চমৎকার এক টুল নিয়ে এলো গুগল । যারা Apache সার্ভারে সাইট চালান তাদের জন্য নতুন এটি মডিউল নিয়ে এলো গুগল । এটি হচ্ছে mod_pagespeed ।

এই মডিউলটি সার্ভারেযুক্ত করলে ওয়েব পেজ নিজে নিজেই পেজস্পিড-আপের জন্য অপটিমাইজড হয়ে যাবে । বারবার আলাদা আলাদাভাবে সেটিংয়ের দরকার হবে না । এটি পেজডাউনলডিং টাইম অর্ধেক নামিয়ে আনতে সক্ষম ।

যা যা করবে:

  • ইমেজ রিকম্প্রেস ও অপটিমাইজ করে দ্রত লোডিং
  • CMS অনুযায়ী পেজ অপটিমাইজেশন
  • লোগো, ইমেজ ইত্যাদির ক্যাশ টাইম বাড়িয়ে ১বছর পূর্যন্ত করা ।

নিচের এই ভিডিওটি দ্বারা আরো ভাল করে বুঝতে পারবেন ব্যাপারটি ।

আজ সকালে এক অফিসিয়াল পোষ্ট দ্বারা গুগল এই টুল সম্বন্ধে জানায় । যারা নিজের সার্ভার নিজেই মেইনটেইন করেন তারা সহজেই টুল নামিয়ে ইনসটল করে নিন । বাকিরা নিজ নিজ হোস্ট প্রোভাইডারকে অনুরোধ করুন ।</p

পূর্ব প্রকাশ @ব্লগদেশ

Level 0

আমি ব্লগদেশ টিম। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 14 বছর 2 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 31 টি টিউন ও 40 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

তথ্যটি শেয়ার করার জন্য আপনাকে ধন্যবাদ।

দেখা যাক এবার গতি কতটা বাড়ে …………

ঠিক এ ধরনের কাজের টিউনের জন্যই টেটিকে সবার এত ভালো লাগে।
ওয়েব মাস্টারদের জন্য এ টিউন অনেক কাজে দেবে।

ধন্যবাদ।

Level 0

valo laglo

ধন্যবাদ টিউনটির জন্য।

Level 0

This tune is helpful specially for website owner. Thanks a lot for your helpful tune.

হুম…… মনে হয় কাজে লাগবে। তবে আর একটু বিস্তারিত হলে ভাল হত।

    pc soft ভাই আপনার সাইটটা দেখলাম,
    এখন বলেনতো আপনার সাইটে newspaper এবং উপরের চলতি ছবি গুলু কিভাবে সংযোগ করলেন,কারন জিনিস গুলু আমারো দরকার ছিল।

ধন্যবাদ তথ্যটি শেয়ার করার জন্য।